ফরিদপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে ঢাকা বিভাগের (প্রস্তাবিত ফরিদপুর বিভাগ) একটি জেলা ও প্রশাসনিক অঞ্চল। ফরিদপুর বাংলাদেশের ৪র্থ তম বৃহত্তম পৌরসভা ও দেশের ১৪তম বৃহত্তম শহর।
ভৌগোলিক সীমানা
আয়তন ২০৭২.৭২ বর্গ কিমি। উত্তরে রাজবাড়ী জেলা ও মানিকগঞ্জ জেলা, দক্ষিণে গোপালগঞ্জ জেলা, পশ্চিমে মাগুরা জেলা ও নড়াইল জেলা এবং পূর্বে ঢাকা জেলা, মাদারীপুর জেলা ও মুন্সীগঞ্জ জেলা অবস্থিত।
ইতিহাস
ফরিদপুর জেলা প্রতিষ্ঠিত হয় ১৭৮৬ সালে। মতান্তরে এ-জেলা প্রতিষ্ঠিত হয় ১৮১৫ সালে। ফরিদপুরের নামকরণ করা হয়েছে এখানকার প্রখ্যাত সুফি সাধক শাহ শেখ ফরিদুদ্দিনের নামানুসারে। এ জেলার পূর্বনাম ছিল ‘‘ফতেহাবাদ’’। ফরিদপুর জেলার প্রতিষ্ঠা সন ১৭৮৬ হলেও তখন এটির নাম ছিল জালালপুর এবং প্রধান কার্যালয় ছিল ঢাকা। ১৮০৭ খ্রিষ্টাব্দে ঢাকা জালালপুর হতে বিভক্ত হয়ে এটি ফরিদপুর জেলা নামে অভিহিত হয় এবং হেড কোয়ার্টার স্থাপন করা হয় ফরিদপুর শহরে। গোয়ালন্দ, ফরিদপুর সদর, মাদারীপুর ও গোপালগঞ্জ এই চারটি মহকুমা সমন্বয়ে ফরিদপুর জেলা পূর্ণাঙ্গতা পায়। বর্তমানে বৃহত্তর ফরিদপুর জেলা ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর এই পাঁচটি জেলায় রূপান্তরিত হয়েছে।
প্রশাসনিক এলাকাসমূহ
ফরিদপুর জেলায় মোট পৌরসভা ৬টি, ওয়ার্ড ৩৬টি, মহল্লা ৯২টি, ইউনিয়ন ৮১টি, গ্রাম ১৮৮৭টি।
মোট উপজেলা ৯টি। সেগুলো হচ্ছেঃ
• ফরিদপুর সদর উপজেলা
• বোয়ালমারী উপজেলা
• আলফাডাঙ্গা উপজেলা
• মধুখালী উপজেলা
• ভাঙ্গা উপজেলা
• নগরকান্দা উপজেলা
• চরভদ্রাসন উপজেলা
• সদরপুর উপজেলা
• সালথা উপজেলা
0:42 নামকরনের ইতিহাস
প্রত্নসম্পদ
• শেরশাহ-গ্র্যান্ড-ট্রাংক-রোড
• বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ স্মৃতি জাদুঘর ও পাঠাগার
• মথুরাপুর দেউল, মধুখালী
• পাতরাইল মসজিদ ও দিঘী,
• সাতৈর শাহী মসজিদ
• ফরিদপুর জেলা জজ কোর্ট ভবন
• কাটাগড় দেওয়ান শাগীর শাহ্ মাজার শরীফ, বোয়ালমারী
• ভাঙ্গা মুন্সেফ আদালত ভবন।
• শ্রীঅঙ্গন
• কানাইপুর জমিদার বাড়ি
• বাইশরশি জমিদারবাড়ি
• নবাব আবদুল লতীফের বাড়ি
• পল্লী কবি জসীম উদ্দিনের বাড়ি এবং জসীম উদ্দিন জাদুঘর
• বনমালদিয়া হজরত শাহ সৈয়দ হাবিবউল্লাহ(র.) মাজার,বনমালদিয়া,মধুখালি
• [[ভাষাসৈনিক মুক্তিযোদ্ধা ব্যারিস্টার সৈয়দ কামরুল ইসলাম মোহাম্মদ সালেহউদ্দিনের বাড়ী,বনমালদিয়া,মধুখালি ]]
উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ:
• খন্দকার মোশাররফ হোসেন - সংসদ সদস্য;
• সৈয়দা সাজেদা চৌধুরী - সংসদ সদস্য, সংসদ উপনেতা, সাবেক বন ও পরিবেশমন্ত্রী;
• মুসা বিন শমসের - বাংলাদেশের শীর্ষ ধনী;
• মাকসুদুল আলম - পাটের জীবন রহস্য উন্মোচনকারী প্রথম বাংলাদেশী বিজ্ঞানী;
• রমেশচন্দ্র মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বিখ্যাত লেখক, গবেষক।
• সুকান্ত ভট্টাচার্য - ক্ষনজন্মা প্রতিভাবান বাঙালী কবি।
• মীর মোশাররফ হোসেন বিখ্যাত বাঙালি সাহিত্যিক।
• কাজী দীন মোহাম্মদ:চিকিৎসক
• শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বাংলাদেশের প্রথম ফার্স্টলেডী।
• কাজী আনোয়ার হোসেন,একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী।
• আবু ইসহাক - বিখ্যাত সাহিত্যিক।
• সিরাজ শিকদার - নক্সাল আন্দোলনকারী নেতা।
• অমিতাভ দাশগুপ্ত - কবি
• কে এম ওবায়দুর রহমান - বিএনপির রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী
• অঞ্জু ঘোষ বেদের মেয়ে জোসনা খ্যাত অভিনেত্রী।
• রিয়াজ চিত্রনায়ক।
• ফণী মজুমদার:চিত্র পরিচালক
• অমল বোস নানা নাতি চরিত্রখ্যাত অভিনেতা।
• ফজলুর রহমান বাবু অভিনেতা।
• পাওলি দাম চিত্রনায়িকা।
• চম্পা চিত্রনায়িকা।
• সুচন্দা চিত্রনায়িকা
history of faridpur district,faridpur district tourist spot,faridpur district famous people,kanaipur jamidar bari,polli kobi josimuddin bari,riyaj movie,fojlur rahman babu natok,fajlur rahman babu song,compa movie,nana nati amol ghus,sob janta,ফরিদপুর জেলার ইতিহাস,ফরিদপুর জেলার দর্শনিয় স্থান,ফরিদপুরের জমিদার বাড়ি,মীর মোশারফ হোসেন,মুথুরাপুর দেউল,ফরিদপুর জেলার উপজেলা,বেদের মেয়ে জুৎনা অঞ্জু ঘোষ
#faridpur #sobjanta
Информация по комментариям в разработке