পান খাওয়ার উপকারিতা ও অপকারিতা Advantages and disadvantages of pan

Описание к видео পান খাওয়ার উপকারিতা ও অপকারিতা Advantages and disadvantages of pan

পান খাওয়ার উপকারিতা ও অপকারিতা Advantages and disadvantages of pan
১) পান হজম শক্তি বাড়ায়
২) পান খেলে পেট পরিষ্কার হয়।
৩) রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পান সাহায্য করে।
৪) পানের সাথে গোলমরিচ, লবঙ্গ মিশিয়ে খেলে কাশি কমে যায়।
৫) গলার সমস্যায় পান খুব উপকারী। আওয়াজ পরিস্কার করতে পান সাহায্য করে।
৬) মুখে ঘা হলে পানের মধ্যে কর্পুর দিয়ে চিবিয়ে খেয়ে বার বার পিক ফেললে সুফল পাওয়া যায়।
৭ ) সর্দি কাশি হলে পানের রসের সাথে মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
৮) পান খাওয়ার ফলে মুখে যে লালার সৃষ্টি হয় তা হজম শক্তি বৃদ্ধি করে।
৯) পান খেলে মুখের স্বাদ ফিরে আসে।
১০) হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে পান।


পানের বেশ কিছু অপকারিতাও রয়েছে। পান খাওয়ার সময় এসব বিষয় ও খেয়ালে রাখতে হবে-
এবার আসুন আমরা জানবো পানের অপকারিতা সম্পর্কে.........

অপকারিতা সমূহ
১) পানের সঙ্গে বেশি খয়ের খেলে ফুসফুসে ইনফেকশন হয়।
২) যাদের জ্বর এবং দাঁতের সমস্যা রয়েছে তাদের পান খাওয়া বন্ধ করে দেওয়া উচিত।
৩) পানের সঙ্গে জর্দা মিশিয়ে খেলে পানের সব গুণ নষ্ট হয়ে যায়।
৪) পানে বেশিমাত্রায় চুন খেলে দাঁতের ক্ষতি হয়।
৫) খাওয়ার পরে পান খাওয়া উচিত। খালি পেটে পান খাওয়া উচিত নয়।
৬) বেশি পান খেলে মুখ ও চোখের রোগ হতে পারে। পানের সঙ্গে বেশি সুপারি খাবেন না।

Комментарии

Информация по комментариям в разработке