যাত্রা জগতের বিখ্যাত অভিনেত্রী জয়শ্রী মুখার্জী র সাক্ষাৎকার তুলে ধরলাম এই ভিডিও তে, সকলে দেখুন আশাকরি ভালো লাগবে আপনাদের
বিখ্যাত যাত্রা অভিনেত্রী জয়শ্রী মুখার্জী
উৎপল দত্তের স্নেহধন্যা তিনি, তৎকালীন পূর্ব পাকিস্তান এর খুলনা তে জন্ম,কলকাতার পাইকপাড়া
অঞ্চলে তাঁর শৈশব কাটে তার,এরপর দমদমে বাড়ি করেন তাঁর পিতা,আর্থিক অনটনে আসেন যাত্রা য়, ছোটো থেকে ই ভালো কবিতা বলতেন, অভিনয় এর প্রতি ছিলো তীব্র আকর্ষণ, যতদূর জানা ১৯৬৪ সাল নাগাদ কর্ণেট বাদক খোকা মল্লিক এর তত্ত্বাবধানে যাত্রা য় আসেন জয়শ্রী মুখার্জী, প্রথম যাত্রা পালা কানাই নাথ
রচিত মা ও ছেলে, বিখ্যাত সব যাত্রাদলে অভিনয় করেছেন তার মধ্যে আছে নাট্য ভারতী, নট্ট কোম্পানি, অগ্রগামী, যাত্রা লোক, সত্যম্বর অপেরা, লোকনাট্য, নিউ প্রভাস অপেরা, অভিনয় এর শিক্ষা পেয়েছেন ফণিভূষণ বিদ্যাবিনোদ, পঞ্চু সেন, মোহিত বিশ্বাস,আচার্য পুর্ণেন্দু শেখর বন্দ্যোপাধ্যায়, ফিরোজা বালা, উৎপল দত্তের কাছে, তার অভিনীত যাত্রাপালা গুলি হলো জালিয়ানওয়ালাবাগ, দিল্লী চলো, জয় বাংলা, বিদ্রোহী নায়ক ভগৎ সিং, শকুন্তলার পতি গৃহে যাত্রা, মেজদি, ধন্যিমেয়ে, বড়দিদি, ভক্ত কবীর, সম্রাট জাহাঙ্গীর, বাঁচাতে চাই, মেজবৌ,নররক্তে নারায়ণ পূজা । যাত্রা অভিনেতা মধু বড়াল এর সঙ্গে ঘর বাধেন, যুগ যাত্রা দল খুলে কিছু দিন অভিনয় করে সর্বশান্ত হন,চলচ্চিত্রে গুরুদক্ষিণা সিনেমা য় তাপস পালের মায়ের চরিত্রে অভিনয় করেন,এখনও সিরিয়ালে মাঝারি মাপের চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে, জীবন সংগ্রাম আজও চলছে সমান ভাবে, জয়শ্রী মুখার্জী র অভিনীত পালা দেখার স্মৃতিচারণা করুন সকলে।
#bengali #biography #jatrapala #podcast
Join this channel to get access to perks:
/ @amiavijitbolchi
Информация по комментариям в разработке