প্রবারণা গান ২০২৩ইং | নতুন ধর্মীয় গান | রুবেল চাকমা & অন্যন্যা চাকমা |

Описание к видео প্রবারণা গান ২০২৩ইং | নতুন ধর্মীয় গান | রুবেল চাকমা & অন্যন্যা চাকমা |

শুভ প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠান ২০২৩ইং উপলক্ষে
বেতছড়ি মৈত্রী নগর অরণ্য কুটিরে ২৯তারিখ রবিবার আনুষ্ঠানিকতা স্বরূপ অনুষ্ঠান উদযাপন করা হয়। তারই ধারাবাহিকতায় অনুষ্ঠান সঞ্চালন করেন বাবু জগদীশ চাকমা। অনুষ্ঠানে পুণ্যক্ষেত্র ভিক্ষুসংঘ সহ বিভিন্ন গ্রাম থেকে আগত পূর্ণ্যার্থীবৃন্দ পুণ্য অর্জন করেন।

প্রবারণা অনুষ্ঠান মধ্যে দিয়ে গানটি প্রবারণা প্রসঙ্গে চাকমা ভাষায় রচিত হয়।

👉গানটি লিখেছেন- পূজনীয় প্রজ্ঞাসিদ্ধি ভান্তে।
কন্ঠ শিল্পী - রুবেল চাকমা ও অন্যন্যা চাকমা
সুর - রুবেল চাকমা
কির্বোড - রুবেল চাকমা
মিউজিক রুবেল স্টুডিও।
আর্থিক সহযোগিতায়- চিত্রা দেওয়ান ও যুথীকা তালুকদার।
সার্বিক সহযোগিতায় - বুড্ডিস্ট ধাম্মাপাদা ফাউন্ডেশন।
ভিডিও - চিক্কো চাকমা ও তনয় চাকমা।



🎼🎵🌀এচ্চে আমি বেগে মিলি---
হেমা দেদি গরিনে রাগেবঙ মৈত্রী হোজপানা,
ভুল গলদ মৈত্রী দিনে গরির প্রবারণা।
ধর্ম কর্মে সুগে তেদঙ গরির তবনা,
হুজি মনে গরির এচ্চে প্রবারণা।


🎼🎵🌀মা-বাব, শিক্ষাগুরু, ধর্মগুরু ভান্তেদাগীরে,
সেবা পূজো গরিবঙ, কল্যাণমিত্র গুরুজনরে।
মান-অভিমান, ভুল গলদ পুরি ফেলে গরির এচ্চে প্রবারণা,
আকাশ'বাতি উড়ে দিনে চুলমনি জাদি উদিজে গরির তবনা।
এচ্চে এই পুণ্যলোই হাদাযোক পাপ্পানি,
জ্ঞানেগুণে তিদেবর উক বেগর মনানি।


🎼🎵🌀অজ্ঞানর কারণে জন্মে জন্মে দুগত আগি,
হিংসা পিজুম মদ হাঞ্জি সারি দিবঙ আমি বেক্কানি।
মানজোরে ন হবং মন দুগ লাগেদে হদানি,
বজং হাচ্চ্যেত রাগেলে লাগত পেবঙ আমি বানা দুক্কানি।
অষ্ট-লোক ধর্মলোই মনান ন ভাঙিবং,
সত্য-মিথ্যা বুঝিনে কুশল হাম গরিবং।

🎼🎵🎼🎵🎼🎵🎼🎵🎼🎵🎼🎵🎼🎵


👉বুড্ডিস্ট ধাম্মাপাদা ফাউন্ডেশন
👉Buddhist Dhammapada Foundation
💞সবাইকে ধন্যবাদ💞

Комментарии

Информация по комментариям в разработке