#Job_Exam_Mate_BD
Mobile: 01735778503
LGED Account Assistant Question Solution
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)
হিসাব সহকারী
প্রশ্ন সমাধান
Exam Date: 28-07-2023
১. উপমান কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? [৪১তম বিসিএস প্রিলিমিনারী]
ক) শশব্যস্ত খ) কালচক্র
গ) পরাণপাখি ঘ) বহুব্রীহি
উত্তর: ক) শশব্যস্ত
ক) শশব্যস্ত= শশকের ন্যায় ব্যস্ত = উপমান কর্মধারায় সমাস
খ) কালচক্র = কাল রূপ চক্র = রূপক কর্মধারায় সমাস
গ) পরাণপাখি = পরাণ রূপ পাখি = রূপক কর্মধারায় সমাস
ঘ) বহুব্রীহি = বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি সমাস
২. হিসাবকাল নীতি অনুসারে কোন হিসাবগুলো বছর শেষে বন্ধ করে দিতে হয়?
ক) সম্পত্তি হিসাব খ) দায় হিসাব
গ) আয় ব্যয় হিসাব ঘ) স্বত্বাধিকার
উত্তর: গ) আয় ব্যয় হিসাব
হিসাবকাল নীতি অনুসারে সকল নামিক হিসাব বা আয় ব্যয় জাতীয় হিসাব বছর শেষে বন্ধ করে দিতে হয়।
৩. World “No----Tobacco Day” is observed on----
ক) May, 25 খ) May, 28
গ) May, 30 ঘ) May, 31
উত্তর: ঘ) May, 31
৪. কোন দলিলের ভিত্তিতে বিক্রয় ফেরত বই তৈরি করা হয়?
ক) ক্যাশ মেমো খ) চালান
গ) ডেবিট নোট ঘ) ক্রেডিট নোট
উত্তর: ঘ) ক্রেডিট নোট
৫. সাধু ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি? [শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১০]
ক) ক্রিয়া ও অব্যয়
খ) অব্যয় ও ক্রিয়া
গ) সর্বনাম ও বিশেষ্য
ঘ) ক্রিয়া ও সর্বনাম
উত্তর: ঘ) ক্রিয়া ও সর্বনাম
৬. পনির তৈরিতে ব্যবহৃত এনজাইমের নাম কী? [গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২০-২১]
ক) পেপেইন খ) রেনিন
গ) ক্যাটালেজ ঘ) পেকটিন
উত্তর: খ) রেনিন
রেনিন দুগ্ধ জমাট বাঁধতে সাহায্য করে। পনির তৈরিতে এনজাইম রেনিন ব্যবহৃত হয় । রেনিন দুধের ননীকে জমাট বাঁধতে সহায়তা করে এবং পরে ননী থেকে পনির তৈরি করা হয় ।
৭. ক একটি কাজ ১৫ দিনে করতে পারে। যদি খ, ক এর দ্বিগুণ কাজ করতে পারে তবে ক এবং খ একত্রে কতদিন সময় লাগবে?
ক) ৩ দিন খ) ৫ দিন
গ) ২ দিন ঘ) ৬ দিন
৮. একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ২ সে.মি. এবং উচ্চতা x সে.মি. হলে x এর মান কোনটি?
ক) √২ খ) √৩
গ) ২ ঘ) ৩
৯. গাছপাথর বাগধারার অর্থ কী?
ক) বাড়াবাড়ি খ) প্রাচীন বস্তু
গ) হিসাবনিকাশ ঘ) অসম্ভব বস্তু
উত্তর: গ) হিসাবনিকাশ
১০. বাবা ছেলের দীর্ঘায়ূ কামনা করলেন। এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষ রূপ কী হবে?
ক) বাবা ছেলেকে বললেন, বাবা তুমি দীর্ঘজীবী হও।
খ) বাবা ছেলেকে বললেন, তোমার দীর্ঘায়ু হোক।
গ) বাবা ছেলেকে বললেন, ‘তুমি দীর্ঘজীবী হও’।
ঘ) বাবা ছেলেকে বললেন, যে আমি তোমার দীর্ঘায়ু কামনা করি।
উত্তর: গ) বাবা ছেলেকে বললেন, ‘তুমি দীর্ঘজীবী হও’।
১১. Which of the following sentence is correct?
ক) He disguised himself lest he be recognized.
খ) He was disguised lest he should be recognized.
গ) He disguised lest he be recognized.
ঘ) He disguised himself lest he can be recognized.
উত্তর: খ) He was disguised lest he should be recognized.
১২. বিকল শব্দে বি কোন শ্রেণির উপসর্গ?
ক) বাংলা খ) সংস্কৃত
গ) ফারসি ঘ) হিন্দি
উত্তর: খ) সংস্কৃত
১৩. What Kind of Noun is “River”
ক) Material খ) Collective
গ) Proper ঘ) Common
উত্তর: ঘ) Common
১৪. জাপান সাগরের তীরে রুশ বন্দর ও নৌঘাঁটি কোনটি?
ক) তাসখন্দ খ) ভ্লাদিভস্টক
গ) ক্রেমলিন ঘ) লেলিনগ্রাড
উত্তর: খ) ভ্লাদিভস্টক
১৫. ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন কী হবে?
ক) ক্ষমার্হ খ) ক্ষমাপ্রদ
গ) ক্ষমার্থ্য ঘ) ক্ষমার্হ্য
উত্তর: ক) ক্ষমার্হ
১৬. নিম্নের কোনগুচ্ছের শব্দগুলো বর্ণানুক্রমিকভাবে সাজানো?
ক) নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়, নিস্ক্রিয়, নিসর্গ
খ) নিদর্শন, নিম্নোক্ত, নিরাময়, নিরাসক্ত, নিস্কিয়, নিসর্গ
গ) নিস্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়
ঘ) নিদর্শন, নিরাসক্ত, নিস্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিরাময়
উত্তর: খ) নিদর্শন, নিম্নোক্ত, নিরাময়, নিরাসক্ত, নিস্কিয়, নিসর্গ
১৭. What is the verb form of the word “Ability”
ক) Capable খ) inability
গ) Enable ঘ) unable
উত্তর: গ) Enable
১৮. তপোবন কোন সমাস?
ক) কর্মধারায় খ) বহুব্রীহি
গ) দ্বিগু ঘ) চতুর্থী তৎপুরুষ
উত্তর: ঘ) চতুর্থী তৎপুরুষ
তপের নিমিত্তে বন = চতুর্থী তৎপুরুষ
১৯. I am looking for some one who-------- play the piano.
ক) able to খ) is able
গ) can be able to ঘ) can
উত্তর: ঘ) can
২০. I finally killed the fly------a rolled up newspaper.
ক) by খ) with
গ) through ঘ) from
উত্তর: খ) with
২১. দক্ষিণ আফ্রিকার শেষ শ্বোতাঙ্গ প্রেসিডেন্ড কে ছিলেন?
ক) ডি ক্লার্ক খ) পিটার বোখা
গ) ড. মালান ঘ) ফরস্টার
উত্তর: ক) ডি ক্লার্ক
২২. একটি বাক্সের দুই তৃতিয়াংশ শার্ট পরীক্ষা করার পর ৪ টি ত্রুটিযুক্ত এবং ৩৬ টি ত্রুটিমুক্ত পাওয়া গেল। ৮৫% শাট ত্রুটিমুক্ত পেতে হলে অবশিষ্ট শার্টের মধ্যে কতটি শার্ট ত্রুটিমুক্ত পেতে হবে?
ক) ১৫ খ) ১৭
গ) ১৯ ঘ) ২১
২৩. বড় বড্ড কোন ধরনের পরিবর্তন
ক) বিষমীভবন খ) সমীভবন
গ) ব্যঞ্জনদ্বিত্ব ঘ) ব্যঞ্জন বিকৃতি
উত্তর: ঘ) ব্যঞ্জন বিকৃতি
২৪. কোন স্কুলে ১২০ জন ছাত্রের মধ্যে ৭৫ জন বাংলা ভাষায় এবং ৬০ জন ইংরেজি ভাষায় কথা বলতে পারে। কতজন উভয় ভাষায় কথা বলতে পারে?
ক) ১০ খ) ১৫
গ) ২০ ঘ) ৩৫
২৫. Choose the correct meaning of the idiomatic phrases, Put Something Off
ক) Tolerate Something
খ) Throw something a way
গ) Postpone or cancel a meeting or arrangement
ঘ) Hold Something
উত্তর: গ) Postpone or cancel a meeting or arrangement
Put Something Off অর্থ কোন সভা বা আয়োজন স্থগিত রাখা বা মূলতবি ঘোষণা করা।
২৬. The synonym of “genesis” is
ক) Introduction খ) Preface
গ) Beginning ঘ) Foreword
উত্তর: গ) beginning
২৭. The antonym of Insipid is
ক) cold খ) dull
গ) exciting ঘ) sanguine
উত্তর: গ) exciting
Insipid অর্থ নীরস
Информация по комментариям в разработке