খারাপ স্বপ্ন দেখা সম্পর্কে রাসূল সাঃ যে কথা বলেছেন | স্বপ্ন সম্পর্কে নবীজির নির্দেশনা |

Описание к видео খারাপ স্বপ্ন দেখা সম্পর্কে রাসূল সাঃ যে কথা বলেছেন | স্বপ্ন সম্পর্কে নবীজির নির্দেশনা |

খারাপ স্বপ্ন দেখা সম্পর্কে রাসূল সাঃ যে কথা বলেছেন | স্বপ্ন সম্পর্কে নবীজির নির্দেশনা |






আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আজকে আপনাদের কে জানাবো খারাপ স্বপ্ন দেখা নিয়ে রাসূল সাঃ যে নির্দেশনা দিয়েছেন।
মানুষ ঘুমালে স্বপ্ন দেখে তা খুবই স্বাভাবিক ঘটনা। এই স্বপ্ন ভালো বা মন্দ হতে পারে। ভালো হলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আর মন্দ হলে শয়তানের পক্ষ থেকে। এ ব্যাপারে নবীজি সাঃ যে নির্দেশনা দিয়েছেন।
হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রসুলুল্লাহ (স.) বলেন, ‘তোমাদের কেউ কোনো ভালো স্বপ্ন দেখলে তা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে। অতএব সে যেন এ ব্যাপারে আল্লাহ তাআলার প্রশংসা করে। তা কাউকে বলে।
আর যদি সে এর বিপরীত তথা খারাপ স্বপ্ন দেখে তা হলে তা অবশ্যই শয়তানের পক্ষ থেকে। অতএব সে যেন তার অনিষ্ট থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় কামনা করে। তা কাউকে না বলে। কারণ, এ জাতীয় স্বপ্ন তার কোনও ক্ষতি করতে পারবে না। (বুখারি ৬৯৮৫, ৭০৪৫)
খারাপ স্বপ্ন দেখে কীভাবে আশ্রয় কামনা করবে তাও বলে দিয়েছেন তিনি। এজন্য প্রথমত তিনবার ‘আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম’ পড়া উত্তম। তাহলে এ স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না। (মুসলিম ২২৬২)
এ ক্ষেত্রে হাদিসে একটি দোয়া বর্ণিত হয়েছে। দোয়াটি হলো ‘আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিন শাররি হাজিহির রুইয়া।’ অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে এই ভয়ংকর স্বপ্নের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি।
আরও একটি আমলের কথা হাদিসে এসেছে। তা হলো, শরীরের বাঁ দিক করে তিনবার  থুথু নিক্ষেপ করা (মুসলিম ২২৬১)। যে কাত হয়ে ঘুমিয়ে খারাপ স্বপ্ন দেখেছে, সে কাত পরিবর্তন করে অন্য দিকে মুখ ফিরিয়ে শোয়া (মুসলিম ২২৬২)।
অবস্থা বদলে দেয়ার ইঙ্গিতস্বরূপ এটা করা হয়ে থাকে। খারাপ স্বপ্ন দেখলে কারও কাছে বলা যাবে না। আর নিজেও এর ব্যাখ্যা করতে চেষ্টা করা যাবে না। (বুখারি ৬৫৮৩)





#স্বপ্ন
#স্বপ্ন_দেখলে_করণীয়
#স্বপ্নের_ব্যাখ্যা
#স্বপ্নের_তাবির
#স্বপ্নেরব্যাখ্যা
#খারাপ_স্বপ্ন_দেখলে_করণীয়
#islamicvideo
#স্বপ্নের_আলোচনা

Комментарии

Информация по комментариям в разработке