তুমি সাত সাগরের ওপার হতে আমায় ডেকেছো -

Описание к видео তুমি সাত সাগরের ওপার হতে আমায় ডেকেছো -

#স্মৃতিময়বাংলাগান #abusalehmurshed

শিল্পীঃ মোঃ আব্দুল জব্বার ও শাহনাজ রহমতুল্লাহ
অ্যালবামঃ কত যে মিনতি
সুরকারঃ আনোয়ার পারভেজ
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
বছরঃ ১৯৭০

তুমি সাত সাগরের ওপার হতে আমায় দেখেছ
আর মন ভ্রমরের কাজল পাখায় ছবি এঁকেছ

আমি ময়ুর পংখি নাও ভিড়িয়ে তোমায় দেখেছি
আর প্রবাল দ্বীপের পান্না ভেবে চেয়ে থেকেছি

আগুন ঝরা ফাগুন যখন ছিল পলাশ বনে
তোমার কথাই ভেবেছিলেম আমি মনে মনে।

তোমার চোখে তাই তো খুশির পরাগ মেখেছি।(ওগো)

আমি ময়ুর পঙ্খী নাও ভিড়িয়ে তোমায় দেখেছি
আর প্রবাল দ্বীপের পান্না ভেবে চেয়ে থেকেছি

শুক্লা চাঁদের পঞ্চমীতে সাগর যখন দোলে
তোমার আশায় বসে ছিলেম বাতায়ন খুলে।

দখিন হাওয়ায় তাই তো তোমায় চিঠি লিখেছি।

Комментарии

Информация по комментариям в разработке