“টিএইচএফ”-এর সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গত ৩১ অক্টোবর ২০২৫ ইং. রোজ শুক্রবার বিকেল ৪ ঘটিকার সময় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও বাইবেল পাঠের মাধ্যমে সূচনা হয়।
• কোরআন তেলাওয়াত - আব্দুল আলিম
• গীতা পাঠ - শিলা দত্ত
• বাইবেল পাঠ- ফ্লোরা বলা
পরে জাতীয় সংগীত পরিবেশনের পর প্রয়াত অভিনয় ও কলাকুশলীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে বক্তারা টিএইচএফ-এর প্রতিষ্ঠা, সাত বছরের যাত্রা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টিএইচএফ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তানজীমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক জানে আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাবুল মণ্ডল, তাজুল ইসলাম, মাহাবুবুর রহমান বাবু ও আশাদুল ইসলাম খোকন। এছাড়াও অনুষ্ঠানে শামীম হাসান খান (খোকন), মনিরুল ইসলাম, স্বপন দত্ত প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে অনুষ্ঠিত হয় বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান,
আবৃত্তি: বাঁশরী মোহন দাস, নাহিদা ইসলাম, এস এম এ মান্নান, নূর আলম, ,আশাদুল ইসলাম খোকন, আশাবুল মন্ডল
শিশুরা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা করে,
আবৃত্তি: অর্ক দত্ত, মাইশা, অভি দত্ত, উম্মে আতিকা, রিয়া দত্ত, দিয়া দত্ত, শ্রেয়া দত্ত, আফসানা ইসলাম আশা।
নৃত্য: হিপু, শ্রেয়া সানতারা, ফ্লোরা বলা, মাইশা।
মঞ্চায়ন হয় নাটক “বদলে দাও সমাজ”
রচনাঃ শামীম হাসান খান
পরিচালনাঃ আশাবুল মন্ডল
অভিনেতাঃ আশাবুল মন্ডল, আব্দুল্লা, মনিরুল ইসলাম, শামীম হাসান খান খোকন, স্বপন দত্ত, আসমাউল হামিম, দানি, জুয়েল রানা, মাসরাফি ও সোহান।
এবং নাটিকা “নানা নাতি” মঞ্চায়ন হয়।
রচনাঃ শামীম হাসান খান
পরিচালনাঃ তানজীমুল ইসলাম
অভিনয়েঃ তানজীমুল ইসলাম ও নাফিউল ইসলাম।
এছাড়াও মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং শিশুদের মধ্যে দত্ত স্টোরের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয় তাদের অনুপ্রেরণা ও অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ। দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী, নাট্যপ্রেমী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন: অনিক হাসান , মোহনা ও স্বপন দত্ত ।
আয়োজনেঃ টিএইচএফ, মেহেরপুর
সার্বিক সহযোগিতায়ঃ টিএইচএফ এড ফার্ম
সৌজন্যেঃ
• শর্মা ফুড প্লাজা • আকাশ জুয়েলার্স
• জোসনা সুইটস • মেসার্স তাজুল এন্টারপ্রাইজ
• মিজান খাঁন ইলেকট্রনিক হার্ডওয়্যার এন্ড লেকার হাউজ
Информация по комментариям в разработке