অরেঞ্জ ভ্যালী সেজেছে নতুন রুপে || পীরগঞ্জ, ঠাকুরগাঁও

Описание к видео অরেঞ্জ ভ্যালী সেজেছে নতুন রুপে || পীরগঞ্জ, ঠাকুরগাঁও

ভ্রমন পিপাসু পর্যটকদের কাছে যেমন দার্জিলিং-এর চা আর কমলা বাগান আকর্সনীয় দর্শনীয় স্থান তেমনি হিমালয়ের পাদদেশের জেলা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মালঞ্চা গ্রামও পর্যটকদের কাছে দর্শনীয় স্থান হতে চলেছে। গত বছর থেকে ফেসবুকের বদৌলতে ভাইরাল হওয়া এই কমলা বাগান মুখরিত থাকে হাজার হাজার দর্শকের পদচারনায়। 

ঘটনার শুরু দশ বছর আগে, স্থানীয় বিএডিসি কর্মকর্তারা, তাদের কন্ট্রাক গ্রোয়ার্স আবু জাহিদ জুয়েলকে আম বাগানের সাথে মিশ্র ফল হিসেবে দার্জিলিং জাতের এই কমলার চারা রোপনের অনুরোধ করেন। সরকারী প্রকল্পের চারা নষ্ট না করে রোপনও করেন তিনি। ফলে দু'বছর পর থেকেই তিনি আম বিক্রির পর কমলাও বিক্রি করে আসছেন। কিন্তু গত দুই বছর আগে আম গাছ কেটে শুধু কমলা উৎপাদনে মনোযোগী হওয়ায় ফেসবুকের বদৌলতে ভাইরাল হয় বাগানটি। 

আর এখন যেন হাজার হাজার দর্শনার্থীর পদচারনায় মুখরিত জুয়েলের এই কমলা বাগান। প্রবেশের টিকেট, আগত যাবাহনের তদারকী, কমলা, চাসহ অন্যান্য পন্য সামগ্রী বিক্রি নিয়ে ব্যাস্ত সময় পার করছেন সফল এই কৃষি উদ্যোগতা। দার্জিলিং নয়, ভ্রমন পিপাসু মানুষের কাছে জেলার পীরগঞ্জের মালঞ্চা গ্রাম এখন ‘অরেঞ্জ ভ্যালী’। এখানে গাছে গাছে দার্জিলিং জাতের বড় বড় পাকা কমলা ঝুলছে থোকায় থোকায় । কমলার ভারে হেলে পড়েছে গাছের ডালপালা। সমতল ভুমিতে কমলা বাগানের এমন নয়নাভিরাম দৃশ্যের দেখা পেয়ে মুগ্ধ দর্শনার্থীরা। প্রতিদিন দূর-দূরান্ত থেকে পর্যটক আসছেন বাগানে। 

#অরেঞ্জ_ভালী_পীরগঞ্জ_ঠাকুরগাঁও #orange_vally #কমলা_বাগান #কমলা_চাষ #gardening #orange_garden #organicfarming #agriculture

প্রদীপ্ত কৃষি- কৃষি ও কৃষকের সেবায় নিয়োজিত। বিভিন্ন কৃষি তথ্য, কৃষি সমস্যা ও সমাধান পেতে প্রদীপ্ত কৃষি ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। লাইক,কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন প্লিজ।।

Комментарии

Информация по комментариям в разработке