কিস্তি দিতে না পারলেও খারাপ আচরণ করতে পারবে না কোন এনজিও

Описание к видео কিস্তি দিতে না পারলেও খারাপ আচরণ করতে পারবে না কোন এনজিও

বঞ্চিত জনগোষ্ঠীর জন্য বা নাগরিকদের জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে যে সুযোগ-সুবিধা দিয়েছে সেগুলি এনজিওয়ের মাধ্যমে দিয়েছে , এনজিও থেকে আপনি ঋণ উত্তোলন করেছেন এর মানে এই নয় যে আপনি কারো দয়ার কাঙ্গাল হয়ে গেছেন , এনজিও থেকে ঋণ সুযোগ সরকারি আপনাকে দিয়েছে কারণ আপনি দেশের নাগরিক , সরকার প্রতিটা নাগরিকের কাছে পৌঁছাতে না পারলেও সরকারের কাজ কর্ম তৎপরতা এনজিওর মাধ্যমে প্রতিটা নাগরের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই উদ্যোগ মহান উদ্যোগ , আপনি যদি কিস্তি দিতে না পারেন তাতে দোষের কিছু নয় আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করতে পারবেনা বাংলাদেশের আইন অনুযায়ী , যদি কেউ খারাপ ব্যবহার করে কিস্তি না দিতে পারার কারণে , আপনারা অবশ্যই উপরের কর্মকর্তাদেরকে জানাবেন , বেশি বাড়াবাড়ি করলে অবশ্যই পুলিশ ডাকবেন এবং যারা বাড়াবাড়ি করবে খারাপ আচরণ করবে তাদেরকে পুলিশের হাতে তুলে দিবেন , খারাপ আচরণ অসদ-আচরণ করা সম্পূর্ণ অবৈধ ও মানবাধিকার বিরোধী

Комментарии

Информация по комментариям в разработке