সম্পূর্ণ ঘরোয়া সহজ পূজো পদ্ধতিতে জগন্নাথ দেবের স্নানযাত্রা ২০২৫।Jagannath Snan Yatra Puja Vidhi 2025❤️🙏🌹🌿🌺🪔😍✅
সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে লোকনাথ বাবার তিরোধান দিবসের পুজো পদ্ধতি👉👉 • তিরোধান দিবসে লোকনাথ বাবার পূজো সম্পূর্ণ ঘ...
চন্দন যাত্রার অন্তিমতম দিন গোপাল সোনাদের নিয়ে কিভাবে পালন করলাম👉👉 • ||চন্দন যাত্রার অন্তিমতম দিন গোপাল সোনাদের...
নরসিংহ চতুর্দশী ২০২৫👉👉 • ||সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে নরসিংহ চতুর্দশী...
এই বৃহস্পতিবারের লক্ষ্মী পূজো👉👉 • ||এই বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো এবং চন্...
ওঁ তৎ সৎ
অর্জুনকে গীতার জ্ঞান দান শুরু.......
অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শিষ্যত্ব বরণ করেছেন। তাই গুরু শাসন স্বরুপ ভগবান শ্ৰীকৃষ্ণ স্মিত হেসে বিষাদমগ্ন অর্জুনকে বললেন ,
“হে অর্জুন ! তুমি একজন জ্ঞানী ব্যক্তির মতো কথা বলছ , অথচ যে বিষয়ে শোক করা অনুচিত , সেই বিষয়ে শোক করছ । জীবিত বা মৃত কারও জন্য প্ৰকৃত পণ্ডিত কখনও শোক করেন না । ”
সকল জীবসত্তার নিত্যতা অৰ্থাৎ শাশ্বত অস্তিত্বের সত্য ব্যক্ত করে ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন , “ অতীতে এমন কোন সময় ছিল না , যখন আমি , তুমি ও এই রাজাদের অস্তিত্ব ছিল না , ভবিষ্যতেও এমন কোন সময় আসবে না , যখন আমরা থাকব না । ”
শ্ৰীকৃষ্ণ বললেন , “ দেহ ক্ৰমাগত পরিবর্তিত হয় – কৌমার থেকে যৌবনে , যৌবন থেকে বার্ধক্যে । মৃত্যুও ঠিক তেমনই দেহের একটি রুপান্তর । মৃত্যুর মাধ্যমে দেহী বা আত্মা আবার একটি নতুন দেহ লাভ করে । ধীর ব্যক্তি এই কথা জানেন , তাই তারা শোকে মুহ্যমান হন না । ”
হে কৌন্তেয় । যখন ইন্দ্ৰিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ হয় , তখন সুখ বা দুঃখের অনুভূতি হয় । কিন্তু এই সুখ বা দুঃখের অনুভূতি অনিত্য , ঠিক শীত ও গ্ৰীষ্ম ঋতুর আসা যাওয়ার মতো । তাই হে ভারত ! সেগুলি সহ্য কর । যিনি এই সব ইন্দ্ৰিয়জ সুখ – দুঃখাদি দ্বন্দ্বে শান্ত , অবিচলিত থাকেন , তিনিই অমৃতত্ব লাভের অধিকারী ।
নিত্য , অবিনাশী সত্তা আত্মা এবং বিনাশশীল জড় দেহের পাৰ্থক্য বিশ্লেষণ করে ভগবান শ্ৰীকৃষ্ণ অর্জুনকে বললেন , “ অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই , আর নিত্য বস্তু আত্মার কোন বিনাশ নেই — এই হচ্ছে তত্ত্বদ্ৰষ্টাগণের সিদ্ধান্ত । জেনে রেখো , এই শরীরে পরিব্যাপ্ত চিন্ময় আত্মাকে কেউ বিনাশ করতে পারে না । কারণ শরীর অনিত্য , কিন্তু আত্মা অব্যয় , অবিনশ্বর । আত্মা এতই সূক্ষ্ম যে , তা প্ৰায় পরিমাপযোগ্য নয় । আত্মা কখনও কাউকে হত্যা করে না বা কারও দ্বারা কখনও নিহতও হয় না । যাঁরা জীবসত্তাকে হত্যাকারী বা নিহত বলে ভাবেন , তাদের আত্মার স্বরূপ সম্বন্ধে জ্ঞান নেই । অতএব হে ভারত । তুমি স্বধৰ্ম অনুসারে যুদ্ধে প্ৰবৃত্ত হও । ” গীতা ২/১০-১৯
জীবের চেতনা হচ্ছে আত্মার লক্ষণ । জড় পদার্থ থেকে কখনও চেতনা সত্তার উদ্ভব হয় না , কারণ দুটি বস্তু পরস্পর ভিন্ন ধর্মী । আত্মাই চেতনার উৎস । জড় বস্তু নির্মিত শরীর সদা পরিবর্তনশীল এবং অচিরেই সেটির বিনাশ হয় , যাকে বলা হয় মৃত্যু । কিন্তু নিত্য আত্মা অবিনাশী , অক্ষয় । তাই দেহকে ধ্বংস করা যায় , কিন্তু আত্মাকে ধ্বংস করা যায় না ।
শরীর চেতনা প্রকাশের মাধ্যম হিসাবে কাজ করে। যখন সেটি এই কাজের অনুপযোগী হয় , তখন আত্মা সেই দেহ ত্যাগ করে । তখন আত্মা ভিন্ন শরীর লাভ করে পুনর্জন্ম অর্থ আত্মা আর একটি শরীর লাভ করে । আত্মা অত্যন্ত সূক্ষ্ম এবং চিন্ময় , তাই তাকে দেখা যায় না , কিন্তু চেতনা প্রকাশের লক্ষণ দেখে দেহে আত্মার উপস্থিতিকে অনুভব করা যায় । একটি কেশাগ্রর দশ হাজার ভাগের একভাগ । কিন্তু এই আত্মার প্রভাবে সমগ্ৰ দেহে চেতনা পরিব্যাপ্ত থাকে । আত্মাই এই দেহকে প্রতিপালন করে ।
সেই জন্য বেদান্তসূত্রে আত্মাকে ‘ আলোক ’ বলা হয়েছে । সূর্যালোক যেমন, ব্ৰহ্মাণ্ডকে প্রতিপালন করে , তেমনই আমার উপস্থিতির প্রভাবে জড় দেহের ক্রিয়াকলাপ চলে । আত্মা শরীরটি ত্যাগ করা মাত্রই শরীরটি পঁচতে শুরু করে । তাই আত্মাই হচ্ছে প্রকৃত জীবসত্তা যাকে কখনও হত্যা করা যায় না । তাই দেহের মৃত্যুতে জ্ঞানী ব্যক্তি শোক করেন না।।
জয় শ্রীকৃষ্ণ।🙏
জয় শ্রী গীতা।🙏
আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে ভিডিওতে কমেন্ট করে জানিও সবাই আমার পাশে থেকো🙏🙏🙏🙏
মহাভারতের কথকতা (উপদেশ)
🌺ভগবানের কাছে কি চাইতে হয়❓
🌺মাতা কুন্তী'র কাছ থেকে জেনে নেবো–
মহাভারতের শেষে প্রভু শ্রীকৃষ্ণ বিদায় নেওয়ার পূর্বে মাতা কুন্তীকে বলেছিলেন পিসি তুমি আজ আমার কাছে বর চাও তুমি যা চাইবে আমি তাই দেবো, কিন্তু পিসি কুন্তী শ্রীকৃষ্ণকে বললেন হে মাধব– যদি তুমি আমাকে কিছু দিতে চাও, তবে আমাকে দুঃখ দাও, বিপত্তি দাও, এমন চাওয়া শুনে প্রভু শ্রীকৃষ্ণ অবাক হয়ে পিসি কুন্তীকে বললেন, পিসি তুমি দুঃখ এবং বিপত্তির মধ্যে সারাজীবন কাটিয়েছ, এখন তুমি সুখ চাইতে পারতে, কিন্তু কেনো তুমি দুঃখ চাইলে❓
🌺মাতা কুন্তী বললেন হে মাধব, এতো দুঃখ, বিপত্তির মধ্যে জীবন কাটিয়েছি, কিন্তু তুমি আমার সাথে ছিলে; তাই আমি কোনো দুঃখ অনুভব করতে পারিনি, এখন যদি আমার জীবনে সুখ আসে এবং আমি তোমাকে যদি ভুলে যাই এর চেয়ে বড় দুঃখ আমার হবে না, আমি সুখ চাই না মাধব শুধু তোমার স্মরণে থাকতে চাই তোমাকে আমার নয়নে আবৃত্তি করে রাখতে চাই, এতো দিন তুমি আমার সাথে ছিলে এটাই আমার শ্রেষ্ঠ সুখ মাধব।
🏵️ এজন্য আমাদের উচিত যেকোনো পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে থাকা।
হরেকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ।❤️❤️🌹🌹😍😍🙏🙏🪔🪔
জয় নরসিংহ দেবের জয়।❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
Related Topics:- ঘরের নিত্য সকল ভগবানদের নিত্য পুজোপাঠ এবং সেবা❤️🙏🌹🪔🌺
#jaggannath #snanayatraoflordjagannath #jaganathpuja #snanayatra2025 #snanajatra #snanapurnima2025 #snanapurnima #snanayatra #jagganathtemple #snanjatra2025 #jagganathpuri #snanajatra #snanayatra
Информация по комментариям в разработке