জীবনানন্দ দাশ এর ব্যাক্তিগত জীবনে র অজানা কাহিনী | Bengali poet Jibanananda das | জীবনী | Bangla

Описание к видео জীবনানন্দ দাশ এর ব্যাক্তিগত জীবনে র অজানা কাহিনী | Bengali poet Jibanananda das | জীবনী | Bangla

জীবনানন্দ দাশ অবিভক্ত পূর্ব বাংলার বরিশালের এক ব্রাক্ষ্মন পরিবারে জন্মগ্রহন করেছিলেন । বর্তমানে তা বাংলাদেশের অংশ মধ্যে পরে ।

পিতা সত্যানন্দ দাশ এবং মাতা কুসুমকুমারো দেবীর প্রথম সন্তান ছিলেন তিনি জন্ম ১৮৯৯ খ্রিস্টাব্দের ১৭ ফেব্রুয়ারি ।তারা মোট তিন ভাই বোন ছিলেন । জীবনানন্দ দাশ সাহিত্য জগতের প্রথম পাঠ শেখেন তার মায়ের কাছ থেকে । তার মা কুসুমকুমারি দেবী নিজেও বাড়িতে সাহিত্য চর্চা করতেন। ” আমাদের দেশে হবে , সেই ছেলে কবে / কথায় না বড় হয়ে কাজে বড় হবে”এই কবিতাটি তার মায়ের রচনা।জীবনানন্দ দাশের পিতা পেশায় ছিলেন একজন স্কুল শিক্ষক, তবে তিনি শুধু শিক্ষকতাই করতেন না, শিক্ষকতার পাশাপাশি তিনি সমাজসেবার কাজও করতেন। এছাড়াও তিনি সমাজের বিভিন্ন ঘটনাকে তুলে ধরার জন্য ব্রহ্মবাদী নামের এক পত্রিকার ও প্রতিষ্ঠা করেন।জীবনানন্দ দাশ বরিশালে তার প্রথম শিক্ষার পাঠ শুরু করেন। ব্রজমোহন স্কুল থেকে তিনি মাধ্যমিক পাশ করেন ১৯১৫ সালে। ১৯১৭ সালে আইএ পাস করেন বিএম কলেজ থেকে এরপর তিনি চলে আসেন কলকাতায় । এখানে তিনি প্রেসিডেন্সি কলেজে ইংরেজিতে অনার্সে ভর্তি হয় সালটা ছিল , ১৯১৯ এই একই কলেজ থেকে তিনি ইংরেজিতে এমএ পাস করেন ১৯২১ সালে ।পরবর্তীকালে তিনি আইন পড়ার জন্য কলেজে ভর্তি হন যদিও তিনি শেষ পর্যন্ত তা ছেড়ে দেন।
#viralvideo
#biography
#bengaliliterature
#banglakobita
#bengalipoetry
#jibanananda_das
#personality

Комментарии

Информация по комментариям в разработке