বিক্রমপুর বিহার | প্রাচীন বৌদ্ধ বিহার | Bikrampur Bihar | Ancient Buddhist Monastery

Описание к видео বিক্রমপুর বিহার | প্রাচীন বৌদ্ধ বিহার | Bikrampur Bihar | Ancient Buddhist Monastery

অন্বেষা
Anwesha
বিক্রমপুর বিহার
Bikrampur Bihar

প্রাচীন বৌদ্ধ বিহার
Ancient Buddhist monastery

পাল বংশের মহারাজ ধর্মপালের শাসনামলে আনুমানিক ৮২০ খ্রিস্টাব্দে নির্মিত হয় ৩০ টি বৌদ্ধ বিহার, তার মধ্যে বিক্রমপুর বৌদ্ধ বিহার অন্যতম। ঐতিহাসিকভাবে এই স্থানটি অতীশ দীপঙ্করের সাথে সম্পর্কিত। তিনি তিব্বতীয় বৌদ্ধ ধর্মের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যাক্তিত্ব। অতীশ দীপঙ্করের জীবদ্দশায় এই স্থানটি ছিল বৌদ্ধ ধর্মশিক্ষার কেন্দ্রবিন্দু। এখানে চীন, তিব্বত, নেপাল ও থাইল্যান্ডের মত দূরবর্তী অঞ্চল থেকে প্রায় ৮০০০ অধ্যয়নকারী ও অধ্যাপক অধ্যায়ন করতে আসতেন।
অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ যৌথভাবে এই নিদর্শনটি আবিষ্কারের ঘোষনা দেয়। বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয় এই প্রত্নতাত্ত্বিক খননের জন্য অর্থের যোগান দেয়। ২৩ মার্চ ২০১৩ তারিখে ১০০০ বছরের বেশি পুরানো এই বৌদ্ধ বিহারটি আবিষ্কারের ঘোষণা দেয়া হয়। এখান থেকে প্রায় ১০০ এর অধিক মূল্যবান মূর্তি ও ভাস্কর্য সংরক্ষণ করা হয়েছে। এ বৌদ্ধ বিহারের আয়তন এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। বিশিষ্ট জনদের ধারণা আরো ব্যাপক ভাবে খনন ও অনুসন্ধান প্রয়োজন।

সূত্রঃ
উইকিপিডিয়া

Комментарии

Информация по комментариям в разработке