#part3#2021
Dream Holiday Park Narsingdi Dhaka 2021
ড্রিম হলিডে পার্ক
নরসিংদী জেলা
ঢাকা বিভাগ
বাংলাদেশ
Brief
~~~
বাংলাদেশে বেশকিছু বিনোদন পার্ক রয়েছে। এসব পার্কের মধ্যে কোন কোন পার্ক পুরাতন এবং ঐতিহাসিক আবার কোন কোন পার্ক সাম্প্রতিককালে নির্মাণের কারনে বেশ আধুনিক। ৩৭ একর জমির উপর অবস্থিত ড্রিম হলিডে পার্কটি ২০১১ সালের ৩১শে আগস্ট জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
কাছের এবং দুরের পর্যটকদের আকর্ষণ করার জন্য ঢাকা-সিলেট মহাসড়কের পাশেই নরসিংদী জেলার পাঁচ দোনার চৈতাবায় অবস্থিত ড্রিম হলিডে পার্কটিতে সবধরনের সুযোগ সুবিধা এবং নতুনত্ব রয়েছে। শিশু এবং প্রাপ্ত বয়স্কদের জন্য পার্কে রয়েছে জলে, স্থলে এবং আকাশে বিভিন্ন রাইড। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ এই পার্কটিতে আরো রয়েছেঃ সুপরিসর পারকিং, থাকার জন্য বাংলো এবং কটেজ, আন্তর্জাতিকমানের রেস্টুরেন্ট যেখানে পাওয়া যাবে ইন্ডিয়ান এবং চাইনিজ খাবার, কফি হাউজ, আইসক্রিম পার্লার, ফাস্ট ফুডের দোকান, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং নামাজের ব্যবস্থা।
ড্রিম হলিডে পার্কে পিকনিকের জন্য রয়েছে চমৎকার ব্যবস্থা। পিকনিকের জন্য এখানে রয়েছে ডেকোরেটরের সুবিধা, পর্যাপ্ত সংখ্যক স্বাস্থ্যকর টয়লেট, সুপরিসর শেড, ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা, সাউণ্ড সিস্টেম (আগাম খরচ দিতে হবে), গাড়ি পারকিং, বিভিন্ন রাইড, খাবারের ব্যবস্থা (আগাম খরচ দিতে হবে), বিভিন্ন রাইড এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ।
ড্রিম হলিডে পার্কে দুটি পিকনিক স্পট রয়েছে। এগুলো হলঃ মায়াবি পিকনিক স্পটের বাংলো (এখানে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত দুটি কক্ষ) এবং মধুরিমা পিকনিক স্পটের বাংলো (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং পারিবারিক আয়োজন এবং পিকনিকের জন্য ব্যবহার করা হয়)।
ড্রিম হলিডে পার্কে পিকনিকের জন্য ভাড়া হলঃ ছুটির দিনে ৩০০ জনের জন্য ৮০,০০০/- টাকা এবং ৫০০ জনের জন্য ১,১০,০০০/- টাকা। তবে, ছুটির দিন ব্যাতিত এই ভাড়া হবে যথাক্রমে ৭৫,০০০/- টাকা এবং ৯০,০০০/- টাকা। ৩০০ জনের জন্য এই পার্কে রয়েছে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষসহ একটি বাংলো এবং ৫০০ জনের জন্য রয়েছে একটি দোতলা বাংলো।
ড্রিম হলিডে পার্কে দিবা এবং রাত্রি নামে একটি ডুপ্লেক্স কটেজ রয়েছে। ২৪ ঘণ্টার জন্য পুরো কটেজের ভাড়া হল ১০,০০০/- টাকা এবং একই সময়ের জন্য কটেজের একটি ইউনিটের ভাড়া হল ৫০০০/- টাকা। কটেজের সুযোগ সুবিধার মধ্যে রয়েছেঃ সবধরনের সুযোগ সুবিধাসহ দুটি বিশাল শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, একটি বারান্দা (যেখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য এবং ওয়াটার পার্ক দেখতে পারবেন), ২৪ ঘণ্টার জন্য একজন কেয়ারটেকার, নিরাপত্তাসহ গাড়ি পারকিং, ২৪ ঘণ্টার জন্য রেস্টুরেন্টের সুবিধা (যেখানে পাওয়া যাবে দেশী, চাইনিজ ও ইন্ডিয়ান খাবার), নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
এখানকার ওয়াটার পার্কে সর্বাধুনিক রাইডে চড়ে আপনি সাগরে চলে যাওয়ার অনুভুতি অর্জন করবেন। ডিজে মিউজিকের ছন্দে এখানকার প্রতিটি মুহূর্ত উপভোগ করবেন। ওয়াটার পার্কের সুযোগ সুবিধার মধ্যে রয়েছেঃ পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক ড্রেসিং রুম, পৃথক লকার, ওয়াটার পার্কের বিশেষ পোশাক (ভাড়া নিতে হবে), এবং সরকারি ছুটির দিনে ডিজে পরিচালিত মিউজিক সিস্টেম। পার্কের জলজ রাইডগুলোর মধ্যে রয়েছেঃ জেট ফাইটিং, স্পীড বোটিং, সোয়ান বোটিং, বেঙ্গল ব্রিজ, সিডনী ব্রিজ এবং লন্ডন ব্রিজের নীচে বোটিং। এছাড়া শিশুদের জন্য এখানে রয়েছেঃ সুইং চেয়ার, বুল রাইড, ট্রেন এবং গরজিলা। পার্কে প্রবেশ মূল্য হলঃ ৩২০/- টাকা বয়স্ক এবং ২১৫ / টাকা বাচ্চাদের (ভ্যাটসহ)।
How to go
ঢাকার গুলিস্তান ও মহাখালি থেকে বাসে করে নরসিংদীতে যেতে পারবেন। গুলিস্তান থেকে মেঘালয় লাক্সারি নামক বাস নরসিংদীর উদ্দেশ্যে ছেড়ে যায়। এই বাসে যেতে ভাড়া পরবে ৮০/- টাকা। এছাড়া মহাখালি থেকে নরসিংদীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসগুলোর মধ্যে রয়েছেঃ পিপিএল ট্রান্সপোর্ট, বিআরটিসি এসি বাস, বাদশা, চলনবিল ইত্যাদি। এছাড়া টঙ্গী-পুবাইল হয়ে যায় এমন বাসে উঠলে আপনাকে পাঁচদোনায় নামতে হবে এবং সেখান থেকে প্রায় ১০০/- টাকা ভাড়ায় সিএনজি অটোরিকশায় করে পার্কে পৌছাতে পারবেন।
How To Reach: নরসিংদী জেলা
The communication system of this district is very good. The Dhaka-Sylhet highway, one of the important highways of Bangladesh, passes through Narsingdi. It is only 1/2 hours distance from Dhaka. Inter-district road communication is also better from here.
Water way communication is also very good as lots of river flows through Narsingdi. Dhaka-Chittagong and Dhaka-Sylhet, two most busiest rail route of the country goes through Narsingdi. People can easily go Narshingdi by boarding this buses.
From Gulistan -Meghalay Luxury, from Sydabad & Gulistan bus terminal – Monohordi Paribahan, Anna Super Service, BRTC Bus. From Mohakhali Bus stand – PPL, Chalan Bil Transport, Arabian Transport, Badsha Paribahan.
Where to Stay
1) Circuit House, Narsingdi (Government)
Phone: 02-9462083
Mobile: 01735-840294
2) District Council Postal Bungalow (Government)
Mobile 01712-521274
3) Dak bungalows (Government)
Roads and public departments, Narsingdi
phone: 029463222
4) Rest House (Government)
Civil surgeon’s office, Narsingdi
Phone: 029463181
5) Rest House (Government)
LGED Office, Narsingdi
Phone: 029462260
6) Hotel Nirala
Mobile: 01711-196699
7) Hotel Al-Arafat
Mobile: 01712-130139
8) Hotels Mamataj
Mobile: 01711-952120
9) Hotel Aziz
Mobile: 01712070231
10) Hotel Riyaj
Mobile: 01712-609045
11) Hotel Tanim
Mobile: 01718-916143
Things to do
১। বিভিন্ন ধরনের রাইডিংগুলো উপভোগ করুন
২। ওয়াটার ওয়ার্ল্ড-এর সৌন্দর্য উপভোগ করুন
৩। আলোকচিত্র তুলতে পারেন
Eating Facilities
এখানে ২৪ ঘণ্টা দেশি, ইন্ডিয়ান এবং চাইনিজ খাবার পাওয়া যায়।
Информация по комментариям в разработке