ওলান প্রদাহ (Mastitis), ম্যাস্টাইটিস রোগ নির্ণয় ও চিকিৎসা ( A to Z Mastitis Class )

Описание к видео ওলান প্রদাহ (Mastitis), ম্যাস্টাইটিস রোগ নির্ণয় ও চিকিৎসা ( A to Z Mastitis Class )

ওলান প্রদাহ (Mastitis)
প্রাণির ওলানের টিস্যুর প্রদাহকে ওলানফোলা (Mastitis) রোগ বলে। লাভজনক ডেইরি খামার ও গাভী পালনের প্রধান অন্তরায় হলো ওলানফোলা রোগ। সাধারণত অধিক দুধ উৎপাদনশীল গাভী এ রোগে আক্রান্ত হয়। এ রোগের কারণে প্রাণির দুধের পরিমান কমে যায়, দুধ পাতলা দেখায়, দুধের রং পরিবর্তন হয়, জমাট বাঁধা কমে ও রক্ত মিশ্রিত দুধ দেখা যায়। সঠিকভাবে চিকিৎসা না করলে চিরতরে ওলান বা বাট নষ্ট হয়ে যাওয়া এমন কি প্রাণি মারা যেতে পারে। বাট নষ্ট বা কানা হলে খামারীকে প্রাণি বিক্রয় করতে গেলে মাংসের দামে বিক্রয় করতে হয়। আমাদের দেশে অধিকাংশ লোকের ধারণা এ রোগটি মানুষের মুখ লাগা, চোখ লাগা, বাতাস লাগা থেকে হয়। ফলে প্রথমে প্রাণির মালিক কবিরাজ বা ফকিরের পানিপড়া, ঝাড়া-ফুঁক, ওলানে হলুদ বাটা ইত্যাদির আশ্রয় নেয়। এছাড়াও তাদেও একটি ধারণা প্রাণিকে চিকিৎসা করালে এবং ইঞ্জেকশন দিলে আক্রান্ত প্রাণির দুধ কমে যাবে। এ ধারনা পোষণ করে প্রাণি মালিকগণ ডাক্তারের স্মরনাপন্ন হন না। কুসংস্কারের ফলে প্রাণির ওলানে প্রচুর ক্ষতিসাধন হয় এবং পরবর্তীতে ব্যয়বহুল চিকিৎসা দিয়েও ততটা সুফল পাওয়া যায় না। তবে ওলানফোলা প্রথম শুরুর সঙ্গে সঙ্গে চিকিৎসা করলে প্রাণির দুধ উৎপাদনের কোন ব্যাঘাত না ঘটিয়ে দ্রুত সুস্থ করা সম্ভব।
#veterinary #veterinaryclasses

কারণ (Etiology)
ওলানফোলা সৃষ্টির প্রভাবসমূহ (Predisposing factors of mastitis):
ওলানফোলা রোগের অর্থনৈতিক গুরুত্ব (Economic importance of mastitis):
ওলানফোলা রোগের প্রকারভেদ (Classification of mastitis)
লক্ষণসমূহ:
নাতিতীব্র রোগের লক্ষণ:
রোগ নির্ণয় (Diagnosis):
চিকিৎসা (Treatment)

Комментарии

Информация по комментариям в разработке