Modhutila Eco Park Sherpur Tour || মধু‌টিলা ই‌কোপার্ক - ভ্রমন গাইড || Mymensingh, Sherpur-2022

Описание к видео Modhutila Eco Park Sherpur Tour || মধু‌টিলা ই‌কোপার্ক - ভ্রমন গাইড || Mymensingh, Sherpur-2022

মধুটিলা ইকোপার্ক ভ্রমণ গাইড

যদি কেউ প্রকৃতিপ্রেমী অর্থাৎ বৃক্ষপ্রেমী হয় তাহলে অবশ্যই আমি বলব মধুটিলা ভ্রমন করুন। কেননা আপনি এখানে বৃক্ষের অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারবেন। এছাড়া যদি নিজেকে ডিপ্রেশন থেকে মুক্তি দিতে চান তাহলে এখান থেকে ঘুরে আসুন অনেকটা খোলা হয়ে যাবে মনটা।

মধুটিলা ইকোপার্ক

মধুটিলা শেরপুর জেলার পড়া এলাকায় অবস্থিত। মূলত একটি নালিতা উপজেলায় আওতাধীন।শেরপুর থেকে ৩০ কিলোমিটার দূরে এই মধুটিলা বিশাল জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে।

যা যা আছে এখানে

এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির বৃক্ষের সমাহার। শুধু ২০ একর এর মধ্যে রয়েছে ঔষধি বৃক্ষের বনায়ন। তাছাড়া আরও রয়েছে বন্যপ্রাণীর ভাস্কার্য এবং প্রতিমূর্তি। স্টার ব্রিজ, মিনি চিড়িয়াখানা, কার পারকিং, বসার স্থান ইত্যাদি রয়েছে। মজার মজার আকর্ষণীয় রাইড আছে এতে। ওয়াচ টাওয়ার থেকে দূরবর্তী স্থানের সৌন্দর্য উপভোগ করা যায়।

পার্কের লেকে ঘোরার জন্য রয়েছে তিনটি প্যাডেল বোট এবং পাঁচটি স্বদেশীয় নৌকা। প্রতিবছর এই আকর্ষণে হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসে। এর খুব কাছে রয়েছে গজনী অবকাশ কেন্দ্র। এর ফাকে সেখান থেকে ঘুরে আসতে পারেন।

টিকেট মূল্য

মধুটিলা ইকো পার্কে প্রবেশের জন্য প্রতি জন ২০ টাকা করে টিকিট নিতে হয়( সিজনে টিকেট মূল্যের থেকে বেশি নিতে পারে তাই টিকেটে টাকার মূল্য দেখেই টিকেট নেবেন)।ওয়াচ টাওয়ারে ওঠার জন্য প্রতি জন ১০ টাকা ফি প্রদান করতে হয়। এছাড়া এর অভ্যন্তরে বিভিন্ন রাইড এর মূল্য হয়ে থাকে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত।

কিভাবে যাবেন?

রিজার্ভ মাইক্রোবাস , প্রাইভেট কার অথবা মিনিবাস এ সরাসরি চলে যেতে পারেন মধুটিলা ইকোপার্কে। আর লোকালে যেতে হলে মহাখালী বাস টার্মিনালে যেতে হবে প্রথমে। তারপর আনন্দ, তুরাগ, গ্রীনল্যান্ড বাস সার্ভিসে যেতে পারবেন। প্রতিটি টিকিটের মূল্য ৯০ থেকে ১৫০ টাকা পর্যন্ত হতে পারে।

দেখা যায় বাসগুলো প্রতিটি স্টপে থেমে যায় যার ফলে অনেকে বিরক্ত বোধ করে। এজন্য ড্রিমল্যান্ড স্পেশাল বাসে যাওয়া কিছুটা সুবিধাজনক। আর এর টিকেট মূল্য সাধারণত ৩৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। মহাখালী বাস স্টপ থেকে প্রতিদিন দুপুর দুটায় এসি বাস শেরপুরে দিকে যাত্রা শুরু করে।
শেরপুর বাস স্টপ থেকে নেমে সিএনজি বা পিকআপ ভ্যানে করে সরাসরি মধু টিলাতে যেতে পারবেন। শেরপুর শাপলা চত্বর টু নন্নী বাজার এর প্রতি জন সিএনজি ভাড়া ৬০ থেকে ৭০ টাকা। আবার নন্নী বাজার টু মধুটিলা পার্ক প্রতি ভাড়া পনেরো থেকে বিশ টাকা। শেরপুর থেকে মধুটিলা পার্কের দূরত্ব মাত্র ৩০ কিলোমিটার। পুরো দিন মধুটিলা গজনি ইকোপার্ক ঘুরে আসার জন্য অটো ভাড়া ৫০০ থেকে ৭০০ টাকা। ৬ থেকে ৭ জন প্রতি অটোতে উঠে যায়।

থাকার ব্যবস্থা

যারা ঢাকা বা তার আশেপাশের এলাকা থেকে ভ্রমণ করে তারা ওই দিনই ফিরে আসতে পারে। কিন্তু যারা দূরবর্তী স্থান থেকে যায় তাদেরকে অনেক সময় থাকতে হয়। আর যারা অত্যান্ত ভ্রমণপিপাসু তারা অবস্থান করে থাকে। ১৫০ টাকা থেকে ৫০০ টাকা থাকার জন্য গেস্ট হাউস পাওয়া যায়। তাছাড়া ৩০০ টাকা থেকে ৫০০ টাকা ভালো মানের গেস্টহাউস পাওয়া যায়। কিছু গেস্ট হাউসের নাম গুলো হচ্ছে- কাকলি, ভবানী প্লাজা ,বর্ণালী গেস্ট হাউস হোটেল সম্পদ ইত্যাদি।
হোটেল সম্পদ- 01712 422 145, কাকলি গেস্ট হাউস- 01914 854 50, বর্ণালী গেস্টহাউস- 0916 1575.
খাবার ব্যবস্থা
যদি আপনি ভালো মানের খাবার খেতে চান তাহলে অবশ্যই শেরপুর চলে আসা ভালো। এখানে রয়েছে হোটেল শাহজাহান, হোটেল প্রিন্স ,হোটেল আহার।

সাবধানতা অবলম্বন

• কোন যানবাহনে চড়ার আগে অবশ্যই ভাড়ার বিষয়টা জেনে নিবেন।
• কখনো একা যানবাহনে উঠবেন না, বিশেষ করে মেয়েদের জন্য।
• সব সময় মোবাইল ও টাকা সাবধানে রাখতে হবে।
• কোন কিছু খাওয়ার পূর্বে সেগুলোর দাম যাচাই করে নিবেন।
• মোবাইল ফোনে সব সময় চার্জ রাখবেন। কেননা অনেক সময় একা ঘুরতে গেলে দিক হারিয়ে ফেলে অনেকে।

#Run_with_Nadman #Modhutila_eco_park #sherpur_park
#mymensingh_park
#sherpur_park

Комментарии

Информация по комментариям в разработке