🙏বড় হুযুর পাক এঁর চাহারম শরীফ🙏

Описание к видео 🙏বড় হুযুর পাক এঁর চাহারম শরীফ🙏

🙏বড় হুযুর পাক এঁর চাহারম শরীফ🙏

আজ ৯ই মুহাররম ১৪৪৩ হিযরী মেদেনীপুর দরবার শরীফের "বড় হুযুর পাক" এঁর চাহারম শরীফ,

নাম পাকঃ- আল গউস ইবনুল, গউস ইবনুল গউস, সৈয়্যেদেনা ও মাওলানা, গওসে যমা, হযরত সৈয়দ শাহ্ রশীদ আলী আল ক্বাদেরী, আল হাসানী, আল হুসায়্নী, আল বাগদাদী, আল মেদেনীপুরী, মারূফ বে 'বড় হুযুর পাক" ক্বিবলাহ্ ও ক্বা'বা,।

আমাদের আঁকা ও মওলা "বড় হুযুর পাক" গত ৬ই মুহাররম ১৪৪৩ হিযরী, ১৬ই আগস্ট ২০২১ ইংরেজি, ৩০শে শ্রাবণ ১৪২৮ বাংলা, সোমবার ভারতীয় সময় বিকেল ৪.৫৫ মিনিটে তাঁর কোলকাতার খানকাহ্ শরীফ- ৪ নং হাজী মুহাম্মদ মহসিন স্কোয়ারে বেসালে হক ফরমিয়েছেন।

তিনি আলে রসুল এবং আওলাদে আলী (আঃ) পাক ও হাসানী এবং হুসায়্নী.

"বড় হুযুর পাক" রসুলুল্লাহ (সঃ) এঁর ৩৫ তম, বড় পীর গওসে আ'যম পাকের ২২ তম বংশধর।।

"বড় হুযুর পাক" এঁর প্রথম জানাযা মুবারক, ৪নং দরবার পাক, কোলকাতায় তিঁনার নিজ খানকাহ্ সংলগ্নে ও দ্বিতীয় জানাযা মুবারক মেদেনীপুর জোড়া মসজিদে অনুষ্ঠিত হয়, অতঃপর জোড়া মসজিদ মাজার পাকে দাফন সম্পন্ন হয়।

রওযা পাকঃ- "বড় হুযুর পাক" এঁর রওযা পাক, মেদেনীপুর জোড়া মসজিদ ও মাযার পাকে, তিঁনার পুর্ব পুরুষ, "মওলা পাক", "পীর ও মুর্শীদ পাক", এবং তিঁনার আব্বা হুযুর "পর্দা হুযুর পাক" এঁর পাকের মাযার শরীফ সংলগ্নে তৈরী হয়েছে।

আজ "বড় হুযুর পাক" এঁর চাহারম শরীফ উপলক্ষে, ভারত বাংলাদেশের সকল খানকাহ এ মসজিদ পাকে কোরআন তিলয়াত ও বিশেষ মাহফিল অনুষ্ঠিত হতে চলেছে।।

মালিক পাকের বিদায়ী দুঃখ, কষ্ট সহিবার মত নয়, তবুও মালিক পাক আমাদের সকলকে ধর্য্য ধরার তৌঁফিক দান করেন!!

এবং "মরতে দম তাক" হুযুর পাকের দামান ধরে রাখার তৌঁফিক দান করেন। #আমিন

🔸লেখা জনীত ভুল মার্জনীয়🔸

Комментарии

Информация по комментариям в разработке