মান্ডি ভ্রমণ বৃত্তান্ত | হিমাচল | Mandi Travel Guide | Mandi vlog | Kullu | Manali | Himachal

Описание к видео মান্ডি ভ্রমণ বৃত্তান্ত | হিমাচল | Mandi Travel Guide | Mandi vlog | Kullu | Manali | Himachal

মানালি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেও শেষমেষ আমরা মানালিতে পৌঁছাতে পারিনি। রাস্তায় পাথর ধসের কারনে বাসগুলো সব আটকে পড়েছিল। তখন আমরা ছোট বাসে করে মান্ডি জেলায় এসে অবস্থান করি। মান্ডি জেলা খুব সুন্দর ছিমছাম সাজানো গোছানো একটি শহর। এর আগে হিমাচল প্রদেশে মান্ডি শহরের কথা না শুনলেও,এই শহরে এসে বেশ ভালই লাগছিল। মান্ডি শহরে থেকে আমরা অপেক্ষা করছিলাম কখন রাস্তা থেকে পাথরগুলো সরাবে আর আমরা পুনরায় মানালি যাওয়ার উদ্দেশ্যে রওনা হব।

তবে সেটা আর হয়নি আমরা মান্ডি থেকে আবার দিল্লিতে চলে যায়। কারণ মানালির রাস্তা ঠিক হতে কতদিন সময় লাগবে সেটা কারোরই জানা ছিল না। আমরা যেই বাসে করে দিল্লি থেকে এসেছিলাম সেই বাসে করে আবার মান্ডি থেকে দিল্লিতে ফেরত চলে গিয়েছি।

ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।

ধন্যবাদ সকলকে।

#mandi #himachal #himachalpradesh #offbeatdestination

Комментарии

Информация по комментариям в разработке