বুলেট মিস হলেও আপনার চাওয়া মিস হবে না!

Описание к видео বুলেট মিস হলেও আপনার চাওয়া মিস হবে না!

দোয়া কবুল! বুলেট মিস হলেও দোয়া মিস হবে না যদি এভাবে চান!!

প্রথমত কোন কিছু আপনি দোয়া করেন কেন ? এর কারণ ওই জিনিসটা আপনি আপনার লাইফে পেতে চান। সেটি হয় কোন একটা কিছু কোন একটা ম্যাটেরিয়ালস (Materials) পেতে চাইছেন এইটা অথবা আপনি আপনার লাইফ থেকে কোন একটা সমস্যা দূর করতে চাইছেন হয়তোবা আপনি কোন রোগে আক্রান্ত আপনার এই অসুস্থতাটা আপনি দূর করতে চাইছেন এরকমই তো বা আপনি একটা সমস্যায় পড়েছেন সেই সমস্যাটা থেকে উত্তরণের পথ খুঁজছেন। এজন্য আপনি ইউনিভার্সাল (Universal) যে ক্রিয়েটর (creator) আল্লাহ বলেন বা আপনি আসলে যে ধর্মের অনুসারী সেই ধর্ম অনুসারে যে সৃষ্টিকর্তা তার কাছে চাইছেন তাইতো ব্যাপারটা। তো এখন নাম্বার ওয়ান, এই জায়গায় একটা প্রবলেম হয় এটা হচ্ছে কী আমি যত মানুষকে দেখি মেজরিটি দেখি যে দোয়া করেন বা এই যে চান উনার আসলে কি একটা বার্নিং ডিজায়ার (Burning Desire) উনাদের মাঝে তৈরি হয় না অর্থাৎ এটা আমি চাইছি ভাষা-ভাষা চাইছি। যেমন ধরেন আমি বললাম যে, বা আপনি ধরেন দোয়া করছেন যে, আমি যেন এই জিনিসটা পাই স্পেসেফিক একটা প্রোডাক্ট আমার লাইফে যেন আমি পাই। let's see “এ ” এখন এই “এ ” টা পাওয়ার জন্য কী আপনার একেবারে মানে মনের ভেতর সেই মাত্রায় চাওয়াটা কি আপনি চাইছেন। আগে এটা দেখতে হবে। এরপরে এটা কি আপনার সাবকনশিয়াস মাইন্ডে (subconscious mind) চলে গেছে কিনা অর্থাৎ স্বয়নে স্বপনে সব ক্ষেত্রে আপনি ওটাকে চাইছেন বার্নিং ডিজায়ার (Burning Desire) আপনার লাইফে ওটা হয়ে গেছে নাম্বার ওয়ান। এখন এই যে চাওয়া এটাই হচ্ছে দোয়া।

নাম্বার টু, হচ্ছে কী ? এটা খুবই সমস্যা যে, মানুষজন বুঝতেই পারেনা যে এই “এ ” টা আপনি যখন আপনার লাইফে পেয়ে যাবেন অথবা এই অসুস্থতা যখন আপনার শরীর থেকে চলে যাবে তখনকার যে অবস্থা যে স্টেট (State) বা অবস্থা এই স্টেট টাকে আপনি ইমেজিং (imaging) করতে পারেন কিনা। ইমেজিং (imaging) করতে হবে, অলটাইম আপনাকে ওই জিনিসটা পাওয়ার পরে আপনি কেমন ফিল করবেন বা করতেন ওটা নিয়ে আপনি কি করতেন আপনার অসুস্থতা চলে গেলে আপনার সুস্বাস্থ্যের অধিকারী হলে আপনাকে কেমন দেখাতো আপনি কেমন ফিল করতেন ওই ফিলিংস (feelings) টা ওই জিনিসগুলো আপনাকে অল টাইম ইমেজিং করতে হবে, ভিজুয়ালাইজ (Visualize) করতে হবে যে ওটা অলরেডি হয়ে গেছে। একইভাবে দোয়া করার সাথে সাথে মনের বার্নিং ডিজায়ার (Burning Desire) টা এমন হবে যে অলরেডি আপনি এটা পেয়ে গেছেন অ্যাচিভ (achieve) করে ফেলেছেন। আপনি কোন এক জায়গায় চান্স পেতে চাইছেন, ওই চান্স পাওয়ার আগে আপনাকে কি করতে হবে। যখনই দোয়া করছেন তার আগে বার্নিং ডিজায়ার (Burning Desire) টা যখন আপনার মাঝে তৈরি হয়েছে তখন all time সেটা কল্পনা করতে হবে যে আই হ্যাভ গেট চান্স (I have got chance) ।

প্রয়োজন। সেই জিনিসগুলো আপনার প্রয়োগ করতে থাকতে হবে এবং আপনি যখন এটা কল্পনা করছেন যে আপনি আসলে ইতিমধ্য সুস্থ হয়ে গেছেন ওই দোয়া কিন্তু তখন আপনার কাজে লাগবে। আপনি একটু নিজেই চিন্তা করে দেখেন আপনার লাইফের পূর্বে যদি কোন দোয়া একসেপ্টেড (Accepted) হয়ে থাকে ওটা দেখবেন যে, আসলেই ওরকম ভাবে হয়েছে যে, আপনি আগে ওটা কে আপনার বার্নিং ডিজায়ার (Burning Desire) টা তৈরি হয়েছে এবং সবকনসিয়াস মাইন্ডে (In the conscious mind) চলে গেছে অর্থাৎ গ্রেটার যে মাইনটা রয়েছে ওটাতে চলে গেছে। ওইটা আসলে পাওয়ার পর আপনি কেমন ফিল করতেন, কেমন লাগবে আপনার কাছে, ওইটা নিয়ে আপনি কল্পনা করতে থাকেন যেমন একটা মোবাইল ফোন আপনাদের হয়তোবা এখন কেনার সাধ্য নেই, সেই সময় ছিল না কিন্তু একসময় আপনি কিনতে পেরেছেন যেকোনো ভাবে হয়তোবা আপনার বাবা-মা টাকা দিয়েছেন বা আপনি নিজে কোনভাবে অর্থ ম্যানেজ করে কিনেছেন দেখবেন যে, ওই ফোন টা নিয়ে আপনি এমন ফিল (feel) করেন, হাজারো মানুষের হাতে দেখেন ওই ভিডিও, ভিডিও গুলো দেখতে থাকেন এবং নিজের মধ্যে একটা ফিলিং তৈরি হয় যে, আমার ফোন যেন মনে হচ্ছে আমার কাছে ওই যে আমার যে, পছন্দের ফোনটা বা যে কোন কিছু লাইফের যে কোন কিছু। তাই দেখবেন যে, এই ঘটনা গুলো ঘটে তার মানে আপনি ওটা করার ক্ষেত্রে যে অ্যাকশনস (Actions) ওই অ্যাকশনস (Actions) এর একটা ঝামেলা হয় কি, অ্যাকশন (Action) মানুষ করে কী ? একদিন, দুইদিন করে তিন দিন করে তারপরে এটাকে থামিয়ে দেয়। এটা পুনরাবৃত্তি করতে হবে। তাহলে কি করতে হয়, অ্যাকশন(Action) টা যখন আপনি রিপিটেডলি (Repeatedly) করতে থাকবেন তখনই এটি কাজে দেবে। বারবার পুনরাবৃত্তির করার মানে হচ্ছে এটি আপনার অভ্যাসে পরিণত করা বা অভ্যাস বানানো। এই অপশনটা তখন পর্যন্ত না habits হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে আপনার কোনই কাজে লাগছে না। তাহলে আমি কি বললাম, আবারনাম্বার ওয়ানে চলে আসি, “এ ” এখানে Fast of all কোন একটা কিছু যদি আপনি চান ওই চাওয়াটা আপনার আসলে কি বার্নিং ডিজায়ার (Burning Desire) কি না ওটা আগে দেখতে হবে। এটা যদি আপনার কাছে ভাষা-ভাষা মনে হয় যে, হলেও হলো না হলেও না হল ওটা আপনি না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। ওটা আপনার লাইফ থেকে দূর হওয়ার সম্ভাবনাই বেশি। যতক্ষণ এটা বার্নিং ডিজায়ার (Burning Desire) হয়ে যাচ্ছে না,যে এটা আমি পাব তখন এটাকে আপনার সিগন্যাল দিতে হবে যে, সবকন্সিয়াস মাইন্ডে (In the conscious mind) নিয়ে এরপর এটাকে ইমাজিন (imagine) করতে হবে যে, হ্যাঁ., আমি অলরেডি এটা পেয়ে গেছি আর আমার লাইফ থেকে ঐ রোগটা দূর হয়ে গেছে ইমাজিন (imagine) করতে হবে। ইমাজিন (imagine) করার পর ওটা পেতে গেলে যেটা করার দরকার সেটা হচ্ছে যে অ্যাকশন (action)। অ্যাকশন (action) থেকে পরবর্তীতে হ্যাবিটস (habits)। So that's the process, এই process যদি আপনি ফলো করেন, আপনার দোয়া মিস হওয়ার সম্ভাবনা নেই ফুলপুরুফ (full proof)। আপনি এটা এচিভ করতে পারবেন। এখন কথা হচ্ছে যে, কত সময় লাগতে পারে ? দেখেন আমি যদি বলি যে, আপনি সকালে নাস্তার জন্য পরোটা দিলেন একটা কড়াইতে বা তাওয়াতে, এই পরোটা টা দেয়ার পর আপনি যদি পরোটাটা ধরেন আপনি দুই মিনিটে পুরা ফ্রাই হবে আপনি যদি এক মিনিট রেখে

Комментарии

Информация по комментариям в разработке