প্রথম বিসিএস এই ক্যাডার হওয়ার গল্প।। মাহমুদ হাসান স্যার (৩৮তম ও ৪০তম বিসিএস ক্যাডার)

Описание к видео প্রথম বিসিএস এই ক্যাডার হওয়ার গল্প।। মাহমুদ হাসান স্যার (৩৮তম ও ৪০তম বিসিএস ক্যাডার)

‼️আপনি কী বিশ্বাস করেন যে পরিশ্রম করলে সাফল্য আসবেই?‼️ 👉বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্নগুলো এক একটা যজ্ঞের আগুনের মত। যেখানে নিজের সর্বস্ব আহুতি দিয়ে সাফল্যকে বের করে আনতে হয়। একজন বিসিএস ক্যাডার হিসেবে সম্মান পেতে চাইলে আপনাকে হতে হবে কঠোর পরিশ্রমীআর এই পরিশ্রমকে ফলপ্রসূ করতেই সাফল্য একাডেমি আছে আপনার সাথে। ইতিমধ্যে চলে এসেছে আমাদের 🎯 ৪৭ তম বিসিএস প্রিলিমিনারি কোর্স🎯 কোর্স লিংক: https://www.safollo.ac/courses/47tm-b... 👉যদি আপনি, ✔️ নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চান ✔️একজন সফল বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখেন, ✔️পরিশ্রম করতে পিছিয়ে না আসেন, ✔️শৃঙ্খলাপূর্ণ ভাবে সময়কে কাজে লাগান, ✔️বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে বদ্ধ পরিকর হন, ✔️নিজেকে সমাজের একটি সম্মানিত আসনে দেখতে চান, তবে এই কোর্সটি আপনার জন্যই তৈরী। কেননা আমরা তৈরী করতে চাই আমাদের পরবর্তী প্রজন্মের ক্যাডারদের। 👉 কোর্সটিতে এনরোল করে যা পাচ্ছেন, ✅১৫৫ টি লাইভ ক্লাস ✅১৫৫ টি লেকচার শীট ✅২২০ টি লাইভ এক্সাম ✅আনলিমিটেড এক্সাম প্র্যাকটিস 👉শুধু কি এগুলোই? স্পেশাল কিছু নেই? 👉অবশ্যই আছে! সাফল্য একাডেমি “প্রো” ছাড়া কোনো আয়োজন করে না। তাই আপনাদের এই যাত্রাকে আরও আনন্দময় করে তুলতে থাকছে 🟢 বিসিএস ক্যাডারদের সাথে সরাসরি পরামর্শ করার সুযোগ। কেননা আমাদের প্রত্যেক টিচারই বিসিএস ক্যাডার। 🟢জুম লাইভ ক্লাস এবং ক্লাস শেষে লাইভ ক্লাসের রেকর্ডেড লেকচার প্রদান 🟢পূর্ণাঙ্গ লেকচারশিট প্রদান 🟢প্রয়োজনীয় হ্যান্ডনোট সরবারাহ 🟢 Quizizz এর মাধ্যমে আনন্দপূর্ণ কুইজ গেইম 🟢 পরীক্ষার নেগেটিভ মার্কসহ মূল্যায়ন 👉 কিন্তু ভর্তি ফি? এখানেও রয়েছে সাফল্য একাডেমীর “প্রো” অফার। ১২০০০ টাকার কোর্স আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ৬৪৯৯ টাকায়। তবে সীমিত সময়ের জন্য এ অফার। তাই সীমিত সংখ্যক লিস্টে নিজের নাম লেখাতে আজই যোগাযোগ কর 🔴 হটলাইন: 09638-22-0000 🔴হোয়াটসঅ্যাপ: wa.me/0160122211 🔴ওয়েবসাইটে -https://www.safollo.ac মনে রাখবেন, হিউম্যান সাইকোলজি ব্যর্থতার গল্প শুনতে ভালোবাসে না। তাদের চাই তাজা সফলতার গল্প। তাই নিজের সাফল্যের গল্প লেখার স্ক্রিপ্ট তৈরীর কাজ শুরু করে দিন এখনি।

Комментарии

Информация по комментариям в разработке