এইটা শুনলে সালমান হাবীব সম্পর্কে জানতে সুবিধা হবে | সালমান হাবীব | কবিতায় গল্প বলা মানুষ

Описание к видео এইটা শুনলে সালমান হাবীব সম্পর্কে জানতে সুবিধা হবে | সালমান হাবীব | কবিতায় গল্প বলা মানুষ

এটি আমার এবাউটের লেখা।
এটা পড়লে হয়তো আমাকে জানতে একটু সহজ হবে।
আমার ভালোলাগা-মন্দ লাগা, পছন্দ-অপছন্দ
একটু হলেও বুঝতে পারবেন।

আমি সালমান হাবীব। ডাকনাম অনিয়ম।
আকাশ ভালো লাগে। ভীষণ রকম!
যতটা ভালো লাগলে নিজেই আকাশ হতে ইচ্ছে করে।
ভালো লাগে নদী আর পাহাড়ও।
আমি কোনোদিন সমুদ্র দেখিনি।
অদেখা 'আপনার' মতোই অদেখা সমুদ্রের প্রতি
আমার আজন্ম টান!
কোনো একদিন সমুদ্রের শান্ত জলে
আকাশের নীল দেখব।
আচ্ছা, সমুদ্রের জল কি কখনো শান্ত থাকে?
আপনি জানেন? আমি জানি না।

প্রিয় ফুল শিউলি।
আজকাল কৃষ্ণচূড়াও ভালো লাগে।
প্রিয় রঙ নীল। হয়তো আকাশ নীল বলে!
প্রিয় খাবার নুডুলস।

টিনের চালের ঘরে শুয়ে বালিশে কান পেতে
ঝুম বৃষ্টির সুর শুনতে ভালো লাগে।
কোনো কোনো দিন কবিতা পড়তে ভালো লাগে।
সুর করে কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে।
গোলাপজল, আগরবাতির ঘ্রাণ ভালো লাগে।
আমি মরে গেলে খাটিয়ায় শুয়ে কি সেই ঘ্রাণের সুবাস পাব?!

কিছু জিনিসে ভীষণ দুর্বলতা আছে আমার;
টোলপড়া গাল, কলকাতার দাঁত,
ইহকাল আটকে থাকা নথ, নোলক,
জোড়া ভ্রু, জলে ডুবানো পা, পায়েল,
বিধাতার তিলক চিহ্ন।

আমি মানুষকে ভালোবাসতে ভালোবাসি।
'অকারণ ভুল বোঝা'কে ভয় পাই।
কাগজের বইয়ের চেয়ে মানুষের জীবন পড়তে
বেশি ভালো লাগে আমার।
কোথাও কোনো ভুল হয়ে গেলে
মাফ চেয়ে নেবার মানসিকতা আছে।
এই একটা কারণেই নিজেকে আমার মানুষ মানুষ লাগে। এছাড়া মানুষ দাবি করবার মতো
আর কোনো গুণ নাই।

আমি মূলত কবিতায় গল্প বলা মানুষ।
কোনো একদিন হয়তো দেখবেন আপনার
নিজের গল্পটাই লিখা হয়ে গেছে আমার কবিতায়।

Salman Habib - সালমান হাবীব

Комментарии

Информация по комментариям в разработке