Breathtaking Nature Of Bangladesh (কাশবন/ কাশফুল/ নদী / সূর্যাস্ত/নৌকা)
Beautiful Bangladesh/ Natural Beauty Of Bangladesh/ রূপসী বাংলাদেশ / শরৎ এর কাশবন/ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য
গাঢ় নীল আকাশ। সোনা ঝরা রোদ। দক্ষিণ দিক হতে উত্তরে শিমুলের তুলোর মতো ভেসে চলেছে সাদা মেঘের ভেলা। নদীর ধারে ফুটেছে সাদা সাদা কাশফুল। মৃদু মন্দ বাতাসে দোল খায় কাশফুল। যেন চোখ জুড়িয়ে যায়। সাদা বক, পাখ-পাখালির দল মহা কলরবে ডানা মেলে আকাশের উজ্জ্বল নীলিমার প্রান্ত ছুঁয়ে মালার মতো উড়ে যাচ্ছে। বাঁশঝাড়ে বাচ্চা তুলেছে কালো ডাহুক। বড় পুকুর ধারে জারুল গাছে বসে মাছ শিকার করছে মাছরাঙা। বাতাসে ছোট ছোট ঢেউ তুলে নদীতে নৌকা যায় পাল তুলে। শরতের চাঁদনী রাত সৃষ্টি করে মোহনীয় ও মায়াবী পরিবেশ। আঁধারের বুক চিরে উড়ে বেড়ায় জোনাকীরা। চারদিকে সজীব গাছপালার ওপর বয়ে যায় মৃদুমন্দ বায়ু। শিউলী, কামিনী, হাসনাহেনা, দোলনচাঁপা, বেলী, ছাতিম, বরই, শাপলা, জারুল, রঙ্গন, টগর, রাধাচূড়া, মধুমঞ্জুরি, শ্বেতকাঞ্চন, মল্লিকা, মাধবী, কামিনী, নয়নতারা, ধুতরা, কল্কে, স্থলপদ্ম, কচুরী, সন্ধ্যামণি, জিঙে, জয়ন্তীসহ নাম না জানা নানা জাতের ফুলের গন্ধে মৌ মৌ করে বাতাস। এ দৃশ্য শুধু এক ঋতুতেই চোখে পড়ে। সে হল শরৎ।
শরৎ কাল রচনা, রবীন্দ্রনাথের শরতের কবিতা, শরৎ কালের কবিতা, শরৎ কবিতা, শরৎ নিয়ে কবিতা, শরৎকালের কবিতা, শরতের আকাশ,
শরৎ এর কবিতা, প্রাকৃতিক দৃশ্যের ছবি, সুন্দর প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক দুর্যোগ, ছয় ঋতু, প্রাকৃতিক দৃশ্য আঁকা, রচনা সম্ভার, প্রকৃতি নিয়ে উক্তি,
সুন্দর ফুলের ছবি, village of bangladesh, village life, experiencing, fields, beautiful, land, rivers, landscape, villages-cape, rivers,banks, scenery, nature,village house,
music
Amazing Grace by Audionautix is licensed under a Creative Commons Attribution license (https://creativecommons.org/licenses/...)
Artist: http://audionautix.com/
Информация по комментариям в разработке