রংপুর জেলার দর্শনীয় স্থান। Rampur jila
রংপুর বিভাগের সকল জেলার বিখ্যাত ও জনপ্রিয় দর্শনীয় স্থান সমূহ
রংপুর বিভাগ বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রশাসনিক ইউনিট। রংপুরের প্রত্যেকটি জেলাতেই অনেক চিত্তাকর্ষক দর্শনীয় স্থান রয়েছে। রংপুর বিভাগের দর্শনীয় স্থানসমূহ ভ্রমণ করার জন্য প্রতি বছর দর্শনার্থীরা ভিড় জমায়। নিচে রংপুর বিভাগের সকল জেলার বিখ্যাত এবং জনপ্রিয় দর্শনীয় স্থানসমূহের নাম উল্লেখ করা হল।
দিনাজপুর জেলার বিখ্যাত দর্শনীয় স্থান সমূহ
দিনাজপুর জেলা রংপুর বিভাগের অন্তর্গত একটি প্রশাসনিক জেলা। দিনাজপুর জেলায় অনেক পুরাকীর্তি এবং প্রাকৃতিক চিত্তাকর্ষক দর্শনীয় স্থান রয়েছে।
দিনাজপুরের দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম হচ্ছে- দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনি, কান্তজীর মন্দির, রামসাগর, স্বপ্নপূরী, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর মেডিকেল কলেজ, জিয়া হার্ট ফাউন্ডেসন, গাওসুল আজম বি এন এস বি চক্ষু হসপিটাল, পার্বতীপুর রেলওয়ে জংশন ইত্যাদি।
গাইবান্ধা জেলার বিখ্যাত দর্শনীয় স্থান সমূহ
গাইবান্ধা জেলা যমুনার তীরবর্তী রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। গাইবান্ধা জেলার অনেক ঐতিহাসিক এবং চিত্তাকর্ষক পর্যটন স্থান রয়েছে।
গাইবান্ধার দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে- বালাসী ঘাট, ঘেগার বাজার মাজার, গাইবান্ধা পৌর পার্ক, ড্রীমল্যান্ড- পলাশবাড়ী সদর, হযরত শাহ জামাল (রাঃ) মাজার শরীফ, জামালপুর শাহী মসজিদ ইত্যাদি।
কুড়িগ্রাম জেলার বিখ্যাত দর্শনীয় স্থান সমূহ
কুরিগ্রামের বিখ্যাত দর্শনীয় স্থান সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে- ধরলা ব্রিজ ও বাঁধ, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক, স্বাধীনতার বিজয় স্তম্ভ, চান্দামারী মসজিদ, কোটেশ্বর শিব মন্দির, পাঙ্গা জমিদার বাড়ি, ঘড়িয়ালডাঙ্গা জমিদার বাড়ী, টুপামারী (জিয়া পুকুর), মুন্সিবাড়ী, ধাম শ্রেণী মন্দির, জালার পীরের দরগাহ, ভিতরবন্দ জমিদার বাড়ী, সোনাহাট ব্রিজ, নাওডাঙ্গা জমিদার বাড়ি, চতুর্ভূজ সেনপাড়া শিব মন্দির, চিলমারী বন্দর ইত্যাদি।
লালমনিরহাট জেলার বিখ্যাত দর্শনীয় স্থান সমূহ
লালমনিরহাট জেলায় অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী এসকল স্থান পরিদর্শন করতে আসে।
লালমনিরহাটের দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে- তিস্তা সেচ প্রকল্প, প্রাচীন লালমনিরহাট বিমান বন্দর, বুড়িমাড়ি জিরো পয়েন্ট, তিনবিঘা করিডর, শীণ্ডূড়মটীর দীঘি, কবি শেখ ফজলুল করিমের বসত ভিটা, তিস্তা ব্যারেজ, কাকিনা রাজার বাড়ি ইত্যাদি।
নীলফামারী জেলার বিখ্যাত দর্শনীয় স্থান সমূহ
নীলফামারী জেলা বাংলাদেশের অন্যতম একটি জেলা। জেলাটি রংপুর বিভাগের একটি সীমান্তবর্তী জেলা।
নীলফামারীর দর্শনীয় স্থান সমূহের হচ্ছে- নীলসাগর, ধর্মপালের গড়, চীনা মসজিদ, তিস্তা ব্যারেজ ও সেচ প্রকল্প, কুন্দুপুকুর মাজার, হযরত শাহ কলন্দর মাজার, হরিশচন্দ্রের পাঠ, ময়নামতির দূর্গ, ভীমের মায়ের চুলা, চীনা মসজিদ, সৈয়দপুর চার্চ, সৈয়দপুর রেলওয়ে কারখানা, দারোয়ানী টেক্সটাইল মিল, উত্তরা ইপিজেড, সৈয়দপুর বিমানবন্দর, ডিমলা রাজবাড়ী, বালাপাড়া গণকবর ইত্যাদি।
পঞ্চগড় জেলার বিখ্যাত দর্শনীয় স্থান সমূহ
বাংলাদেশের হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড় জেলা দেশের সর্ব উত্তরের জেলা। পঞ্চগড় জেলায় অসংখ্য মনোরম পর্যটন স্পট রয়েছে।
পঞ্চগড়ের দর্শনীয় স্থানগুলোর মধ্যে আছে- ভিতরগড়, গোলকধাম মন্দির, মহারাজার দিঘী, তেঁতুলিয়া ডাক-বাংলো, বদেশ্বরী মহাপীঠ মন্দির, তেঁতুলিয়া পিকনিক কর্ণার, সমতল ভূমিতে সম্প্রতি প্রতিষ্ঠিত চা বাগান, বাংলাবান্ধা জিরো পয়েন্ট ও বাংলাবান্ধা স্থল বন্দর, মির্জাপুর শাহী মসজিদ, বার আউলিয়ার মাজার ইত্যাদি।
রংপুর জেলার বিখ্যাত দর্শনীয় স্থান সমূহ
রংপুর জেলা রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। রংপুরের দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম হচ্ছে- কারমাইকেল কলেজ, তাজহাট রাজবাড়ী, ভিন্নজগত, রংপুর চিড়িয়াখানা, পায়রাবন্দ, ঘাঘট প্রয়াস পার্ক, চিকলির পার্ক, ইত্যাদি।
ঠাকুরগাঁও জেলার বিখ্যাত দর্শনীয় স্থান সমূহ
ঠাকুরগাঁও জেলা রংপুর বিভাগের অন্তর্গত ভারতের সীমান্তবর্তী একটি প্রশাসনিক জেলা। ঠাকুরগাঁও জেলায় অনেক মনোরম দর্শনীয় স্থান আছে।
ঠাকুরগাঁওয়ের দর্শনীয় স্থান সমূহের মধ্যে অন্যতম হচ্ছে- জামালপুর জমিদারবাড়ি জামে মসজিদ, বালিয়াডাঙ্গী সূর্য্যপূরী আমগাছ - প্রায় ২০০ বছরের পুরনো, ফান সিটি অ্যামিউজমেন্ট পার্ক, রাজা টংকনাথের রাজবাড়ি, হরিপুর রাজবাড়ি, জগদল রাজবাড়ি, সাপটি বুরুজ, বাংলা গড় ইত্যাদি।
Rangpur Division is an administrative unit in the northern part of Bangladesh. There are many interesting places in every district of Rangpur. Visitors flock here every year to visit the sights of Rangpur Division. Below are the names of famous and popular places of interest in all the districts of Rangpur Division.
Famous places of interest in Dinajpur district
Dinajpur District is an administrative district in the Rangpur Division. Dinajpur district has many antiquities and natural attractions.
Among the places of interest in Dinajpur are Dinajpur Barapukuria Coal Mine, Kantjir Mandir, Ramsagar, Swapnapuri, Haji Mohammad Danesh University of Science and Technology, Dinajpur Medical College, Zia Heart Foundation, Gaosul Azam BNSB Eye Hospital, Parbatipur Railway.
Thank you for watching this video.
Please subscribe my channel.
Информация по комментариям в разработке