কদলপুর সর্ম্পকে আরও কিছু তথ্য::::::::::::::::::::
নামকরণ:
চট্টগ্রাম বিজয়ী মহান মুসলিম বীর সেনাপতি কদল খান গাজীর নামের স্মারক রুপ পরিগ্রহ করে কদলপুর নামের উৎপত্তি, প্রখ্যাত প্রাচীন মুসলিম সেনাপতি কদল খান গাজীর স্মৃতি বাহক কদলপুর। তার নামের ঐতিহাসিক স্মারক হিসেবে কদলপুর ইতিহাসে স্থান করে নিয়েছে । কদল খান গাজীর স্মৃতির স্মারক ও কদলপুর এক সময় উত্তরে রাউজান খান থেকে দক্ষিণে মহামুনি পর্যন্ত বিস্তৃত ছিল।
দর্শনীয় স্থান:
হযরত আশরাফ শাহও আবুমাজার।
হযরত আব্দুল আজীজ আল নক্সবন্দী মাজার।
হযরত চাঁদ শাহ মাজার।
হযরত মিয়া শাহ মাজার।
ঐতিহাসিক লস্কর উজির দীঘি
ঐতিহাসিক পরীর দীঘি।
চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের পাহাড়তলী চৌমুহনী থেকে ৩ কিলোমিটার উত্তরে এবং চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের জলিল নগর থেকে ৮ কিলোমিটার দক্ষিণে ঐতিহাসিক লস্কর উজির দীঘি অবস্থিত।
উল্লেখযোগ্য ব্যক্তি:
১.জিয়া উদ্দিন আহমদ বাবলু - সংসদ সদস্য,কোতোয়ালী,চট্টগ্রাম।সাবেক জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী,নির্বাচনকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মহাসচিব,জাতীয় পার্টি
২.মোহাম্মদ মুসলিম চৌধুরী - বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি)।
৩.জনাব আব্দুল কুদ্দুস চৌধুরী - সাবেক আইন সচিব
৪.জনাব মহসিন উদ্দিন চৌধুরী - উপ সচিব,প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
৫.জনাব জাহাঙ্গীর সাত্তার টিংকু - বিশষ্টি সমাজ সেবক ও রাজনীতিবিদ
৭.জনাব বদিউল আলম চৌধুরী - সাবেক সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা,বাংলাদেশ সচিবালয়
৮.জনাব নিজাম উদ্দিন আহমদ চৌধুরী - এম.ডি,সোনালী ব্যাংক লিমিটেড,চট্টগ্রাম অঞ্চল।
৯.জনাব ডা.হাসান মাহমুদ - ডীন,ঔষধ প্রশাসন বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয়।
১০.জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী - সচিব,চট্টগ্রাম ওয়াসা
১১.জনাব মোজাহেদুল ইসলাম চৌধুরী - অধ্যাপক,চট্টগ্রাম কলেজ
১২.জনাব সফদর হোসেন চৌধুরী - সাবেক ডিবিশনাল ইনকাম ট্যাক্স কমিশনার
১৩.জনাব এ্যাডভোকেট নাজমুল হুদা - জর্জ কোর্ট,চট্টগ্রাম
১৪.জনাব এ্যাডভোকেট মীর সামশুল অালম - জর্জ কোট,চট্টগ্রাম
১৫.জনাব রফিকুল ইসলাম তালুকদার - ভারপ্রাপ্ত কর্মকর্তা,নাইক্ষনছড়ি থানা,বান্দরবান
১৬.জনাব এ্যাডভোকেট আনছার উদ্দিন আহমদ চৌধুরী - জর্জ কোট,চট্টগ্রাম
১৭.জনাব আরিফুল হক - অধ্যাপক,ইসলামি ইউনিভার্সিটি,কুষ্টিয়া।
১৮.জনাব আখতার আলম চৌধুরী - গাছবাড়ীয়া সরকারি কলেজ
১৯.জনাব এ্যাডভোকেট দিশু কান্তি দাশ - জজকোর্ট,চট্টগ্রাম
২০.জনাব মো.আলী - সাংবাদিক,দৈনিক পূর্বকোণ
২১.জনাব এ্যাডভোকেট আলা মিয়া চৌধুরী - সাবেক প্রেসিডেন্ট,কদলপুর ইউনিয়ন বোর্ড
২২.জনাব এমদাদ হোসেন চৌধুরী প্রকাশ মাইজ্যা মিয়া চৌধুরী - বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক চেয়ারম্যান
২৩.জনাব মাষ্টার লাল মিয়া চৌধুরী - সাবেক চেয়ারম্যান কদলপুর ইউ.পি
২৪.জনাব সৈয়দ মো.মোজাম্মেল হক - সাবেক চেয়ারম্যান
২৫.জনাব জনাব জহিরুল ইসলাম চৌধুরী - এ.এস.পি
২৬.জনাব এস.এম এজাহারুল হক চৌধুরী - এস.পি
২৭.জনাব জালাল উদ্দিন আহমদ চৌধুরী - সাবেক চেয়ারম্যান,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ
২৮.জনাব মরহুম হাজী আমিনুল হক চৌধুরী - প্রতিষ্ঠাতা কদলপুর হামিদিয়া ফাজিল মাদ্রাসা
২৯.জনাব মো.আলী - সাবেক অধ্যক্ষ ইমাম গাজ্জালী ডিগ্রী কলেজ
৩০.জনাব অরুন কান্তি বড়ুয়া - অধ্যক্ষ,রাঙ্গুনীয়া ডিগ্রী কলেজ
৩১.জনাব দিলীপ কুমার বড়ুয়া - সহ.রেজিস্ট্রার,বি.জি.সি.ট্রাস্ট বিশ্ববিদ্যালয়
৩২.জনাব ফরিদ আহমদ চৌধুরী - সাংবাদিক,পাকিস্তান অবজার পত্রিকা,মিশরের কাইরো বিমান বন্দরে ১৯৬৫ ইংরেজী সনে দূর্ঘটনায় মৃত্যুবরন করেন
৩৩.জনাব গিয়াস উদ্দিন চৌধুরী - একাউন্টস অফিসার,চট্টগ্রাম
৩৪.জনাব আবুল মনসুর চৌধুরী - একাউন্টস অফিসার,চট্টগ্রাম
৩৫.জনাব এস.এম ইউসুফ - ভাইস প্রেসিডেন্ট,ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড
৩৬.জনাব এস.এম শফি - চেয়ারম্যান,শফি মোটরস
৩৭.জনাব জনাব সঞ্জয় ভট্টাচার্য্য - বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব
৩৮.জনাব অধ্যাপক লিয়াকত আলী - অধ্যাপক কাগতিয়া মাদ্রাসা
Информация по комментариям в разработке