click here for Membership:
/ @alokpat
Our 2nd Channel
/ @sukanta1
Main channel👇
/ alokpat
Facebook👇
/ alokpat4you
Instagram👇
/ alokpat4u
Twitter🐦👇
/ pandaysukanta
Blogg👇
http://alokpat.blogspot.in/?m=1
Sharechat👉 @alokpat
জনপ্রিয় কিংবদন্তি হল মহীশুর (মহিশুরু) এর নাম হয়েছে মহিষাসুরমর্দিনী থেকে, যা দেবী দুর্গার প্রকাশ । মহিষের রাক্ষস মহিষাসুর, আঞ্চলিক ঐতিহ্য বলে, স্থানীয় জনগণকে আতঙ্কিত করেছিল। এটা বিশ্বাস করা হয় যে দেবী দুর্গা (চামুন্ডেশ্বরী) চামুন্ডি পাহাড়ের চূড়ায় মহিষাসুরকে হত্যা করেছিলেন । স্থানটি মাইসুরুর চামুন্ডেশ্বরী মন্দির হিসাবে নির্মিত হয়েছিল, একটি অনুষ্ঠান যা বার্ষিক নবরাত্রি এবং মাইসুরু দশরাতে উদযাপিত হয় । ভারতে ব্রিটিশ যুগে "মহিশুরু" এর নাম পরিবর্তন করে "মহীশূর" এবং পরে কন্নড়ীকরণ " মইসুর " করা হয়। শহরের অভিভাবক দেবতা চামুণ্ডেশ্বরীর মন্দিরে শহরের দিকে মুখ করে পাহাড়ে মহিষাসুরের একটি বিশাল মূর্তি রয়েছে। নথিভুক্ত ইতিহাসে মহীশূরের প্রথম উল্লেখ পাওয়া যেতে পারে ২৪৫ খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ অশোকের সময়কালে যখন তৃতীয় বৌদ্ধ সমাবর্তনের সমাপ্তিতে মহিষা মন্ডালের কাছে একটি দল পাঠানো হয়েছিল।
দেবীভাগবত পুরাণ ও মার্কেণ্ডেয় পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে যখন শুম্ভাসূর ও নিশুম্ভাসূর ত্রিলোক বিজয় করে ঋষিদের অত্যাচার ও দেবতাদের স্বর্গচ্যুত করে তখন দেবতারা মহামায়ার স্তব করেন । দেবতার স্তুতিতে প্রসন্ন হয়ে পার্ব্বতী তার গাত্র কোষ হইতে পরম তেজস্বী, পরম রূপবতী নারীর সৃষ্টি করেন । পার্ব্বতীর কোষ হইতে সমুৎপন্ন বলিয়া সেই মহাকায়া দেবী কৌষিকী নামে বিখ্যাতা হয় । দেবী কৌষিকী রূপভেদে চন্ডী । আর দেবী পার্ব্বতীর গাত্রবর্ণ কৃষ্ণবর্ণ ধারণ করে বলিয়া দেবী কালীকা নামে বিখ্যাতা হন । দেবতাদের অভয় প্রদান করে দেবী কৌষিকী, শুম্ভাসূর ও নিশুম্ভাসূর বধের নিমিত্ত রণক্ষেত্রে গমন করেন। রক্তবীজাসূর সমরক্ষেত্রে অবতরণ করে দেবীর সহিত যুদ্ধাভিলাষে উদ্যত হয় । দেবী খড়্গ প্রহারে রক্তবীজাসূরের মুণ্ডছেদন বা মুণ্ডবধ করেন । অনন্তর মহাসুরের শোণিতধারা ভূমিতলে পতিত হয় ও পতিত রুধি হইতে সহস্র রক্তবীজাসূরের সৃষ্টি হয় । দেবী কখনও খড়্গ কখনও শূল প্রহারে নবসৃষ্ট রক্তবীজাসূর দেহ বিদারণ করিল কিন্তু নবসৃষ্ট সহস্র রক্তবীজের শোণিতধারা হইতে পূর্ব্বের ন্যায় অযুত লক্ষাধিক নতুন রক্তবীজাসূর সৃষ্টি হইল । অনন্তর রণভূমি রক্তবীজাসূর পরিব্যপ্ত হইয়া উঠিল । সেই মহাসুরকে দমন করা দুসাধ্য জ্ঞাত হইয়া সেই মহাদেবী কৌষিকী, প্রলয়কারী দেবী কালীকাকে আহ্বান করেন । দেবী পার্বতী তার দেহ হইতে মহাকালী দেবি অবতরণ হইবামাত্র দেবীকে আদেশ করিয়া কহিলেন, কালী তোমার জিহ্বা বিস্তার করিও, আমি রক্তবীজাসূর দেহ বিদারণ করিবামাত্র তুমি মহাসুরের রক্ত পান করিও । এইরূপে রক্তবীজাসূরের রক্ত ধরনীতলে পতিত না হওয়ায় ফলে নতুন রক্তবীজাসূর সৃষ্টি হইবে না । দেবী রক্তবীজাসূরের হনন করিবামাত্র কালীকা দেবীও সেই শোণিতধারা পান করে ফলে সকল রক্তবীজাসূরের বিনাশ হয় ।
সম্পুর্ন বিনামূল্যে এই চ্যানেলের আপডেট পেতে Subscribe অপশনে ক্লিক করে পাশের ঘন্টা (🔔) বাজিয়ে রাখুন। বন্ধুদের জানাতে Facebook, Twitter, WhatsApp সব জায়গায় শেয়ার করুন। ভিডিওটি লাইক করতে ভুলবেন না। যদি কোন ভুল হয়ে থাকে মার্জনা করবেন। ভিডিও গুলো সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখুন।
ভালো থাকবেন।
music:
https://www.bensound.com/
effects:
/ @greenhdscreen
Facts:
#alokpat #আলোকপাত
মহিষাসুর, রক্তবীজ, মহিষাসুর কে, মহিষাসুরের জন্ম, মহিষাসুর বধ, মহিষাসুরমর্দিনী, মা দুর্গা, দুর্গা পূজার ইতিহাস, রক্তবীজ, রক্তবীজ কে ছিলেন, রক্তবীজের জন্ম, শুম্ভ নিশুম্ভ, মধু কৈটভ, মধু কৈটভের জন্ম কিভাবে, মহালয়া কি, who was Mahishasura, mahisasur, mahisasuramardini, Goddess Durga, why Durga killed mahisasura, who was Raktabij, how raktabi9j was born, raktbij,
For businesses & Copyright related queries please Contact us on:
[email protected]
Информация по комментариям в разработке