চৌবাচ্চায় শোল মাছ চাষ ব্যবস্থা/Snakehead Fish Farming in Tank

Описание к видео চৌবাচ্চায় শোল মাছ চাষ ব্যবস্থা/Snakehead Fish Farming in Tank

মৎস্য চাষি ভাইয়েরা আজকে আপনাদের জন্য নিয়ে এলাম শোল মাছ চাষ পদ্ধতি। আমরা কিভাবে শোল মাছ চাষ করি আপনাদের কাছে ভিডিও এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।শোল মাছ চাষ পদ্ধতি !

শোল মাছকে আমরা রাক্ষুসে মাছ হিসেবেই জানি। শোল মাছ আমাদের দেশে এখন প্রায় বিলুপ্ত প্রজাতীর মাছ হয়ে যাচ্ছে। শোল মাছ বাজারের দামি মাছ। শোলের দাম কেজিপ্রতি তিনশ’ টাকার কম নয় অথচ তা চাষে খরচ খুবই নিন্ম। শোল মাছ সব ধরনের দুর্যোগ যেমন খরা, অতিবৃষ্টি কিংবা প্রতিকূল পরিস্থিতি সবকিছু সহ্য করতে পারে- যা অন্য মাছের জন্য কঠিন। মা শোল মাছই নিজেদের মতো করে ডিম নার্সিং ও পোনা লালন করে। শত্রু মাছের কবল থেকে নিজেই ঠেকায়।

পুকুর প্রস্তুতিঃ- যে কোন পুকুরেই শোল মাছ চাষ করা যাবে তবে তাকে উপযুক্ত পরিবেশ দিতে হবে।যেই পুকুরে শোল চাষ হবে সেই পুকুরে কচুরীপানা অথবা কলমি লতা থাকলে ভাল কারন শোল মাছ আড়ালে আবডালে থাকতে পছন্দ করে। তবে খেয়াল রাখতে হবে কচুরীপানায় যেন পুকুর ভরে না যায়। পুকুরের চারদিকে কমপক্ষে ৫ ফুট উচ্চতায় জাল দিয়ে বেড় দিত হবে। অন্যথায় বর্ষাকালে শোল মাছ লাফিয়ে চলে যাবে।
যোগাযোগ করুন:01306496369
পোনা মজুতঃ- বাংলাদেশে বানিজ্যিক ভাবে শোল মাছের চাষ হয় না সেজন্য শোল মাছের পোনা পাওয়া দুষ্কর। তাই প্রাকৃতিক ভাবে সংগ্রহের উপর জোর দিতে হবে। প্রাকৃতিক পদ্ধতিতে শোল মাছের পোনা উৎপাদন করা খুবই সহজ। বৈশাখ মাস শোল মাছের প্রজনন মৌসুম।বৈশাখ মাসের প্রথম থেকে শোল মাছ বাচ্চা দিতে শুরু করে। বাচ্চাগুলো এক ঝাঁকে থাকে। সেই সময় হাওড়-বাওড়, পুকুর থেকে সপ্তাহখানেক বয়সের বাচ্চা সংগ্রহ করতে হবে। যদি পোনা না পাওয়া যায় তাহলে বড় শোল মাছ সংগ্রহ করে পুকুরে ছেড়ে দিতে হবে। একক ভাবে প্রতি শতাংশে ১০ টি দেয়া যেতে পারে আর মিশ্র পদ্ধতিতে চাষের জন্য প্রতি শতাংশে ৪টি । এর থেকে বেশী না দেয়াই ভাল একটি প্রাপ্ত বয়স্ক শোল মাছ লম্বায় ২.৫-৩ ফিট হতে পারে।চৌবাচ্চায় বা ফাইবারের ট্যাংকিতে এই মাছ চাষ কার যাবে,আমরা বাংলাদেশে প্রথম এই পদ্বতিতে চাষ ব্যবস্থা করে দিচ্ছি।প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

Helpline:01306496369

Thanks for Watching✓Like✓Share& Subcribe

Комментарии

Информация по комментариям в разработке