২০০ নম্বরে ২০০ নম্বর কিভাবে পেলো ? কোরিয়ান UBT পরীক্ষা। - Jahir Ekush

Описание к видео ২০০ নম্বরে ২০০ নম্বর কিভাবে পেলো ? কোরিয়ান UBT পরীক্ষা। - Jahir Ekush

জহির স্যার: 01711791905/01711791908
আলহামদুলিল্লাহ!!! ২০০ তে ২০০ পেয়েছেন। মাত্র ২ মাসে। শুনুন, তার মুখ থেকে।
🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
কোরিয়ান ভাষা UBT পরিক্ষায় আমাদের একুশ- এর ছাত্রী আয়েশা (নতুন শিক্ষার্থী) ২০০ তে ২০০ পেয়েছেন। যা বাংলাদেশের রেকর্ড।
🎯 🎯🎯বিশেষ দ্রষ্টব্য: চূড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়ার পর তার রেজাল্ট সিটটি সংযুক্ত করে দিলাম।
♦️♦️♦️♦♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
সত্যিকার অর্থে দুই মাসে ২০০ মার্ক পাওয়াটা অনেক কঠিন ও ভাগ্যের ব্যাপার। কারণ ১০ থেকে ১২ বছর পড়াশোনা করেও ২০০ মার্ক পাবে, এমন কোন নিশ্চয়তা নাই। যদিও আয়েশা বেশ মেধাবী এবং ভাগ্যবতী। তিনি একুশ- এর শব্দার্থ বইটা পুরো মুখস্থ করেছিল। তারপরও আমি বলব এ ক্ষেত্রে কঠোর পরিশ্রম ও ভাগ্য দুটোই কাজ করেছে।
♦️♦️♦️♦♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
একুশ- এর পক্ষ থেকে ৫০০০/- টাকা ও ফুলের তোরা উপহার দিয়েছি।
♦️♦️♦️♦♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
#কোরিয়ান_ভাষা_শিক্ষা_কোর্সে_ভর্তি_চলছে !
.
#কোরিয়ান_ভাষা_কেনো_শিখবেন ?
🟥কোরিয়াতে সরকারিভাবে যাওয়া যায়।
🟥স্টুডেন্ট ভিসায় কোরিয়াতে গিয়ে উচ্চ শিক্ষা, চাকরি ও স্থায়ী বসবাস করা যায়।
🟥বাংলাদেশে অসংখ্য বিদেশি কোম্পানীতে চাকুরি পাওয়া যায়।
🟥দোভাষী ও ট্যুরিস্ট গাইড হিসেবে ক্যারিয়ার গঠন করা যায়।
🟥বাংলাদেশে সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা যায়।
🟥দেশে বা বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে অনুবাদক হিসেবে কাজ করা যায়।
.
একুশ ল্যাংগুয়েজ একাডেমি।
ঠিকানা: ২৭/১ (৪র্থ তলা), ইন্দিরা রোড, ফার্মগেট, ঢাকা।
-------------------------
(সহজ ঠিকানা: ফার্মগেট মেট্রোরেলের ২ নম্বর সিঁড়ির কাছাকাছি, রুপালী ব্যাংকের পাশের বিল্ডিং) কল করুন: 01711791905
কল করুন: 01711791908

Комментарии

Информация по комментариям в разработке