বাসার বারান্দায় ঘুঘু ও বাজরিগার পাখির খামার।dove bird। bazrigar bird farming।
ঘুঘু পাখী : ঘুঘু মুলত পায়রা জাতের পাখী। এদের বাগানে, মাঠে ,ঘাটে সর্বত্র দেখা যায়। ঘুঘুর বৈজ্ঞানিক নাম– Streptopelia chinensis । ঘুঘু ও কবুতর কলম্বিডি পরিবারের অন্তরভুক্ত। এই শ্রেণীতে পাখি আছে ৩১০ প্রজাতির। পৃথিবীতে শুধু ঘুঘুর প্রজাতি রয়েছে প্রায় ৩৬টি। তার মধ্যে বাংলাদেশে পাওয়া যায় ৬টি প্রজাতির।সাধারণত আমাদের দেশে যেটি দেখা যায় সেটি তিলাঘুঘু। এদের পালকের রং বুকের নিচে ধূসর, পিঠ বাদামি, গলায় কালোর মধ্যে সাদা ফোঁটা ফোঁটা। ঠোট বাদামী কালো। লম্বায় সাধারণত ঘুঘুর আকার ২৮ থেকে ৩০ সেন্টিমিটার হয়ে থাকে ।এদের লেজ বেশ লম্বা।তেমনি বিদেশি জাতের একটি ঘুুঘুর নাম "গ্রে ডায়মন্ড ডাভ’। এরা ছোট আকারের অস্ট্রেলিয়ান ঘুঘু। ওজন ২৩ থেকে ৩২ গ্রাম হয়। লম্বায় ১৯৩ থেকে ২১৩ মিলিমিটার পর্যন্ত হয়। শিশু অবস্থায় এদের গায়ের রং থাকে ধূসর। পূর্ণ বয়স্ক হলে ডানার রং সাদায় পরিবর্তিত হয়। চোখ জুড়ে কমলা রংয়ের বৃত্ত তৈরি হয়।একটি পূর্ণ বয়স্ক ঘুঘু যখন ডিম উৎপাদনে উপযোগী হয় তখন চোখের বৃত্ত ছোট হয়। ধূসর বর্ণের পুরুষ ঘুঘুর চোখের বৃত্তের রং হয় কমলা অথবা লাল। পরিধি ২-৩ মিলিমিটার পর্যন্ত। স্ত্রী ঘুঘুর রং বাদামি ধূসর রংয়ের, চোখের বৃত্ত ১ মিলিমিটার পর্যন্ত পুরু হয়। এই ঘুঘু সাধারণত ১০ থেকে ১৪ বছর পর্যন্ত বাঁচে। অনেক ক্ষেত্রে ২১ বছর পর্যন্তও টিকে থাকে। ৬ মাস বয়স হলেই ডিম পাড়া শুরু করে। কখনও কখনও এর ব্যতিক্রম হয়ে ৮ মাস লেগে যায়।শষ্য দানা এদের পছন্দের খাবার। এছাড়া এরা নানা রকম ফল, বীজ ও গাছের কচিকুঁড়ি পিঁপড়া ও কীট-পতঙ্গও খেয়ে থাকে।ঘুঘু বাসা করে সাধারণত নিচু ঝোপঝাড়ে । গ্রীষ্মে দুজনে মিলে ঝোপঝাড়ে বাসা বাঁধে। ঘুঘু প্রতিবার এক জোড়া করে বছরে তিনবার ডিম দেয়।ঘুঘুর ডিম লম্বায় ২.৬ সেঃ মিঃ ও প্রস্থে ১.৫ সেঃ মিঃ হয়ে থাকে। পুরুষ ও স্ত্রী ঘুঘু দুজন মিলেই পালাক্রমে ডিমে তা দিয়ে থাকে। এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত এদের প্রজননের উপযুক্ত সময়। ঘুঘু পাখির ডিম থেকে বাচ্চা ফুটতে সময় লাগে ১৩ থেকে ১৪ দিন। বাচ্চা ফুটলে প্রথম দুই-তিন দিন মা ও বাবা ঘুঘুর মুখ থেকে একরকম লালা নিঃসরণ হয়। এটাই ছানার আদর্শ খাদ্য। কবুতরের ক্ষেত্রেও এমনটা হয়ে থাকে, একে বলে ‘পিজিয়ন মিল্ক’।
বাজরিগার পাখি : (Melopsittacus undulatus) সাধারন প্যারাকিট গোত্রের পাখি।এদের Love Bird ভাবলেও এরা লাভ বার্ড নয়। এদের আকৃতি ছোট, লম্বা লেজ বিশিষ্ট, দানাদার খাদ্য গ্রহণকারী টিয়া জাতীয় পাখি। এরা মূলত অস্ট্রেলিয়ার পাখি হলেও এখন গোটা বিশ্বে খাঁচায় পালিত হচ্ছে। ১৮০৫ সালে পাখি টি প্রথম সনাক্ত করা হয় এবং এই পাখিটি বিশ্বে ৩য় পোষা প্রাণি হিসেবে স্বীকৃত। গঠন: বাজেরিগার পাখি বিভিন্ন রং এর হয়।এরা লম্বায় ৭ ইঞ্চি, গড় ওজন ৩০-৪০ গ্রাম এবং লেজ প্রায় ১০ সে. মি. লম্বা হয়ে থাকে।বাসস্থান: বাজেরিগার পাখি বন্য পরিবেশে মূলত গাছের ডালে ঘর করতে পছন্দ করে। কিন্তু পোষা পাখি হিসেবে এর জন্য ভাল পরিবেশ দরকার। খাঁচার আকৃতি ২৪*২৪*১৮ ইঞ্চি হতে হবে। ভেতরে একটি খাদ্য পাত্র ও একটি পানির পাত্র দিতে হবে। ডিম পাড়ার জন্য ও বাচ্চা ফুটানোর জন্য মাটির হাঁড়ি প্রদান করতে হবে। ডিম পাড়ার অাগে হাড়িতে ধানের কুড়া বা ভূষি বা তুষ দিতে হয়।budgerigar-4বাজরীগার (Budgerigar) খাঁচা ও উপযুক্ত পরিবেশঃপাখি সংগ্রহ করার পূর্বে যে ৩ টি বিষয় খেয়াল করতে হবে,(১) সঠিক মাপের খাঁচা সংগ্রহ করা।(২) যে স্থানে খাঁচা রাখা হবে সেই জায়গার পুরো নিরাপত্তা।(৩) স্বাস্থ্যকর খাদ্য ও উপকরন সরবরাহ নিশ্চিত করা।এবং পর্যাপ্ত পরিমানে আলো-বাতাসের বাবস্থা থাকতে হবে। অন্যথায় বড় টিউব লাইট বা এনার্জি সেভিংস লাম্প এর বাবস্থা করতে হবে পর্যাপ্ত পরিমানে আলো সরবরাহ করার জন্য। এই আলো অনধিক রাত ৮ টা পর্যন্ত জ্বালিয়া রাখা যাবে। ব্রিডিং সিজনে পাখি ঘরের তাপমাত্রা ২০-২৪ ডিগ্রী সেলসিয়াস সবচেয়ে ভালো। টিক এই ভাবে গরমে কম স্পীডে বাতাসের বাবস্থা থাকতে হবে। পাখি ঘরের এক দিক দিয়ে বাতাস ঢুকে যেন অন্য দিক দিয়ে বের হয়ে যায়। যদি তেমন না থাকে তাহলে ভেন্টিলেশন ফ্যান লাগিয়ে রাখতে হবে ও লক্ষও রাখতে হবে পাখি ঘরের তাপমাত্রা ৩০-৩২ ডিগ্রী সেলসিয়াস এর উপরে না হয়।
**************************
Video Making & Direction:
Anisur Rahman (Aryan)
**************************
বাসার বারান্দায় ঘুঘু ও বাজরিগার পাখির খামার
বাজরিগার পাখি পালন
ঘুঘু পাখির খামার
Different Touch 360.
**************************
#dovebirdfarming #বাজরিগারপাখিরখামার #DifferentTouch360
If You Like Our Videos, Please Like »» Comment »» Share And Subscribe Our official Channel "Different Touch 360."
************************
🎯Follow us on Social Media:
👉Facebook: https://bit.ly/3ajm29g
👉Facebook Page: https://bit.ly/3ae6aVq
👉Twitter: https://bit.ly/3cxRXV0
👉Instagram: https://bit.ly/2zdtea1
👉Ask Me Any Question--
*************************
Please SUBSCRIBE to - Different Touch 360
Plz Subscribe Now, Like, Comments & Share this video.
************************
Related Tags:
বাসার বারান্দায় ঘুঘু ও বাজরিগার পাখির খামার, dove bird farming, bazrigar bird farming, বাজরিগার পাখি পালন, Baazigar bird Farm, Bangladesh bird farm, আমার শখের অস্ট্রেলিয়ান ঘুঘুর খামার, অস্ট্রেলিয়ান ঘুঘুর, ঘুঘুর খামার, অস্ট্রেলিয়ান ঘুঘুর খামার, ঘুঘু পালন, dove farming, অস্ট্রেলিয়ান ঘুঘু, ঘুঘু পাখির খামার, বাজরিগার পাখি, diamond dove, ঘুঘু পাখি, baazigar bird, Enjoying With Exotic Birds, budgerigar bird, baazigar bird farm, baazigar bird, baazigar bird farm, বাজরিগার পাখির, পাখির খামার, different touch 360.
~THANK YOU ALL~
Информация по комментариям в разработке