Khairuls Basic Math বইয়ের শতকরা টপিকের উপর সম্পূর্ণ সলভ ক্লাস ।। Percentage by Khairul Alam

Описание к видео Khairuls Basic Math বইয়ের শতকরা টপিকের উপর সম্পূর্ণ সলভ ক্লাস ।। Percentage by Khairul Alam

এই ভিডিওটিতে আমাদের ব্যাসিক ম্যাথ বইয়ের উপর নেয়া ফ্রি পরীক্ষার শতকরা টপিকের প্রতিটি নিয়মের অংকের সমাধান, ব্যাসিক আলোচনা এবং বিভিন্ন পরীক্ষায় শতকরার সম্পর্কিত যে অংকগুলো সবথেকে বেশি আসে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছে।


এই সলভ ক্লাসটি করার আগে অবশ্যই পরীক্ষা দিয়ে আসুন।
শতকরার পরীক্ষার লিংক: https://makemcq.com/e/50708


খাইরুল স্যারের যে বইগুলো বর্তমানে সারাদেশে পাওয়া যাচ্ছে
1. Khairuls Basic Math (6th Edition)
2. Khairuls Mental Ability (3rd Edition)
3. Khairuls Bank Math (5th Edition Upcoming)
4. Khairuls Bank Written Math (3rd Edition )
5. Khairuls Advanced Math (3rd Edition )


#আমাদের ফেসবুক গ্রুপের লিংক :   / khairulsbasicmath  
আমাদের ফেসবুক পেজের লিংক :   / khairulsmath  
আমাদের অনলাইন কোর্স করতে ইনবক্স করুন :   / khairulsmath  

1)৭২০ এর ৬.৫% কত?

2) ২/৫ এর ২৫% = কত?

3) ০.০২ এর ৫% কত?

4)কোন সংখ্যারা ৪০ শতাংশ ও ১০ শতাংশের মধ্যে পার্থক্য ৫.১?

5)০.৪ কে শতকরায় প্রকাশ করলে কত হবে?

6)৩৮ কোন সংখ্যার ১২.৫%?

7)৯০ সংখ্যাটি কোন সংখ্যার ৬৬(২/৩)%?

8) ৮৪ টাকা কত টাকার ৮.৭৫%?

9) ০.০৫ এর ০.০৩ গুণ শতকরার কত?

10) যদি একটি সংখ্যা ‘ক’ এর ১২০% অপর একটি সংখ্যা ‘খ’ এর ৮০% হয়, তাহলে (ক+খ) এর মান কত?

11)০.০২৩ এর ১% সমান কত?

12) দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে ৪০% ও ২৫% কম। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির তুলনায় শতকরা কত ছোট ?

13) হারুন তার মাসিক বেতনের ২০% আয়কর প্রদান করে এবং অবিশষ্ট বেতনের ২০% বাসা ভাড়া বাবদ খরচ করে । সে তার বেতনের শতকরা কত অংশ বাসা ভাড়া দেয় ?


14)একজন ব্যক্তি প্রতিমাসে ১৪০০ টাকা সঞ্চয় করেন এবং তার মাসিক আয়ের ৮০% খরচ করেন। তার মাসিক আয় কত টাকা?

15) একটি নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে একজন ৩০% ভোট পেয়ে ১৫,০০০ ভোটে পরাজিত হয়। বিজয়ী প্রার্থী কত ভোট পেয়েছে?

16) একটি শহরের জনসংখ্যা ৮০০০ জন। প্রথম বছরে জনসংখ্যা বৃদ্ধি পায় শতকরা ১০ জন এবং দ্বিতীয় বছরে শতকরা ২০ জন। ২ বছর পরে জনসংখ্যা কত হবে?

17)একটি নির্দিষ্ট দাম দিয়ে একটি পণ্য ক্রয় করা হলো, যদি পণ্যটির দাম প্রথমে ২০% কমানো ও পরে ১০% বাড়ানো হয় তাহলে সর্বশেষ মূল্য ২৬৪০ টাকা হয়। শুরুতে ঐ পণ্যের মূল্য কত ছিল?

18) ক-এর আয় খ-এর আয় থেকে ২৫% বেশী। খ-এর আয় গ-এর আয় থেকে ২০% বেশী। ক-এর আয় গ-এর আয় থেকে কত বেশী?

19)যদি ১৫০ এর ৬০% বৃদ্ধি পেয়ে এবং ক% কমে ১৯২ হয়। তাহলে ক এর মান কত?

20) একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৩০% ও ২০% বাড়ানো হল। নতুন তৈরি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, মূল বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল থেকে শতকরা কত বেশি ?

21)একজন ছাত্র একটি সংখ্যাকে প্রথমে ২০% হ্রাস করার পর আবার ২০% বৃদ্ধি করলো। যদি নতুন সংখ্যা দুটির পার্থক্য ৮ হয় তাহলে প্রকৃত সংখ্যাটি কত?

22) জনাব রহিম তার মাসিক আয়ের ৮০% খরচ করে। যদি তার আয় ৫০% বৃদ্ধি পায় এবং সেই সাথে খরচ ২৫% বৃদ্ধি পায় তাহলে তার সঞ্চয় কত?

23) এক ব্যবসায়ী তার আমদানিকৃত ২৪০ টি বাইকের মধ্যে ১৫% বাইকে ত্রুটি খুঁজে পেল। পরবর্তীতে আমদানিকৃত ১৬০ টি বাইকের ৫% বাইকে ত্রুটি খুজে পেল। দুবারে সে শতকরা কতগুলো ত্রুটি যুক্ত বাইক পেল ?

24)একটি কলেজে ৭০% পরিক্ষার্থী ইংরেজীতেও ৮০% পরিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ১৮০ জন পরিক্ষার্থী পাস করে থাকে, তবে ঐ কলেজে কত জন পরিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?

25) একটি স্কুলের ৪০% ছাত্র। ছাত্রদের ৩০% এবং ছাত্রীদের ২০% বিতর্ক ক্লাবে যোগ দিলে মোট ছাত্র- ছাত্রীর কত শতাংশ বিতর্ক ক্লাবে যোক দিল?
ক১২%
খ২৪%
গ২৬%
ঘ৫০%

26)একটি ব্যাংকের কর্মচারীদের ৭০% নারী ও ৬০% বিবাহিত। পুরুষের ২/৩ অংশ যদি অবিবাহিত হন, নারীদের কত ভাগ বিবাহিত?

27) চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৭৫০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া গেল। ১ কেজি চালের পূর্বমূল্য কত ছিল?

28) একটি নির্বাচনে মোট ভোটারের ২২% ভোট দেয়নি। দুজন প্রার্থীর মধ্যে পরাজিত প্রতিদ্বন্দী ২১,২১৬ ভোট পায় এবং বিজয়ী প্রতিদ্বন্দী পরাজিত প্রার্থী অপেক্ষা ৫০% ভোট বেশি পায়। যদি বিজয়ী প্রার্থী ৬০% ভোট পেয়ে থাকে তাহলে ঐ এলাকার মোট ভোটার কতজন?



শতকরা,percentage,Percentage,শতকরা অংকের ম্যাজিক,শতকরার সহজ সমাধান,sotkora khairul basic math,percentage khairul basic math,শতকরা খাইরুল বেসিক ম্যাথ,শতকরা খাইরুল,khairul basic math শতকরা,বিসিএস শতকরা অংক,শতকরা অংক,sotkora math,

#শতকরার অংকের ম্যাজিক
#শতকরার অংকের সহজ টেকনিক
#Khairul's Math
#khairuls basic math
#primary math solution
#khairuls math
#খাইরুল ব্যাসিক ম্যাথ
#খাইরুলস ম্যাথ
#শতকরার নিয়মের অংক
#শতকরা নিয়মের সহজ সমাধান
#Oikik niom
#BCS Math
#Job Math
#Easy Math
#sotkorar niom Easy Solution
#Khairul Alam
#khairuls primary math
#প্রাইমারী গণিত
#প্রাইমারী গণিত সমাধান
#প্রাথমিক সহকারী শিক্ষক
#প্রাথমিক সহকারী
#প্রাথমিক নিয়োগ
#প্রাথমিক
#নৌকা
#প্রাক
#প্রাইমারী

Комментарии

Информация по комментариям в разработке