মসলা জাতীয় ফসলের উন্নত জাত ও প্রযুক্তি বিস্তার শীর্ষক
কৃষক প্রশিক্ষণ ও কৃষক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক, স্বনামধন্য কৃষি বিজ্ঞানী ড. দেবাশীষ সরকার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্খিত ছিলেন ড. মহি উদ্দিন, পরিচালক, ডাল গবেষণা কেন্দ্র, বিএআরআই, পাবনা;
ড. মো. হজরত আলী, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর;
ড. হরিদাস চন্দ্র মোহন্ত, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর, ড. শৈলেন্দ্র নাথ মজুমদার, প্রকল্প পরিচালক, “বাংলাদেশে মসলা জাতীয় ফসলের গবেষণা জোড়দারকরণ” প্রকল্প
অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন ড. মো. মাজহারুল আনোয়ার, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, মসলা গবেষণা কেন্দ্র, বিএআরআই, বগুড়া। অনুষ্ঠানটিতে বীজ উৎপাদনকারী উদ্যোক্তাদের বিভিন্ন ভাবে আসস্ত করা হয়। সরাসরি মাঠ পরিদর্শনের মাধ্যমে বাস্তব চিত্র তুলে ধরেন।
Title: The spread of improved spices variety and technology
Farmers training and farmers gathering was present as the chief guest, the director general of the Bangladesh Agricultural Research Institute, renowned agricultural scientist. Debashish Sarkar. Dr. was also present as a special guest. Mohi Uddin, Director, Pulses Research Center, BARI, Pabna;
Dr. Md. Hazrat Ali, Deputy Director, Department of Agricultural Extension, Faridpur;
Dr. Haridas Chandra Mohant, Chief Scientific Officer, Regional Spice Research Center, BARI, Gazipur, Dr. Shailendra Nath Majumder, Project Director, “Spice National Crop Research in Bangladesh” Project
Dr. presided over the ceremony. Md. Mazharul Anwar, Chief Scientific Officer, Spice Research Center, BARI, Bogra. Entrepreneurs producing seeds were assisted in various ways in the program. Presents the real picture through direct field inspection.
এই চ্যানেলের মাধ্যমে কৃষি, মৎস্য, ডেইরি , পোল্ট্রি শিল্পের গবেষণা, উন্নয়ন, সমস্যা, সমাধান তুলেধরা হয়। আপনি আপনার শিল্পের প্রতিবেদন, প্রচার ও প্রসারের ক্ষেত্রে চ্যানেলের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে ফুল, ফল, নার্সারী, বন, ঔষধি, বৃক্ষ, মৎস্য চাষ, পোনা, ফিড, হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, ঘাস, কৃষির মেশিন ইত্যাদি কৃষি সম্পর্কিত গবেষণা, খামার, বাগানি ও কৃষকের কথা বলা হয়। মনে রাখবেন আমরা বাস্তবোতায় বিশ্বাসী। এই চ্যানেলের উন্নয়নে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি । ধন্যবাদ
Информация по комментариям в разработке