ফিঞ্চ পাখির ডিম পাড়ার লক্ষন।। ফিঞ্চ পাখি পালন

Описание к видео ফিঞ্চ পাখির ডিম পাড়ার লক্ষন।। ফিঞ্চ পাখি পালন

ফিঞ্চ পাখির ডিম পাড়ার লক্ষন
প্রকৃতিতে পাখি যখন খাবারের প্রাচুর্যতা দেখতে পারে তখন নিজের ঘর তৈরিতে ও ডিম বাচ্চা করতে উৎসাহিত বোধ করে। একই ভাবে খাচাতেও যখন খাবার দাবার ও প্রয়োজনীয় সবকিছু পাবে তখন ডিম দেয়া শুরু করবে। কিছু বিষয় খেয়াল করলে ফিঞ্চ পাখির ডিম পাড়ার লক্ষণ বোঝা যায়। যারা অনেকদিন ধরে ফিঞ্চ পাখি পালন করেন তারা পাখির পেটে হাত দিয়ে বুঝতে পারেন ডিম আছে কিনা। এখানে উল্লেখ করা হয়েছে কি কি লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন ফিঞ্চ পাখি ডিম পারবে কিনা। ফিঞ্চ পাখি সাধারণত তিন থেকে চার মাস বয়সে ডিম পাড়া শুরু করে এবং প্রতিবারে ফিঞ্চ পাখি চারটি থেকে আটটি পর্যন্ত ডিম দিয়ে থাকে। অনেকে জানতে চান ফিঞ্চ পাখির ডিম থেকে বাচ্চা বের হতে কতদিন সময় লাগে। ফিঞ্চ পাখির ডিম থেকে বাচ্চা বের হতে সময় লাগে ষোল থেকে আঠারো দিন। এছাড়া প্রিন্স পাখির বাচ্চা অ্যাডাল্ট হয় তিন থেকে চার মাস বয়সে।

Комментарии

Информация по комментариям в разработке