Booster 2 | Booster 2 Price | How to Use Booster 2 | Booster 2 Price in Bangladesh

Описание к видео Booster 2 | Booster 2 Price | How to Use Booster 2 | Booster 2 Price in Bangladesh

WhatsApp/imo 01894439731
প্রতি ফোটায় বাজিমাৎ করে দিতে পারে এমন একটি জৈব উপাদান রয়েছে যার নাম বুস্টার ২ (Booster-2) । বুস্টার-২ মূলত কাজ করে গাছের ফুল ও ফলের সফল পরাগায়নের। আমরা জানি গাছের ফুল ও ফলের সফল পরাগায়নের উপর নির্ভর করে তার ফলন কি পরিমাণ হবে। সফল পরাগায়ন ঘটাতে বুস্টার-২ এক জাদুকরি দ্রব্য যা ম্যাজিকের মতো কাজ করে থাকে।
ব্যাবহারবিধি
মরিচ, বেগুন, সিমসহ অন্যান্য সকল সবজিতে ১০ লিটার পানিতে ৫/৬ ফোটা মিশিয়ে প্রথম ফুল আসার পর থেকে ১০/১৫ দিন অন্তর প্রয়োগ করতে হবে
লেবু, মাল্টা, পেয়ারা, কমলা-এ জাতীয় গাছে ১০ লিটার পানিতে ১৫ ফোটা মিশিয়ে প্রথম ফুল আসার পর থেকে ২০/২৫ দিন অন্তর প্রয়োগ করতে হবে

কোন সময় প্রয়োগ করবেন ?
অবশ্যই মনে রাখবেন সকালে (ভোরে) অথবা বিকালে স্প্রের মাধ্যমে প্রয়োগ করতে হবে।

বুস্টার ২ (Booster-2) কি কি কাজ করে থাকে:
গাছে প্রচুর পরিমাণে ফুলের সংখ্যা বাড়িয়ে দেয়।
রেনু পরিপক্ব হতে সাহায্য করে।
পুরুষ ও স্ত্রী ফুলের গঠনগত ত্রুটি দুর করে।
সফল পরাগ মিলনে সাহায্য করে।
আশানুরুপ ফলন বাড়ায়।

মূল উপাদান:
মূলত উদ্ভিদ উৎসেচক ও অনুখাদ্যের সমাহারে তৈরি হয় বুস্টার ২ এবং এটি শতভাগ জৈব।

পরিমান: বিভিন্ন পরিমাণের হয়ে থাকে- (১) ১০ এমএল (২) ২৫ এমএল

বিশেষ সতর্কতা: মনে রাখবেন, কোনভাবেই অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা যাবেনা।

এছাড়াও কলতে পারেন-
Web: https://www.riteshopbd.com/
  / riteshopbd  

Комментарии

Информация по комментариям в разработке