শাখা/গুটি কলম করার পদ্ধতি ও তার সফল প্রতিস্থাপন , Air layering technique, গুটি কলম করার পদ্ধতি

Описание к видео শাখা/গুটি কলম করার পদ্ধতি ও তার সফল প্রতিস্থাপন , Air layering technique, গুটি কলম করার পদ্ধতি

ফল ও ফুলের গাছে খুব ছোট থেকেই ফুল ও ফল পেতে ও তার গুণমান বজায় রেখে নতুন গাছ সৃষ্টি তে কলম একটি জনপ্রিয় ও সহজ পদ্ধতি।

আমরা একটি ফলের গাছে শাখা কলম বা গুটি কলম করেছি।
শাখা কলম একটি প্রাকৃতিক ও সুরক্ষিত পদ্ধতি।
এই পদ্ধতির সফলতার হার সর্বাধিক।
আর এতে গাছের ক্ষতি হবার সম্ভবনা খুবই নগণ্য।

কিভাবে শাখা কলম করতে হয় এবং সেই কলম টি কিভাবে মাটিতে প্রতিস্থাপন করতে হয় তা এই ভিডিও টি তে আমরা দেখিয়েছি।

শাখা কলম করার জন্য লাগবে-
একটি জীবাণু মুক্ত করা ছুরি, একটি প্লাস্টিক ব্যাগ, নরম ও আর্দ্র মাটি ও একটি শক্ত দড়ি।

ভিডিও টি দেখে আপনি নিজেও এমন সফল ভাবে কলম বাঁধা শিখে যাবেন।

ভিডিওটি ভালো লাগলে like, share, comment করবেন. আর অবশ্যই subscribe করে পাশে থাকবেন.

Комментарии

Информация по комментариям в разработке