যেভাবে কাঠাল গাছে গ্রাফটিং/গুটি কলম করবেন তার পদ্ধতি How to Grafting of Jackfruit

Описание к видео যেভাবে কাঠাল গাছে গ্রাফটিং/গুটি কলম করবেন তার পদ্ধতি How to Grafting of Jackfruit

যেভাবে কাঠাল গাছে গ্রাফটিং/গুটি কলম করবেন তার পদ্ধতি How to Grafting of Jackfruit #BADC #কৃষি বার্তা ২৪

বাংলাদেশের সবচাইতে বড় কলমের বারমাসি কাঁঠালের গাছ বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসি) রয়েছে বলে জানিয়েছে বিএডিসি’র উদ্যান বিভাগের মহাব্যবস্থাপক মো: আরিফ হোসেন খান।

গত বুধবার (১৯ জানুয়ারি ২০২২) তারিখে বারি গাজীপুরে জাতীয় ফল কাঁঠালের গবেষণার বিষয়টি দেখেন তিনি।

এই কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ওয়ালে লিখেন,“ গত ১৯.১.২২ তারিখে বারি গাজীপুরে জাতীয় ফল কাঁঠালের গবেষণার বিষয়টি দেখি। অভিজ্ঞ প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং মালীর নিকট থেকে কাঁঠালের কলম করার কৌশলটি আরও সুন্দর ভাবে হাতে কলমে রপ্ত করি। বারি কাঁঠাল -২ এবং বারিকাঁঠাল-৩ বারমাসী ধরণের।

পড়তে পারেন: লালপুরে চাষ হচ্ছে কাজুবাদাম

এই কাঁঠালের জাত বিএডিসি’র বিভিন্ন উদ্যান উন্নয়ন খামারের মাধ্যমে ছড়িয়ে দেবার জন্য পরিচালক মহোদয়ের সাথে আলোচনা করলে বিএডিসিকে ১০০ টি চারা দিবেন বলে জানান।

এ কাঁঠালের চারা বিএডিসির বিভিন্ন উদ্যান উন্নয়ন কেন্দ্র এবং এ্রগ্রো সারভিস সেন্টারে রোপণের ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তীতে এই মাতৃ গাছ থেকে কলম করে সারা দেশে চারা ছড়িয়ে দেতে পারলেই মৌসুমি ফল কাঁঠাল দেশে বারমাস ফলানো সম্ভব হবে।

এই ধারণা নিয়ে আমি গবেষণা শুরু করেছি অন্তত ৩৫ বছর আগে থেকে (আমার অগ্রজ জনাব হাসান ইমাম এর অনুপ্রেরণাতে) । বিএডিসি ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে ১৯৯৪ সালে আমার হাতের করা কলম গাছটি সম্ভবত বাংলাদেশের সবচাইতে বড় কলমের কাঁঠালের গাছ। আমি আশা করব বিএডিসি থেকে আমার চলে যাবার পরে বিএডিসি’র পরবর্তী প্রজন্ম বিষয়টিকে সার্থকভাবে এগিয়ে নিবে।”

আব্দুর রহমান বাচ্চু বলেন, “ আপনার গবেষণা ও পরিশ্রমের সফল বাস্তবায়ন হোক। এদেশের কৃষি ও ক্ষৃকের উন্নয়নের জন্য আপনার যে অবিরাম প্রচেষ্টা আগামী প্রজন্ম যেন সেটাকে আরোও এগিয়ে নেয় সেই কামনা করি।”

Комментарии

Информация по комментариям в разработке