১০০০ পিছে কেজি নতুন বছরের হাইব্রিড মাগুর মাছের পোনা৷ বিক্রি করা হচ্ছে কম দামে ফোন করুন

Описание к видео ১০০০ পিছে কেজি নতুন বছরের হাইব্রিড মাগুর মাছের পোনা৷ বিক্রি করা হচ্ছে কম দামে ফোন করুন

আমাদের ঠিকানা
গ্রাম :- ধলা
থানা :- ত্রিশাল
জেলা :- ময়মনসিংহ
অফিস কোড :- ২২২৩
ফোন নম্বর :- 01724833201
মাছ বিষয়ক যে কোনো তথ্য পরামশের জন্য যোগাযোগ করুন।

মাছ চাষ করতে চান সরাসরি নার্সারি থেকে মাছের পোনর দাম জানুন। হাইব্রিড মাগুর মাছ। দেশি শিং। চিতল মাছ। মনোসেক্স তেলাপিয়া মাছ সহ।

আপনাদের দোয়া ও ভালোবাসার আমাদের চ্যানেলটি পরিপুর্ণ হতে দয়া করে। আমাদের ইউটিউব youtube চ্যানেলটি তোমাদের ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করুন।

সকল প্রকারের মাছের পোনা পাওয়া যায় শাকিল মৎস্য হ্যাচারি এন্ড নার্সারি থেকে।

হাইব্রিড মাগুর মাছ চাষ।

আপনারা জানেন পুকুরে হাইব্রিড মাগুর মাছ চাষ একটি লাভজনক ব্যবসা। ভালো করে চাষ করতে পারলে অন্যান্য মাছের তুলনায়।হাইব্রিড মাগুর মাছ চাষে লাভ বেশি কৃএিম প্রজননের মাধ্যমে পুকুরে হাইব্রিড মাগুর মাছের পোনা উৎপাদন করা হচ্ছে। আর মৎস্য চাষিরা বেশ লাভবান হচ্ছে।তাই হাইব্রিড মাগুর মাছের পোনা বিক্রি করা হয়।

হাইব্রিড মাগুর মাছের পোনা সঠিক পদ্ধতিতে চাষ করুন।

প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা। শাকিল মৎস্য হ্যাচারি এন্ড নার্সারি। এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আপনারা জানেন পুকুরে হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করা একটি লাভজনক ব্যবসা। ভালো করে চাষ করতে পারলে ২ থেকে ৩ প্রতিটি মাছের ওজন দুই থেকে আড়াই কেজি হয়ে থাকে এবং তিন কেজি হয়ে থেকে।অন্যান্য মাছের তুলনায় হাইব্রিড মাগুর মাছ চাষে লাভ বেশি। হাইব্রিড বা বিদেশি মাগুর মাছের খাবার হচ্ছে গরুর বুড়ি মরা মুরগি পঁচা ভাত পচা রুটি ইত্যাদি। যত পচা খাবার খাওয়াতে পারবেন তত বড় হবে এই বিদেশি বা হাইব্রিড মাগুর মাছের পোনাটি অল্প সময়ে অনেকটাই বড় হয়ে যায় এটি বাজারে অনেক চাহিদা। হাইবিট মাগুর মাছ চাষ করে অল্প সময়ে লক্ষ লক্ষ টাকা আয় করুন।

মাগুর মাছ চাষ পদ্ধতি ।

পরিচিতি
মাছ চাষের ক্ষেত্রে হাইব্রিড মাগুর মাছের চাষ খুভয় গুরুত্বপূর্ণ।কেননা হাইবিট মাগুর মাছ একটি দামি মাছ হিসেবে পরিচিত হাইব্রিড মাগুর মাছ অধিক ঘনত্বের চাষ করা যায় এবং এই মাছের যথেষ্ট বাজারে চাহিদা রয়েছে।ছোট বড় যেকোনো ধরনের জলাশয়ে এই হাইব্রিড মাগুর মাছ চাষ করা যায়।হাইব্রিড মাগুর মাছ অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর দেখতে খুবই আকর্ষণীয় ও আকারে খুব বড় এবং দেখতে দৈহিক বৃদ্ধি কম হাইব্রিড পদ্ধতি হওয়ায় হাইব্রিড মাগুর মাছের চাষ পদ্ধতি। হাইব্রিড মাগুরের চাষ পদ্ধতি। বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট গবেষণার মাধ্যমে হাইব্রিড মাগুর জাতের স্ত্রী এবং আফ্রিকান জাতের পুরুষ মাগুর মাছ চাষ পদ্ধতি।

পুকুরের আয়তন কতটুকু হবে।

হাইব্রিড মাগুর মাছ চাষের জন্য সাধারণত ১০ - ৩৩ শতাংশ আয়তনের পুকুরের নির্বাচন করাই ভালো।

এই চ্যানেলটিতে সফল খামারীতে মাছের পোনা পাওয়া যায় বিভিন্ন ধরনের পোনা পাওয়া যায় যেমন মনো সেক্স তেলাপিয়া, চিতল, আইর,বোয়াল,বিভিন্ন ধরনের পোনা সংগ্রহ করতে পারবেন।বিভিন্ন মাছের পোনা অর্ডার নিয়ে থাকি। এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। তোরে তো জানতে চাইলে যোগাযোগ করুন।

Комментарии

Информация по комментариям в разработке