যে পাহাড়ে ইঞ্জিন ছাড়াই উঠে যায় গাড়ি | Bijoy TV

Описание к видео যে পাহাড়ে ইঞ্জিন ছাড়াই উঠে যায় গাড়ি | Bijoy TV

ইঞ্জিন ছাড়াই পাহাড়ের গা বেড়ে উঠে যায় গাড়ি। মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি গাড়িটিকে উপরের দিক থেকে টেনে তুলছে। শুধু তাই নয় বিমানের পাইলটরাও এই পাহাড়টি অতিক্রম করার সময় সর্তক থাকেন।

আমাদের এই পৃথিবীতে কত বিচিত্র রহস্যই না লুকিয়ে আছে। ঠিক তেমনই এক রহস্য হলো ম্যাগনেট হিল বা চৌম্বুক পাহাড়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১ হাজার ফিট উঁচুতে অবস্থান এই চৌম্বুক পাহাড়ের। এই পাহাড়ের রাস্তা ধরে এগোলেই বিস্ময়কর ঘটনার সাক্ষী হন পর্যটকরা। ইঞ্জিন বন্ধ থাকা অবস্থাতেই পাহাড়ের গা বেড়ে উঠতে শুরু করে গাড়ি।

ম্যাগনেট হিল বা চৌম্বুক পাহাড়ের অবস্থান ভারতের কাশ্মীরের লাদাখে। প্রাকৃতিক সৌন্দর্য্যের জন্য বরাবরই এই অঞ্চলটির প্রতি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। তবে, স্বর্গীয় সৌন্দর্য্যের পাশাপাশি লাদাখের প্রতি আকর্ষিত হওয়ার আরও একটি অন্যতম কারণ হলো এই ম্যাগনেটিক হিল।

ইঞ্জিন বন্ধ থাকলেও উঁচু এই পাহাড়ের রাস্তায় আপনাআপনি উঠতে শুরু করে গাড়ি। মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি গাড়িটিকে উপরের দিক থেকে টেনে তুলছে। এই সময়টাতে গাড়ির গতি থাকে ঘণ্টায় প্রায় ২০ কিলোমিটার। ম্যাগনেট হিলের আকর্ষন শুধু গাড়িতে নয় বিমানের ক্ষেত্রেও, পাইলটরা যখন আকাশ পথে এই পাহাড় অতিক্রম করে তখন তারা বেশ সর্তক থাকেন যাতে বিমানের গতিপথ বদলে না যায়।

বিজ্ঞানীরা এই পাহাড় নিয়ে দুটি যুক্তি দাড় করিয়েছেন। প্রথমটিতে তারা মত দিচ্ছেন যে, এই পাহাড়ে প্রচন্ড শক্তিশালী একটি চৌম্বুকক্ষেত্র আছে যার প্রভাব কোনো শক্তিশালী বিমানের যন্ত্রাংশেও পড়তে পারে। আরেক যুক্তিতে তারা বলছেন, পাহাড়ের উদ্দেশ্যে রাস্তাটিতে পৌঁছলে সবার দৃষ্টিভ্রম হয়। রাস্তাটি আপাতদৃষ্টিতে খাড়া বলে মনে হলেও আসলে সেখানকার ঢালগুলোর এমনই বিন্যাস যে চড়াইকে উতরাই আর উতরাইকে চড়াই বলে মনে হয়।
copyright © A BIJOY TV Production-2024

সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook:   / bijoytvlimited  
Youtube:    / bijoytvofficial  

Комментарии

Информация по комментариям в разработке