মুর্শিদাবাদের ৫ম নবাব সৈয়দ ওয়াসেফ আলি মির্জার মৃত্যুদিবস পালন করা হয় ।

Описание к видео মুর্শিদাবাদের ৫ম নবাব সৈয়দ ওয়াসেফ আলি মির্জার মৃত্যুদিবস পালন করা হয় ।

মুর্শিদাবাদের ৫ম নবাব সৈয়দ ওয়াসেফ আলি মির্জার মৃত্যুদিবস পালন হল তার বাস গৃহ" ওয়াসেফ মঞ্জিল" এ তাঁর গ্র্যান্ড সন ছোটে নবাব সৈয়দ রেজাআলি মির্জা প্রয়াত নবাবের প্রতিকৃতিতে মাল্যদান করে অনষ্ঠানের সূচনা করেন।তার উপরে লেখা উর্দু কবিতা পাঠ করেন সৈয়দ শাখাওয়াত মির্জা। নবাবের অবদান সম্পর্কে বক্তব্য রাখেন সৈয়দ মহঃ সারোয়ার জা। একই সাথে মুর্শিদাবাদ নবাব বাহাদূর ইনস্টিটিউট এক্স স্টুডেন্ট অ্যাসোশিয়েশন এর পক্ষে বিজয়া সম্মেলনী র আয়োজন করা হয় ওয়াসেফ মন্জিলে। অ্যাসোশিয়েশনের সম্পাদক ইন্দ্রনাথ মজুমদার জানালেন ছোটে নবাবের আগ্রহেই আজ নবাবের মৃত্যু দিনে বিজয়া সম্মেলনীর আয়োজন।

Комментарии

Информация по комментариям в разработке