আধুনিক পদ্ধতিতে বেগুন চাষের চাহিদা বাড়ছে Brinjal Cultivation in modern methods is increasing

Описание к видео আধুনিক পদ্ধতিতে বেগুন চাষের চাহিদা বাড়ছে Brinjal Cultivation in modern methods is increasing

হাইব্রিড বেগুন- গ্রীন বল (Green Ball) বৈশিষ্ট্য

গ্রীন বল বপন সময়কালঃ সারা বছর চাষ করা যায়।

৬০ থেকে ৭০ দিনে গ্রীন বল জাতের বেগুন সংগ্রহ করা যায়।

প্রতিটি গিঁটে থোকায় থোকায় ফল ধরে গ্রীন বল জাতটিতে।

উজ্জ্বল সবুজ রঙের গ্রীন বল জাতটি তুলসি বা ঝিমিয়ে পড়া রোগ (ব্যাক্টেরিয়াল উইল্ট) সহনশীল।

ডিম্বাকৃতির প্রতিটি ফলের ওজন ২০০ থেকে ২৫০ গ্রাম

প্রতি গাছে ফলন প্রায় ৮ থেকে ১০ কেজি হয়ে থাকে।

গ্রীন বল জাতের বেগুনের ক্ষেত্রে সারি থেকে সারি এবং চারা থেকে চারা ৩ ফুট দূরত্ব বজায় রেখে রোপন করলে উপরে উল্লেখিত ফলনের চেয়েও বেশি ফলন পাওয়া যায়।

Комментарии

Информация по комментариям в разработке