Jete Jete Keno Pore Badha (With lyrics) by Tapan Chowdhury l যেতে যেতে কেন পড়ে বাঁধা

Описание к видео Jete Jete Keno Pore Badha (With lyrics) by Tapan Chowdhury l যেতে যেতে কেন পড়ে বাঁধা

খুব সহজেই যা পাওয়া যায় , আমরা তার মূল্যায়ন করি না । অবহেলায় , অনাদরে , অযত্নে ফেলে রাখা কিছু যখন হারিয়ে যায় , তখন আফসোস করি। কখনো হয়তো বুঝতে অনেক বেশি দেরি হয়ে যায় যার ফলে অনুশোচনা তাড়া করে ফেরে আজীবন ।

গানটিতে জীবন-রথে ক্লান্ত এক পথিকের কিছু কষ্ট , কিছু স্মৃতি , কিছু অনুভূতির কথা বলা হয়েছে । আমি মনে করি , নিজের উপর বিশ্বাস রেখে ধৈর্য্য ধারণ করতে পারলে অনেক বাঁধা অতিক্রম করা যায় সহজেই । তাই হতাশ না হয়ে হাসিমুখে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারলে কাঙ্খিত কিছু অর্জন করা অসম্ভব নয় মোটেও।

--------- মাহ্জেবীন আহমেদ


ধরনঃ আধুনিক গান
গীতিকারঃ অজ্ঞাত
সুরকারঃ অজ্ঞাত
গেয়েছেনঃ তপন চৌধুরী

গানের কথা :

যেতে যেতে কেনো পড়ে বাঁধা
মন তো আর মানে না
মেঘ কেটে গেছে বহু দূরে
ঝড়তো তবুও থামে না
যেতে যেতে কেনো পড়ে বাঁধা
মন তো কিছু মানে না
মেঘ কেটে গেছে বহুদূরে
ঝড় তো তবুও থামে না
পথে বাঁধা আমার
পথে বাঁধা আমার ।।

দিন যায় রাত আসে
স্বপ্ন চোখে ভাসে
দিন যায় রাত আসে
স্বপ্ন চোখে ভাসে
আমি কী পাবো তাঁর ঠিকানা ।।

কতো স্মৃতি কতো আশা
এ আমার ভালোবাসা
কতো স্মৃতি কতো আশা
এ আমার ভালোবাসা
তুমি তো ভুলেও ফিরে এলে না ।।

যেতে যেতে কেনো পড়ে বাঁধা
মন তো আর মানে না
মেঘ কেটে গেছে বহুদূরে
ঝড় তো তবুও থামে না
যেতে যেতে কোনো পড়ে বাঁধা
মন তো আর মানে না
মেঘ কেটে গেছে বহুদূরে
ঝড় তো তবুও থামে না
পথে বাঁধা আমার
পথে বাঁধা আমার ।।

Комментарии

Информация по комментариям в разработке