৪ঠা ফাল্গুন কাদেরীয়া গগনের সূর্য ❝হুযুর মওলা❞ পাকের মহাপবিত্র উরশ শরীফঃ-
নাম: হযরত আলী আব্দুল কাদের সৈয়দ শাহ মুরশিদ আলী আল কাদেরী আল বাগদাদী,আল- মেদিনীপুরী আলাজাদ্দিহি নাবীয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
উপাধি : গাউস ইবনুল গাউস, শামস্ উল- কাদেরী (কাদেরীয়া গগনের সূর্য)।
উপনাম: ''জামাল'' এবং ''মওলা পাক'' ।
আগমন:- ২৭ রমজান ১২৬৮ হিজরি (শবে-কদরের রাতে সুবহে সাদিকের সময় শুত্রুবার), ১৬ জুলাই ১৮৫২ খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায়।
বংশ পরিচয় : হযরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এর ৩২ তম, হযরত মাওলা আলী (আঃ) ও খাতুনে জান্নাত হযরত মা ফাতেমা (সাঃআঃ) এর ৩১-তম, দু-ইমাম হযরত হাসান ও হুসাইন (আ:) পাকের ৩০-তম এবং বড়পীর গাউসে পাক (আঃ) এর ১৯তম অধস্তন বংশধর (মহা পুরুষ)।
ওফাত বা বেছালে হকঃ- ২৭ শে শাওয়াল ১৩১৮ হিজরি, ১৭ ফেব্রুয়ারী ১৯০১ খ্রিস্টাব্দ, ৪ ঠা ফাল্গুন ১৩০৭ বঙ্গাব্দ (পশ্চিমবঙ্গের বাংলা সন অনুযায়ী) রবিবার দিবাগত রাত ২ টা ১১ মিনিটে কলিকাতা, খানকায়ে ক্বাদেরীয়া'য় গাউস ইবনুল গাউস মওলা পাক আল্লাহ পাকের সাথে মহা মিলন লাভ করেন ।
মাজার শরীফ:- পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার জোড়া মসজিদ,মেদিনীপুর দরগাহ শরীফ|
হুযুর মওলা পাকের পৃথিবীতে আগমনের সময়ঃ-
২৭ রমজান ১২৬৮ হিজরি (শবে-কদরের রাতে সুবহে সাদিকের সময় শুক্রবারে), ১৬ জুলাই ১৮৫২ খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় মদিনা-মুনাওয়ারার প্রতিচ্ছবি ,সমগ্র ভারতবর্ষে কাদেরীয়া তরিকার প্রচারক , বড়পীর গাউসে পাকের খাস বংশধর তথা আহলে বাইত পাকের সদস্য (প্রিয় নবীর বংশধর),
আমাদের আকাঁ ও মওলা হুজুর সৈয়্যেদেনা ওয়া মাওলানা আলী আব্দুল কাদের শামস্ উল- কাদেরী আল মারুফ সৈয়দ শাহ মুরশিদ আলী আল কাদেরী আল জিলানী আল বাগদাদী আল মেদিনীপুরী আলাজাদ্দিহি নাবীয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওরফে ''মওলা পাক' এর শুভাগমন হয় ।
মওলা পাকের রচিত কিতাবঃ- ["হিরযে জানে আরেফান ফী মানাকেবে মাহবুবে সুবহান মা'রূফ বে দেওয়ানে হযরতে জামাল"]
''দিওয়ান-ই-পাক'' এ তার কাব্যিক নাম হলো ''জামাল'' ।
তবে এই মহাপৃরুষ সংক্ষিপ্তভাবে সমগ্র ভারতবর্ষে ''মওলা পাক'' নামে বেশী পরিচিত ।
মওলা আলী ও বড়পীরের তরফ থেকে শুভাগমন এর পৃর্বাভাস :
১) মেদিনীপুর চন্দ্রমা মওলা পাক যখন মাতৃউদর রুপ গগনে কোলে মেঘ ঢাকা চাঁদের মতো লুকাইত ছিল তখন তার মহান পিতা হযরত সৈয়্যেদেনা ওয়া মাওলানা আলা হুজুর পাক সৈয়দ শাহ মেহের আলী আল কাদেরী আল জিলানী আল বাগদাদী আল মেদিনীপুরী কাদ্দাসাল্লাহু সিররাহুল আযীয একদিন রাতে স্বপ্ন দিদারে দেখিতেছেন যে, দরবেশকুল অদ্বিতীয়, ধর্ম মহাবীর মহাত্মা ,আসাদুল্লাহিল গালিব,আবু তোরাব,শেরে খোদা,জান্নাত ও জাহান্নাম বন্ঠনকারী,আহলে বাইতের পবিত্র পিতা, ওসিয়ে রাসূল-আল্লাহ,নুরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম হলেন সৈয়্যেদেনা ইমাম মাওলা আলী মাকাম আলাইহিস সালাম তার সম্মুখ ভাগে দাঁড়িয়ে আদেশ করিতেছেন-
''হে প্রিয় বতসো (সন্তান) মেহের ! তোমায় অগ্রিম সুসংবাদ দিতেছি যে তোমার গৃহে দয়াময় আল্লাহ তায়ালা অতিসত্তর এমন এক পুত্র সন্তান দিবেন যে - বঙ্গ, বিহার , উড়িষ্যা এমনকি ভারতের বহু স্থানের শ্রদ্ধেয় গুরু হবেন এবং জ্ঞানগর্বী উচ্চ ব্যক্তি বর্গ তাহার হাতে বাইয়াত হবে ।
বড় বড় ধনিরা তার চরণ তলে ভক্তির সহিত অনুগ্রহ ভিক্ষা চাইবে । সে কুমারচন্দ্রমা দেশের আবদাল,আওতাদ,কুতুব,গাউস শ্রেণীতে গাঁথা পড়িবে।
সুতরাং তার আবির্ভাব হলে তার নামের পুর্বে আমার নাম গাথিয়া (সংযুক্ত) করিয়া দিবে । তিনি হ্যা জ্ঞাপন করিয়া মওলা আলীর চরণ তলে ভক্তিভরে লুটিয়ে পড়লেন ।''
(মেদিনীপুর দরগাহ, পৃষ্টা-৩৭)
২) অন্য একদিন পুর্ণিমার চন্দ্র রাতে মওলা পাকের মহান পিতা সৈয়দ শাহ মেহের আলী আল কাদেরী আল জিলানী আল বাগদাদী আল মেদিনীপুরীর নিকট হযরত পীরানে পীর গাউসুল আযম দস্তগীর আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী আলা জাদ্দিহি নাবীয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া অতি আনন্দের সহিত হাস্য-ভরা বদন মোবারকে বলিতেছেন-
'' হে আমার বংশদীপ্তকারী মেহের ! করণাময় শ্রীঘই তোমার গ্রহ উদ্যানে এমন এক প্রস্ফুটিত ফুল ফুটাইবেন যে , সে ফুলের সুবাসে জগত মোহিত হবে । মানুষ সহো কত গন্ধর্বব,কিন্নর,অপ্সর,দেব-দানব,জ্বীন-পরী ইত্যাদি সাদরে ভক্তিগত প্রাণে সে ফুলকে চুম্বন দিবে এবং সগৌরবে বক্ষ ও মস্তকে ধারণ করবে । সুতরাং তোমার আদেশ দিতেছি , সে নবীন পারিজাত কুসুমের নাম আমার নামের সঙ্গে যেন জ্বলন্ত থাকে । সে চন্দ্রকুমার কালত্রূমে আমার পবিত্র '' কাদেরীয়া তরিকা'' দেশময় প্রচার করিয়া দিবে । আমি তাহাকে একটি উপাধি প্রদান করিতোছি ''শামস্ উল- কাদেরী'' অর্থাৎত ''কাদেরীয়া গগনের সূর্য '' । তাহা শ্রবণ করিয়া তিনি গাউসে পাকের চরণ তলে ভক্তিভরে লুটিয়ে পড়লেন এবং তার পদধুলি লইলেন ।
(মেদিনীপুর দরগাহ, পৃষ্টা-৩৭)
মওলা পাকের আগমন উপলক্ষে তার ই দুই মহান প্রপিতামহের পৃর্বাভাস অনুযায়ী তার মহান পিতা আলা হুজুর পাক হযরত মওলা পাকের জন্মের পরে মুল নামের পুর্বে '' আলী আব্দুল কাদের শামস্ উল- কাদেরী '' উপাধি রেখেছিলেন ।
মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, হুযুর মওলা পাকের পবিত্র উরস শরীফের উসিলায় আমাদের উপর রহমত নাযিল করো। আমাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে নাজাতের ব্যবস্থা করুন। আমীন। সুম্মা আমীন।
Информация по комментариям в разработке