ভার্সিটিতে রেগিং বন্ধ হোক | Akib Ahmed | Akib Islamic TV

Описание к видео ভার্সিটিতে রেগিং বন্ধ হোক | Akib Ahmed | Akib Islamic TV

অভিভাবক দের দৃষ্টি আকর্ষণ করছি -
খোজ নেন আপনার ছেলে মেয়ের স্কুল বা কলেজে কেউ কোনো ভাবে তাকে মানসিক ভাবে টর্চার করছে কিনা। তাকে দূর্বল পেয়ে খোঁচা দিয়ে ঠেস মেরে কথা বলছে কিনা, তাকে তার আর্থিক আর শারীরিক দূর্বলতার জন্য মানসিক ভাবে আঘাত করছে কিনা, অনেক ক্ষেত্রে পোলাপান আজকাল মেয়ে নিয়ে বা ছোটো খাটো বেপার নিয়ে ঝামেলা করে, এক্ষেত্রে যে দূর্বল তাকে অনেক কিছু সহ্য করতে হয়। কতটা মানসিক চাপ সৃষ্টি হয় তা বোঝানো সম্ভব না। কারন আপনার কাছে বেপার টা হাল্কা, আপনার মেন্টালিটি আর স্কুল পড়ুয়া ছেলে মেয়ের মেন্টালিটি এক নয়। রাস্তা ঘাটে অনেক ক্ষেত্রে মজা করে অপমান করে যা আসলে মজা না অপমান টা ঠিকই করে কিন্তু কেউ জানলে যেন বলতে পারে, তাই মজার ছলে করা হয়েছে। সব অপমান সব মেন্টালিটির মানুষ সহ্য করতে পারে না। এইতো গেল মানসিক টর্চার। কিন্তু ব্যাপারটা কতটুকু পর্যন্ত সীমাবদ্ধ নেই এখন, সেটা শারীরিক নির্যাতন পর্যন্ত গিয়ে ঠেকেছ। ভিডিওতে বিদ্যমান।
আমি বলতেছি কারন, এমন অনেক পরিস্থিতি আমি ফেইস করছি স্কুল লাইফে, যার মানসিক প্রভাব আমার এখনো কাটেনি। স্কুলে কলেজে কিছু জা*নো য়ার থাকে, তাদের পরিবার তাদের কিছু শিক্ষা দেয় না। বরং অন্যায় করলে সাপোর্ট করে, কারন তাদের পারিবারিক একটা পাওয়ার আছে, সব সামলে নিতে পারবে টাকা দিয়ে বা জনবল দিয়ে। মারামারি, গালাগালি, অপমান, এসব কোনো নরমাল বেপার না। স্কুলে যার যার সাথেই পড়ালেখা করা হয়, কিন্তু সবাই বন্ধু হয় না।
দয়া করে খোজ নেন.... মজা এক জিনিস আর রেগিং অন্য জিনিস।

বর্তমানে রেগিং সামাজিক ব্যাধিতে পরিণত হয়ে গেছে সব প্রতিষ্ঠানেই,,হোক পাবলিক, প্রাইভেট, জাতীয়। একটা লেইম যুক্তি -যে তুমি এসব চড় থাপ্পড় সহ্য করে হজম করে নিয়েছো , পরবর্তীতে যারা নতুন আসবে তাঁদের তুমি হজম করাবে।
একটা নতুন পরিবেশে মানুষ কে মানসিক ভাবে বিপর্যস্ত করা, অসহায় বানিয়ে দেয়া। আসলেই এই বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। আপনি কি মনে করেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত?


#রেগিং #stop_raining
ভার্সিটিতে রেগিং বন্ধ হোক | Akib Ahmed | Akib Islamic TV

business inquiries:
[email protected]

Instagram -   / akib_ahemed  
Facebook Page-   / stuntakibahemed  
Facebook-   / stunt.riderakib  

Комментарии

Информация по комментариям в разработке