A BIOGRAPHY OF KAZI HAYAT / কাজী হায়াত এর জীবনের গল্প | black white story

Описание к видео A BIOGRAPHY OF KAZI HAYAT / কাজী হায়াত এর জীবনের গল্প | black white story

কাজী হায়াত এর জীবনী
সমাজের প্রচলিত সমস্যাগুলোকে চলচ্চিত্রে সতেচনভাবে তুলে আনা পরিচালকদের মধ্যে অন্যতম এক নাম কাজী হায়াত।তার নির্মাণ ধারার বৈশিষ্ট্য-ই ছিলো অন্য সবার থেকে আলাদা।তিনি প্রেমের কাহিনী নির্ভর সিনেমার চেয়ে রাজনৈতিক ও বাস্তবিক জীবন সাংঘর্ষিক সিনেমায়-ই বেশি বানিয়েছেন।

১৯৭৯ সালে 'দি ফাদার' সিনেমা দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন কাজী হায়াত।পুরো ক্যারিয়ারে বানিয়েছেন ৫০টির মত সিনেমা।'আম্মাজান,দাঙ্গা,সিপাহি,কষ্ট,তেজী,দেশদ্রোহী,যন্ত্রণা,কাবুলিওয়ালা,দেশপ্রেমিক,ইতিহাস'র মত সিনেমা বানিয়েছে তিনি চলচ্চিত্রে ইতিহাস হয়ে আছেন।তবে,২০০০ সালের পর থেকে কাজী হায়াত এর নির্মিত সিনেমাগুলোতে দূর্বলতার ছাপ দেখা দেয়।

১৯৪৭ সালে ১৫ই ফেব্রুয়ারী জন্মগ্রহণ কাজী হায়াত যে শুধু একজন পরিচালক তা নয়,তিনি একজন অভিনেতা,চিত্রনাট্যকার এবং সংলাপ রচয়িতাও।
আজ এই খ্যাতিমান মানুষটার জন্মদিন।শুভ জন্মদিন গুণী পরিচালক কাজী হায়াত।

#কাজী_হায়াত #জন্মদিন #biography

Комментарии

Информация по комментариям в разработке