বেরিং প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে যাচ্ছে | আদ্যোপান্ত | Why Is The Bering Strait Important

Описание к видео বেরিং প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে যাচ্ছে | আদ্যোপান্ত | Why Is The Bering Strait Important

সুয়েজ খাল ক্রমেই গুরুত্ব হারাচ্ছে, অন্যদিকে বেরিং প্রণালী দিন দিন বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট হয়ে উঠছে। কিন্তু কেন?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 :    / adyopanto  

২০১৭ সালে রাশিয়ার একটি তেলবাহী জাহাজ আইসব্রেকারের সাহায্য ছাড়াই আর্কটিক সাগর পাড়ি দিতে সক্ষম হয়েছিলো। তেলবাহী ওই জাহাজের এশিয়া থেকে ইউরোপে পৌছাতে সময় লেগেছিলো মাত্র ১৯ দিন। কিন্তু বর্তমানে প্রচলিত রুট ধরে চীন থেকে সুয়েজ খাল হয়ে ইউরোপের ব্যস্ততম বন্দর রটারডামে যেতে সময় লাগে অন্তত ৪৮ দিন। যে কারণে নর্দার্ন সি রুট নামে নতুন শিপিং হাইওয়ের ভবিষ্যত নিয়ে আশাবাদী হয়ে উঠেছে সবাই।

নর্দার্ন সি রুটকে কাজে লাগানোর জন্য ইতোমধ্যেই বিশল প্রকল্প হাতে নিয়েছে রাশিয়া। আমেরিকাও আলাস্কায় শুরু করেছে অবকাঠামো নির্মাণকাজ। ইউ এস কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে বেরিং প্রণালী দিয়ে নৌ চলাচল বেড়েছে ১১৮ শতাংশ। সুতরাং আগামী কয়েক দশকেই বেরিং প্রণালী যে ব্যস্ততম নৌবাণিজ্যের গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না।


💻 যুক্ত হোন:
ফেইসবুক:   / adyopanto  

💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com

📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]

Комментарии

Информация по комментариям в разработке