মাহাদুস সুন্নাহ মাদরাসা 'চাঁদপুর' একটি খালেস দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। দেশের বিজ্ঞ ওলামা-মাশায়িখের তত্ত্বাবধানে পরিচালিত একটি উচ্চতর ইসলামি শিক্ষা ও গবেষণাকেন্দ্র। 
লক্ষ্য-উদ্দেশ্য
আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্যে হচ্ছে, একদল যোগ্য ও কর্মঠ আলিম পর্ষদ গড়ে তোলা, যারা বিশ্বব্যাপী দ্বীনের যেকোনো সেক্টরে কাজ করতে সক্ষম হবে। যাদের একজনই হাজারও ব্যক্তির কাজ সম্পন্ন করে দেবে। যাদের ইলমি মাকাম হবে অত্যন্ত উঁচুমানের। তাহকিকগুলো হবে পুরাতন সিস্টেম ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে শক্তিশালী উপায়ে। যারা অন্ধ অনুসরণ ও গোঁড়ামিবাদ থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে। যারা কাউকে বা কারো কথা গ্রহণ করতে হলে দলিলের আলোকেই করবে এবং বর্জন করতে হলেও দলিলের আলোকেই করবে। সর্বোপরি দ্বীনের সকল কাজের ক্ষেত্রে তারা যেন যোগ্য হয়ে ওঠে, সে মেহনতই করানো হয় আলহামদুলিল্লাহ। 
                                                                                
বিভাগসমূহ:-
✓মাদানী নেসাব ১ম-তৃতীয় বর্ষ (পর্যায়ক্রমে দাওরায়ে হাদিস)
✓নৈশ বিভাগ (জেনারেল শিক্ষিতদের জন্য পাঁচ বছরে আলিম কোর্স)
✓কুর আনিক কোর্স (স্কুল পড়ুয়া বাচ্চাদের জন্য)
✓হিফজুল কুরআন ও নাজেরা বিভাগ
✓মিডিয়া-দাওয়া ও প্রকাশনা বিভাগ
✓নিসাব ও পরিচালনা পদ্ধতি: ব্যতিক্রমধর্মী ও গবেষণামূলক সিলেবাস দ্বারা পাঠ দান। প্রথমবর্ষে আরবির দিক দিয়ে মাদানী নেসাবের পদ্ধতিকে (কিছু ক্ষেত্র ছাড়া) প্রাধান্য দেয়া হয়। আদাব-আখলাক ও তারবিয়াতি দিক দিয়ে মেখল পদ্ধতিকে প্রাধান্য দেয়া হয়। পড়া লেখা সামনে অগ্রসর হওয়ার দিক দিয়ে সালাফদের পদ্ধতিকে প্রাধান্য দেয়া হয়। যেমন, ইবারত ও অর্থ উভয়টাই ছাত্ররা হল করে আসবে। দারসে ছাত্ররাই ইবারত ও অর্থ বলবে। উস্তাদ শুধু ভুল হলে সুধরে দিবেন এবং যেখানে তাকরির করার দরকার সেখানে তাকরির করবেন। একজন ছাত্রও না বুঝে সামনে সবক নিতে পারবে না। প্রত্যেকে কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে বুঝার পরই অন্য কিতাব শুরু করা। প্রতিদিন কয়টা কিতাবের দারস হবে সেটা মেধা হিসেবে নির্ধারণ করা। মেধা অনুযায়ী কারো দারস থাকবে ২-৩টি। আবারো কারো থাকবে ৭-১০ টি। কেউ ৫ বছরে আলিম হয়ে উঠবে, আবার কেউ ১৫ বছরে আলিম হয়ে  উঠবে। তবে প্রত্যেকেই যোগ্য আলিম হয়ে উঠবে। এতে এখানে প্রত্যেকের মেধার যথা মূল্যায়ন করা হয়। যে যত বেশি মেধাবী সে এক বছরে তত বেশি সামনে অগ্রসর হয়। আর যে কম মেধাবী সে কম পড়লেও, যা পড়ে বুঝে বুঝে পড়েই সামনে অগ্রসর হয়। অর্থাৎ এখানে পড়লে যত কম মেধাবিই হোক কিতাব বুঝবে না, এমন হবে না। সবাই কিতাব বুঝবে। তবে কেউ হয়তো একটু বেশি বুঝবে, আর কেউ একটু কম বুঝবে।
✓যে সব দিক দিয়ে মাহাদুস সুন্নাহ অনন্য:-
১. আপনি কি চান আপনার সন্তানটি এমন সিলেবাসে পড়া-লেখা করুক, যে সিলেবাসে শুরু থেকেই থাকবে আরবিভাষা, নাহু-সরফ, ইলমুল আকায়িদ, সিরাত ও কুরআন-সুন্নাহর নুসুস হল করার প্রতি বিশেষ গুরুত্ব। ফলে, পড়া-লেখার শুরুতেই কুরআন-সুন্নাহর সাথে আপনার সন্তানের বিশেষ সম্পর্ক গড়ে উঠবে। তাহলে আপনি পূর্ণ আস্থা ও বিশ্বাসের সাথে নিসংকোচে মাহাদুস সুন্নাহ মাদরাসা চাঁদপুরকে বেছে নিতে পারেন। 
২. আপনি যদি চান আপনার আপনার সন্তান এমন সিলেবাসে পড়া-লেখা করুক, যে সিলেবাসে পড়লে দাওরা পর্যন্ত পড়ে আরবিভাষা, নাহু-সরফ, সিরাতে, ফিকহ ও কুরআন সুন্নাহর নুসুসে গবেষণা করার মত পারদর্শী হওয়ার সাথে সাথে উলুম কুরআন, উলুমুল হাদিস, উসুলুল ফিকহ, উসুলুল ইফতা ও ইলমুল আকায়িদে সমহারে পারদর্শী হয়ে উঠবে।যাতে করে সে দাওরা ফারিগ হয়ে আমাদের আকাবিরদের মত কোন তাখাসসুস পড়া ব্যতীত গভীর মুতাআলায় আত্মনিয়োগ করে নিজেকে যুগশ্রেষ্ঠ আলিম হিসেবে গড়ে তুলে দ্বীনের মহা খেদমত আঞ্জাম দিতে পারে।তাহলে আপনি পূর্ণ আস্থা ও বিশ্বাসের সাথে নিসংকোচে মাহাদুস সুন্নাহ মাদরাসা চাঁদপুরকে বেছে নিতে পারেন। 
৩. আপনি যদি চান আপনার সন্তান এমন সিলেবাসে পড়া-লেখা করুক, যে সিলেবাসে পড়লে দাওরা পর্যন্ত পড়ে কয়েকটি হাদিসের কিতাব হাফিজ হয়ে বের হবে । তাহলে আপনি পূর্ণ আস্থা ও বিশ্বাসের সাথে নিসংকোচে  মাহাদুস সুন্নাহ মাদরাসা চাঁদপুরকে বেছে নিতে পারেন। কেননা, প্রত্যেক জামাতে হিফজুন নুসুস এর দারস আবশ্যকিয় করে এমনভাবে ঢেলে সাজানো হয়েছে যে, এখানের প্রতিটি ছাত্র ফারিগের পর কয়েকটি হাদিসের কিতাবের হাফিজ হয়ে বের হবে ইনশাআল্লাহ।
৪. আপনি যদি চান আপনার কলিজার টুকরা সন্তান এমন সিলেবাসে পড়া-লেখা করুক, যেখানে শুধু শিক্ষাই নয়, থাকবে দীক্ষারও বাস্তব রুপায়ন। যেখানে পড়ে আপনার সন্তান হয়ে উঠবে চিন্তা-চেতনায় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ- ও মাহমুদ হাসান দেওবন্দি এর মত যুগ পরিবর্তনের বিপ্লবী চেতনা লালনকারী একজন আদর্শ আলিম। যেখানে পড়ে আপনার সন্তান হয়ে উঠবে আদর্শে মিল্লাতে ইবরাহিমের অনুসারী ও সুরুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অনুগামী।  আপনার সন্তানটি অন্ধ অনুসরণ ও গোড়ামিবাদ থেকে থাববে পূর্ণ মুক্ত। জাতীয়তাবাদ, গোত্রপ্রীতি, তাগুতপ্রীতি, সংকীর্ণতা, হঠকারিতা ইত্যাকার নিন্দনীয় বিষয়াবলি থেকে যোজন যোজন দূরে অবস্থান করবে।  দ্বীনের জন্য যেকোনো ধরনের জুলুম-নির্যাতন ও অত্যাচার-নিপীড়ন অম্লান বদনে মেনে নেওয়ার দৃঢ় মানসিকতা সম্পন্ন । ইলম-আমল-আখলাকে সে সর্বোচ্চ স্তরে অবস্থান করবে। তার ইলম হবে তাহকিকপূর্ণ, শুধু শ্রবণনির্ভর নয়। আমল হবে ইখলাসপূর্ণ, বিদআতনির্ভর নয়। আখলাক হবে হৃদ্যতাপূর্ণ, নিফাকনির্ভর নয়। তাহলে আপনি পূর্ণ আস্থা ও বিশ্বাসের সাথে নিসংকোচে  মাহাদুস সুন্নাহ মাদরাসা চাঁদপুরকে বেছে নিতে পারেন। 
আমাদের ফেইসবুক পেইজ লিংক
  / mahadussunnah  
ফেইসবুক গ্রুপ লিংক
https://www.facebook.com/groups/15646...
ইউটিউব চ্যানেল লিংক
   / @mahadussunnahchandpur  
লোকেশন: মুমিন পাড়া বহরদারবাড়ি রোড চাঁদপুর সদর, চাঁদপুর।
অর্গানিক পণ্য কিনতে ঘুরে আসুন-
  / nusrahlimited  
ই-কমার্স ওয়েব সাইট-
http://nusrahshop.xyz/
                         
                    
Информация по комментариям в разработке