'গৃহদাহ' (এ্যানিমেশনের দ্বারা বর্ণিত) Grihadaha by Sarat Chandra

Описание к видео 'গৃহদাহ' (এ্যানিমেশনের দ্বারা বর্ণিত) Grihadaha by Sarat Chandra

এই ভিডিওটিতে #গৃহদাহ উপন্যাসটিকে এ্যানিমেশন মাধ্যমে তুলে ধরা হয়েছে। যেখানে রয়েছে উপন্যাসটির প্রেক্ষাপট, চরিত্র ও মূল কাহিনী।

বাংলা কথাসাহিত্যে অমর কথাশিল্পী #শরৎচন্দ্র_চট্টোপাধ্যায় (১৮৭৬-১৯৩৮)।
'অপরাজেয় কথাশিল্পী' নামে খ্যাত শরৎচন্দ্র তার লেখনিতে বাংলাদেশের নিতান্ত সাধারণ নর-নারীর মলিন ও তুচ্ছ জীবনকেই উপাদান হিসেবে গ্রহণ করেছিলেন।

দরিদ্র ও ছন্নছাড়া জীবনের অভিজ্ঞতাকে পুঁজি করে তিনি সৃষ্টি করেছিলেন নতুন আঙ্গিকের সাহিত্যরস ও শিল্পাদর্শ। তার সেই বিচিত্র অভিজ্ঞতালোকে যে রস সাহিত্য সৃষ্টি হয়েছিল তা আজও পাঠকের হৃদয়তন্ত্রী ধরে টানে।

নিজের রচনা সম্পর্কে শরৎচন্দ্রের অভিমত, ‘নিজের জীবনটাকে নীরবে দগ্ধ করে যে অভিজ্ঞতা বাস্তব থেকে আহার করেছে, এখন মনে হয় আমার সাহিত্যেও সেটাই ফুটে উঠেছে বারংবার।"

ড. শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বাস্তবতা নির্ভর জীবন-রহস্য বিশ্লেষণে ও জীবন্ত চরিত্র সৃষ্টিতে শরৎচন্দ্রের কৃতিত্ব বঙ্কিমের চাইতেও বেশি।’


বড়দিদি (১৯১৩), পরিণীতা (১৯১৪), পল্লীসমাজ (১৯১৬), দেবদাস (১৯১৭), চরিত্রহীন (১৯১৭), শ্রীকান্ত (চারখণ্ডে ১৯১৭-১৯৩৩), দত্তা (১৯১৮), গৃহদাহ (১৯২০), পথের দাবী (১৯২৬), শেষ প্রশ্ন (১৯৩১) ইত্যাদি শরৎ চন্দ্র রচিত বিখ্যাত উপন্যাস। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে 'ডিলিট' উপাধি পান ১৯৩৬ খ্রিষ্টাব্দে।



---------------------------------------------------------------------

শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস #গৃহদাহ (১৯২০)।
উপন্যাসে সুরেশ ও মহিম দুজন পরম বন্ধু।সুরেশ উচ্চবিত্ত, আর মহিম গরীব ঘরের সন্তান।
মহিম এক ব্রাহ্মকন্যা কে পছন্দ করে। সুরেশ ব্রাহ্মদের একেবারেই দেখতে পারে না যদিও সে নাস্তিক ছিল। সুরেশের মতে - ব্রাহ্ম'রা হিন্দু ধর্মকে অস্বীকার করে এবং নিজেদের ইচ্ছা মতো ধর্ম বানিয়ে তা মেনে চলে।
এজন্য সুরেশ মহিমকে ব্রাহ্ম কন্যাকে বিয়ে করতে নিষেধ করে, কিন্তু ব্রাহ্মকন্যা অচলার রূপে সুরেশ নিজেই আকৃষ্ট হয়ে পরলো।

অচলার ইচ্ছানুযায়ী মহিমের সাথেই তার বিয়ে হলেও, সুরেশের কারণে তার সুখের নীড় বাধা হলো না।

একসময় সুরেশ অচলাকে নিয়ে পালিয়ে যায়,তবে ঘর বাধতে পারে নি।প্লেগে আক্রান্ত হয়ে মারা যায় সুরেশ।

অবশেষে অচলার ঠিকানা হলো মহিমের কাছেই।

----------------------------------------------------------
চরিত্র বিশ্লেষণ :
#মহিম :
দরিদ্র মহিম টাকার অভাবে সে মেডিকেলে পড়তে পারেনি।সে ধীর- স্থির-নিস্তব্ধ-নিশ্চুপ চরিত্রের অধিকারী। অচলার ভাষামতে, "মহিম মিথ্যা বলে না সে কসাই নয়- কাজপাগল আর মিতবাক"

#সুরেশ :
ধনীপুত্র সুরেশ ভগবান মানে না, কিন্তু সমাজ ও মানুষের প্রতি সে শ্রদ্ধাশীল।সে যাকে ভালবাসে তার বিপদে, তার মাথা ঠিক থাকে না।মানুষের সাহয্যে সদাহস্ত। ফয়জাবাদ শহরে আগুন লাগলে এক মহিলাকে বাঁচাতে নিজের জীবন বিপন্ন করে আগুনে ঝাঁপিয়ে পরে। প্লেগ রোগীদের সে অর্থ , ঔষুধ পত্র দিয়ে সহায়তা করে।

#অচলা:
ব্রাহ্ম কন্যা অচলা হলো এ উপন্যাসের নায়িকা। সুরেশ এর মতে, শুকনো কাঠপনা চেহারা, বই মুখস্থ করে, গায়ে কোথাও এক ফোঁটা রক্ত নেই, গলার স্বর চি চি করে।" কিন্তু তা দেখেও সুরেশের ঘুম কেড়ে নিয়েছিল।

#মৃণাল:
উপন্যাসের দ্বিতীয় নায়িকা মৃৃণালের স্বভাব ছিল চঞ্চল।


---------------------------------------------------------------------

ব্রাহ্ম বনাম ব্রাহ্মণ

#ব্রাহ্ম :

#ব্রাহ্মধর্ম হল উনিশ শতকে উদ্ভাবিত বাংলার একটি ধর্মীয় আন্দোলন। #রাজা_রামমোহন_রায় এই ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা ।তিনি ১৮২৮ সালে এটি প্রতিষ্ঠা করেন।স্বামি বিবেকানন্দও ব্রাহ্মসমাজের অনুসারী ছিলেন।

#ব্রাহ্মরা_হিন্দু_নন। তারা একেশ্বরবাদী, নিরাকারে
বিশ্বাসী।
ব্রাহ্মসমাজ / ব্রাহ্মধর্মের অনুগামীরা "ব্রাহ্ম" নামে পরিচিত।



#ব্রাহ্মণ:

হিন্দু ধর্মে ৪টি বর্ণ(জাত) রয়েছে, এগুলো হলো-ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র ।

ব্রাহ্মণ হল হিন্দু বর্ণপ্রথার প্রথম বর্ণ। হিন্দুধর্মে ব্রাহ্মণরা - পুরোহিত, পণ্ডিত বা পূজারী, শিক্ষক, আচার্য বা গুরু হিসেবে বংশ পরম্পরায় ধর্মীয় শিক্ষার রক্ষক।


------------------------------------------------------------------------
ভিডিওটির আলোচ্য অংশ :

00:00 গ্রন্থ পরিচিতি
00:29 চরিত্র সমূহ
02:22. মূল কাহিনী




------------------------------------------------------------------------
First Background Music is    • Relaxing Music for Sleep, Meditation ...  


------------------------------------------------------------------------
#Grihadaha_summary by
#Sarat_Chandra_Chattopadhyay
#শরৎচন্দ্র_চট্টোপাধ্যায়
#গৃহদাহ
#devdas
#devdasmovie
#Devdas_novel
#পরিণীতা
#বড়দিদি #পরিণীতা #পল্লীসমাজ #দেবদাস (১৯১৭) #চরিত্রহীন #শ্রীকান্ত (চারখণ্ডে ১৯১৭-১৯৩৩), #দত্তা #গৃহদাহ (১৯২০), #পথের_দাবী #শেষ_প্রশ্ন
#শেষের_পরিচয় #ষোড়শী #বিরাজ_বউ #বিন্দুর_ছেলে #মহেশ (১৯২৬) #অভাগীর_স্বর্গ
#মেজদিদি #বৈকুণ্ঠের_উইল #বিলাসী
#পরিণীতা #রামের_সুমতি

#viral #viralvideo #viralshorts #vlog #viralvideos #videos #views #vtuber
গৃহদাহ উপন্যাস সারসংক্ষেপ
#Grihadaha summary
#Grihodaho
#bd
Grihadaha novel characters
#Grihadaha_book
Grihadaha story in bengali
Grihadaha PDF
Grihadaha novel Review
Grihadaha summary
#Sarat_Chandra_Chattopadhyay quotes
#Sorot_Condo_Cottopadday
Sarat Chandra Chattopadhyay Books pdf
#Devdas Sarat Chandra Chattopadhyay
#Sorot_Condo Chattopadhyay chadda name
Sarat Chandra Chattopadhyay in bengali
Sarat Chandra Chattopadhyay novel
গৃহদাহ উপন্যাসের রচনাকাল
গৃহদাহ উপন্যাসের সমাজ বাস্তবতা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সিনেমা
#Uttam #Suchitra #movie list
গৃহদাহ উপন্যাসের প্রশ্ন উত্তর
চরিত্রহীন উপন্যাস pdf
পথের পাঁচালী উপন্যাস pdf
সংশপ্তক উপন্যাস pdf
Grihadaha written by Sarat Chandra Chattopadhyay.
#grihadaha_bengali_movie download. #গৃহদাহ_উপন্যাস_PDF_রিভিউ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |

Комментарии

Информация по комментариям в разработке