রাজশাহীর তাহেরপুরের ইতিহাস
রাজশাহী শহর থেকে প্রায় ৪৮ কিলোমিটার পূর্ব-উওরে বারানই নদীর তীরে অবস্থিত ইতিহাস ঐতিহের সাক্ষী তাহেরপুর।বাগমারা থানার অন্তর্গত বর্তমানে তাহেরপুর একটি প্রথম শ্রেণির পৌরসভা। এখানে নয়টি ওয়ার্ড রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রায় ২২ টি। মসজিদ রয়েছে ৩৮ এবং মন্দির রয়েছে ১১ টি। তাহেরপুরের হাট একটি ঐতিহ্যবাহী হাট হিসেবে বহুকাল কালে থেকে পরিচালিত হয়ে আসছে। এখানে প্রতি শুক্র ও সোমবার হাট বসে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই হাটে মানুষ আসে। পিয়াজ,পাট, পান সহ নানা পণ্যের জন্য তাহেপুরের হাটটি বেশ পরিচিত। বারনই নদীর তীর ঘেষে গড়ে উঠা এই তাহেরপুর আজ অনেক উন্নত। এছাড়া উন্নয়নের অনেক কাজও বর্তমানে চলমান রয়েছে।
বাগমারার প্রাচীন জায়গা হিসেবে তাহেরপুর দেশ ও বিদেশে পরিচিতি লাভ করেছে অনেক আগ থেকেই। জানা যায় বাংলার বার ভূইয়ার অন্যতম তাহের ভূইয়া সদলবলে তাহেরপুর আসেন এবং তাঁর নামানুসারে ‘‘তাহেরপুর’’ নামকরণ হয়। তাহের ভূইয়া ইংরেজ শাসকদের খাজনা দিতে অস্বীকৃতি জানালে ইংরেজরা তাহের ভূইয়াকে যুদ্ধের মাধ্যমে পরাজিত করে রাজা কংস নারায়ন কে খাজনার বিনিময়ে তাহেরপুরের রাজত্ব প্রদান করেন। ১৪৮০/৮২ সালের দিকে রাজা কংস নারায়ন উপমহাদেশে আনুষ্ঠানিকভাবে প্রথম শারদীয় দূর্গোৎসব পালন করেন।
ওই দুর্গোৎসবে তিনি ব্যয় করেছিলেন প্রায় নয় লাখ টাকা।.....
বাংলাদেশের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী জেলা রাজশাহী, প্রাচীন ইতিহাসের অসংখ্য নিদর্শনে সমৃদ্ধ। বৃটিশ আমলে এই জেলা সৃষ্টি হলেও এর প্রাচীন ইতিহাস নিয়ে কোনো দ্বিমত নেই। নানা স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্নপীঠের কথা এবং বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত শিলালিপি, তাম্রলিপি, পট্রোলি, মুদ্রা, ভাস্কর্য, মৃৎপাত্র এবং বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা স্থাপনার ধ্বংসাবশেষ তার প্রমাণ করে।
রাজশাহী জেলায় লোকায়ত শিল্পের অন্তর্ভুক্ত জমিদার বাড়ি বা রাজবাড়ি ছিলো মোট ১৭টি। এ জেলার জমিদারিসমূহের মধ্যে তাহেরপুর রাজবংশ সবচেয়ে প্রাচীন।
এখন রাজা নেই, নেই রাজার পাইক-পেয়াদা বা সৈন্য সামন্ত। তবুও প্রায় ধ্বংসপ্রাপ্ত স্থাপনাগুলো আজো রাজার আড়ম্বরপূর্ণ রাজত্বের সাক্ষী দিচ্ছে। পঞ্চদশ শতাব্দীর গোড়ার দিকে তাহির খানকে উৎখাত করে জনৈক বারেন্দ্র ব্রাহ্মণ কামদেবভট্ট জমিদারি প্রতিষ্ঠা করেন। এরপর থেকে বংশানুক্রমিক ধারায় জমিদারি চলতে থাকে।
১৬৩৯ সালের দিকে তৎকালীন কামদেবভট্টের বংশের জমিদার সূর্য নারায়ণের সঙ্গে বাংলার সুবাদার শাহ্ সুজার সংঘাত হয়। অনেক হতাহতের পর সম্রাট আওরঙ্গজেব সূর্য নারায়ণের পুত্র লক্ষ্মী নারায়ণের কাছে সমস্ত ঘটনা শুনে তাহেরপুর জমিদারি ফিরিয়ে দেন এবং রাজা উপাধি প্রদান করেন।
রাজা শশি শেখরেশ্বরের মৃত্যুর পর জ্যেষ্ঠ পুত্র শিব শেখরেশ্বর তাহেরপুরের জমিদারি লাভ করেন। ওই অঞ্চলে প্রজা বিদ্রোহ শুরু হলে তিনি জমিদারি ছেড়ে দিতে বাধ্য হন এবং শশি শেখরেশ্বর দ্বিতীয় পুত্র শান্তি শেখরেশ্বরের ওপর জমিদারির ভার অর্পিত হয়। তিনি প্রজা বিদ্রোহ ঠেকাতে না পেরে ১৯৩০ সালে রাজ কর্মচারীদের ওপর জমিদারি পরিচালনার ভার ছেড়ে দেন এবং এ রাজপরিবার স্থায়ীভাবে দেশত্যাগ করে কলকাতা চলে যায়। ১৯৫০ সালে এ জমিদারির বিলুপ্তি ঘটে।
১৯৬৭ সালে এই রাজবাড়িতে তাহেরপুর কলেজ স্থাপিত হলে প্রসাদটি কলেজ ভবন হিসেবে ব্যবহার শুরু হয়। প্রাসাদের উত্তরের প্রাচীরের পরেই রয়েছে মন্দির প্রাঙ্গণ। এ প্রাচীরের মধ্যস্থলের একটি তোরণ দিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করা যেত। অঙ্গনের উত্তর ভিটায় গোবিন্দ মন্দির ও পূর্ব ভিটায় একটি ভগ্ন মন্দির এবং এই মন্দির দুটির বাইরে উত্তর-পূর্ব কোণে শিখর বিশিষ্ট একটি অষ্টকোণাকৃতির শিবমন্দির ছিল আগে থেকে।সেই সময় থেকেই ঐতিহ্যবাহী এ মন্দিরগুলোর কদর রয়ে গেছে।
জানা গেছে, রাজা কংসনারায়ণের বংশধরদের রাজত্ব ছিলো এটা। পরবর্তী সময়ে রাজারা এখানে ঠিকমতো আসতেন না। বছরান্তে দুর্গাপুজার সময় আসতেন। এ সময়ই সারা বছরের হিসাব নিকাশ করে কর্মচারীদের বেতনাদি পরিশোধ করে উদ্বৃত্ত অর্থ নিয়ে চলে যেতেন। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর ১৯৬৭ সালে জমিদার বাড়ির মূল প্রাসাদসহ জমিদারির কিছু জায়গা নিয়ে কলেজ স্থাপন করা হয়।
কালের বিবর্তনে তাহেরপুর আজ অনেক উন্নত, উন্নয়ের দিকে গর্বের সঙ্গে এগিয়ে চলেছে প্রাচীন এই স্থানটি।
আজ তাহলে এই পর্যন্তই থাকছে, আগামী পর্বে রাজশাহীর প্রাচীন অন্য কোন স্থান, স্থাপনা, ইতিহাস ঐতিহ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো আশা করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন।
রাজশাহীর তাহেরপুরের ইতিহাস, তাহেরপুর রাজবাড়ী, Taherpur rajbari, best durga puja in tahirpur, durga puja taherpur, Rajshahi news, অচিন গাছ, প্রথম দূর্গাপূজা, রাজশাহী তাহেরপুর, কংশ নারায়ন, অচিন বৃক্ষ, দুর্গা পুজা, বাগমারা, তাহেরপুর পৌরসভা, taherpur, ১০০ বছর আগে কেমন ছিল তাহেরপুর, তাহেরপুর পৌরসভা, পিয়াজ, তাহেরপুরের ঐতিহ্য, রাজশাহীর দর্শনীয় স্থান তাহেরপুর, it's your idea, rajshahi 365, our rajshahi, history of Tahirpur যে গাছের নাম আজও কেউ জানেনা,
Информация по комментариям в разработке