শহীদ কখনো মরে না
#আবু_ত্বহা_মুহাম্মদ_আদনান
#abutahamuhammadadnan
#unfrezzmyaccount
#jamshed_majumdar_waz
#আবু_ত্বহা_মুহাম্মদ_আদনান
#islamicpreacher
#banglawaz
শহীদরা কখনো মরে না। islamicpreacher mufti amir hamza, আত্মহত্যাকারী কি কখনো জান্নাতে যাবে না, শহীদ কারা, ইসলামে শহীদ কারা, শহীদ, ইসলামে শহীদ, শহীদ কারবালা, কোটা আন্দোলনে শহীদ, শহীদ কত প্রকার, শহীদের মর্যাদা, ইসলামের দৃষ্টিতে শহীদ কারা, যারা শহীদী মর্যাদা লাভ করবেন, শহীদি মৃত্যু, শহীদি মৃত্যুর মর্যাদা, কোন রোগে মৃত্যু হলে শহীদের মর্যাদা পাই, শহীদের মৃত্যু, শহীদের মর্যাদা কারা পাবে, আত্মহত্যাকারী কি কখনোই জান্নাতে যেতে পারবে না?, দুর্ঘটনায় মারা গেলে শহীদের মর্যাদা, শহীদি মৃত্যু কি কি, শহীদের প্রকারভেদ
#আবুতোহাআদনান, #আবুত্বহাআদনানওয়াজ, #আবুতোহাআদনানএরনতুনওয়াজ, #আবুতোহামুহাম্মদআদনান, #আবুতোহামোহাম্মদআদনান, #আবুত্বহাআদনান, #আবুত্বহামোহাম্মদআদনান, #আবুত্বহামোহাম্মাদআদনান, #আবুত্বহাআদনানএরওয়াজ, #আবুত্বহাআদনান, #আবুত্বহাআদনাননতুনওয়াজ, #আবুত্বহামুহম্মদআদনান, #আবুত্বহামুহাম্মদআদনান, #আবুত্বহামুহাম্মাদআদনান, #বিয়েনিয়েআবুত্বহামোহাম্মদআদনান, #আবুত্বহাআদনানেরনতুনওয়াজ, #waz2025, #ওয়াজআবুত্বহামুহাম্মদআদনান, #আবুত্বহামুহাম্মদআদনানওয়াজ, #newwaz2025, #আবুত্বহামুহাম্মদআদনাননতুনওয়াজ
📢🙂আবুতোহাআদনান, আবুতোহাআদনাননতুনওয়াজ, আবুতোহাআদনানএরনতুনওয়াজ, আবুতোহামুহাম্মদআদনান, আবুতোহামোহাম্মদআদনান, আবুত্বহাআদনান, আবুত্বহাআদনানওয়াজ, আবুত্বহামোহাম্মদআদনান, আবুত্বহাআদনান, আবুত্বহামুহাম্মদআদনান, আবুত্বহামুহাম্মাদআদনান, আবুত্বহামুহাম্মদআদনানওয়াজ, আবুত্বহামুহাম্মদআদনাননতুনওয়াজ, আবুত্বহা, আদনান, আদনানওয়াজ, আদনানলেকচার, আবু_ত্বহা_মুহাম্মদ_আদনান, waz2025, 2025waz, newwaz2025, adnanwaz2025, আদনানহুজুরেরনতুনবয়ান, banglawaz2025, wazmahfil2025, abutohawaz2025, abutohaadnan2025, newbanglawaz2025, abutohamahfil2025
একটি ইসলামিক দৃষ্টিকোণ
ইসলামী বিশ্বাস অনুযায়ী, শহীদ (আল্লাহর পথে জীবন উৎসর্গকারী) প্রকৃতপক্ষে মৃত্যুবরণ করেন না; বরং তাঁরা আল্লাহর কাছে জীবিত এবং বিশেষ সম্মানে ভূষিত। এই ধারণাটি কোরআন ও হাদিসের একাধিক স্থানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
কোরআন মাজিদে আল্লাহ তায়ালা বলেন:
"যারা আল্লাহর পথে নিহত হয়েছে, তাদেরকে তোমরা মৃত মনে করো না; বরং তারা জীবিত এবং তাদের প্রতিপালকের কাছ থেকে জীবিকা প্রাপ্ত।" (সূরা আল-বাকারা, আয়াত ১৫৪)
এবং অন্য আয়াতে:
"যারা আল্লাহর পথে নিহত হয়েছে, তাদেরকে কখনো মৃত মনে করো না; বরং তারা তাদের প্রতিপালকের নিকট জীবিত ও রিযিকপ্রাপ্ত।" (সূরা আলে ইমরান, আয়াত ১৬৯)
এই আয়াতগুলো পরিষ্কারভাবে নির্দেশ করে যে শহীদেরা পার্থিব জীবনের মতো মৃত্যুবরণ করেন না। তাঁদের আত্মা আল্লাহর কাছে সজীব থাকে এবং তাঁরা বিশেষ প্রতিদান ও অনুগ্রহ লাভ করেন। এটি সাধারণ মৃত্যুর ধারণা থেকে সম্পূর্ণ ভিন্ন।
Информация по комментариям в разработке