যোগী হাফং অভিযান || Jogi Haphong Expedition || 4th highest peak in Bangladesh || Bandarban

Описание к видео যোগী হাফং অভিযান || Jogi Haphong Expedition || 4th highest peak in Bangladesh || Bandarban

ঠিক বান্দরবান-মিয়ানমার বর্ডার এ কংদুক বা যোগী হাফং (Jogihafong) এর অবস্থান। পাহাড় প্রেমীদের কাছে যোগী হাফং পরিচিত একটি নাম। যোগী হাফং বা কংদুক ৪র্থ সর্ব্বোচ্চ পাহাড়, এর উচ্চতা ৯৮৩ মিটার বা ৩২২২ ফুট।

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বেশ দুর্গম অঞ্চলে অবস্থিত মোদক রেঞ্জের অন্তর্ভুক্ত এই পাহাড়টি। বাংলাদেশের মধ্যে মোদক রেঞ্জের পাহাড়গুলোর উচ্চতাই সবচেয়ে বেশি। এই রেঞ্জের পাহাড় গুলো সমহিমায় দাঁড়িয়ে বাংলাদেশ হতে মায়ানমারকে পৃথক করেছে। চুড়া হিসেবে এর বিশেষ সুনাম থাকায় ট্রেকারদের কাছে বেশ জনপ্রিয় এই যোগি হাফং।

জিপিএস কোর্ডিনেট
21°42’13.0″N 92°36’5.38″E

যাওয়ার ট্রেইল
ঢাকা-বান্দরবান-থানচি-রেমাক্রি-দলিয়ানপাড়া/অতিরাং পাড়া-যোগী ট্রেইল।

সম্ভাব্য খরচ
৪/৫ জনের টিমের ক্ষেত্রে ৫-৬ হাজার টাকা জনপ্রতি (গাইড, খাওয়া, থাকা, সকল যাতায়াত, নাস্তা সহ) ঢাকা থেকে ঢাকা, সম্ভাব্য ৪ দিন।

সম্ভাব্য ট্যুর প্লান
০ তম দিন = ঢাকা-বান্দরবান
১ম দিন = বান্দরবান – থানচি (লোকালবাস) – রেমাক্রি (বোট) – দলিয়ানপাড়া/অতিরাংপাড়া(ট্রেকিং-৩ঘন্টা)
২য় দিন = দলিয়ানপাড়া/অতিরাংপাড়া(লোকাল গাইড নিয়ে) – যোগী হাফং চুড়া (৮/১০ ঘন্টা যাওয়া আসা)
৩য় দিন = দলিয়ানপাড়া – নাফাখুম ঝর্না – রেমাক্রী – থানচি – বান্দরবান।
৪র্থ দিন =ব্যাক টু ঢাকা

কিভাবে যাবেন
বান্দরবান থেকে বাসে বা চান্দের গাড়িতে থানচি যেতে হবে প্রথমে। থানচি থেকে নৌকায় রেমাক্রি বাজার, সেখান থেকে ৩ ঘন্টার পায়ে হাটা পথ দলিয়ান পাড়া/অতিরাংপাড়া। পাড়া থেকে লোকাল গাইড নিতে হবে, এক দিনেই যোগী হাফং পাহাড়ে উঠে ফিরে আসা যায়।

১ম জোতলাং অভিযান :
EP-01 :    • Видео  
EP-02 :    • জোত্লং অভিযানের দুঃসাহসিক গল্প | Zowt...  

আমাদের ২য় চ্যানেল লিংকঃ    / @আত্মারপ্রতিচ্ছবি  
আমাদের ফেইসবুক পেজঃ https://www.facebook.com/InsideBangla...
আমাদের ফেইসবুক গ্রুপঃ  / 265980008858578  

Комментарии

Информация по комментариям в разработке