চতুরঙ্গ || Chaturanga || Rabindranath Tagore ||
@sahityapragati
রবীন্দ্রনাথ প্রায় একইসময়ে লিখছেন ‘চতুরঙ্গ’ এবং ‘ঘরে বাইরে’ উপন্যাস। তার আগে শেষ উপন্যাস লিখেছেন গোরা ছয় বছর আগে।
বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপট উঠে আসছে ‘ঘরে বাইরে’ তে। আর তার পাশাপাশি ‘চতুরঙ্গ’ উপন্যাসের কাহিনি সমাজচেতনা এবং চরিত্রের আত্মবিশ্লেষণে সমৃদ্ধ। শচীশ-দামিনী-শ্রীবিলাস এই তিনটি চরিত্র নিয়ে মূলত আবর্তিত হয়েছে উপন্যাসটি। কেন্দ্রিয় চরিত্র শচীশ যেন গোরার সহোদর, গোরার মতো উজ্জ্বল চেহারা তার। অথচ গোরার হিন্দুত্ব ছিল স্বাজাত্যবোধ, দেশের মানুষের মধ্যে তার আত্ম অনুসন্ধান। কিন্তু শচীশ চূড়ান্ত আত্মকেন্দ্রিক। বাইরের পৃথিবীর সঙ্গে যোগ ক্রমশই ম্রিয়মান হয়ে আসছে। আর তার পাশে শ্রীবিলাস – সুখ শোক মিশ্র জীবনের প্রতি তার আসক্তি।
সমাজ চেতনার অপর একটি দিক প্রতিফলিত হয়েছে দামিনীর মধ্যে – বিধবা বিবাহ। ‘চতুরঙ্গ’ উপন্যাসের শুরুতে ননীবালার বিধবা বিয়ের ব্যবস্থা হয়েছিল তা অসম্পূর্ণ থেকে যায় ননীবালার আত্মহত্যায়। কিন্তু বিধবা দামিনী শ্রীবিলাসকে বিয়ে করেছে অথচ সে ভালোবেসেছে শচীশকে, বিয়ের পর শ্রীবিলাসকে ভালোবেসে ফেলছে কিন্তু শচীশের প্রতি ভালোবাসাও তার অবিচল। আসলে প্রেমের ক্ষেত্রে সীমা – অসীমের মিলনের সূত্রপাত করছেন রবীন্দ্রনাথ ‘চতুরঙ্গ’ উপন্যাসের মধ্য দিয়ে। শচীশের সঙ্গে দামিনীর প্রেম অসীমাভিসারী এবং শ্রীবিলাসের সঙ্গে তার প্রেম তা নীড়াভিমুখী। প্রেমের এই দুই দিক পরবর্তীকালে ‘শেষের কবিতা’ উপন্যাসে দেখা যাবে। আর ‘চতুরঙ্গ’ উপন্যাস আসলে সামাজিক মনস্তাত্ত্বিক কাহিনির এক আধুনিক কনসেপ্ট। অন্যজনের প্রতি ভালোবাসায় আসক্ত দামিনীকে শ্রীবিলাস সপ্রণয়ে গ্রহণ করেছে, পুরুষের অভিমান ও অহংকার বিসর্জন দিয়েছে – এখানে শ্রীবিলাসের সঙ্গে সাদৃশ্য লক্ষ্য করা যায় বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখরের।
‘চতুরঙ্গ’ উপন্যাসের প্রধান চরিত্র শচীশ, দামিনী, শ্রীবিলাস হলেও অপ্রধান চরিত্র জগমোহন ও লীলানন্দর গুরুত্বও অনেকটাই। বলা যেতে পারে, অপ্রধান চরিত্র দুটি প্রধান চরিত্রকে অনেকটাই নিয়ন্ত্রণ করেছে।
জ্যাঠামশাই – উজ্জ্বল স্থির চরিত্র। বিজ্ঞানবুদ্ধি, মননচর্চা, নাস্তিক্যধর্ম অনুশীলন, তারুণ্য ইত্যাদি জগমোহন চরিত্রের বৈশিষ্ঠ্য। সবুজপত্রের মানসিকতার মধ্যেও মননচর্চাই প্রধান। জ্যাঠামশাই জাতীয় চরিত্র সম্পর্কে রবীন্দ্রনাথ জীবনস্মৃতিতে মন্তব্য করেছেন –
“তখন বেন্থাম, মিল ও কোঁতের আধিপত্য। তাঁহাদেরই যুক্তি লইয়া আমাদের যুবকরা তখন তর্ক করিতেছিলেন। কিন্তু ইহাকে আমরা শুধু মানসিক বিদ্রোহের উত্তেজনা রূপেই ব্যবহার করিয়াছি। নাস্তিকতা আমাদের একটা নেশা”নেশার বশেই নাস্তিকতার চর্চা করার জন্য জগমোহনের মতো সম্ভাবনাময় চরিত্রের কোনো পরিণতি পাওয়া যায় না। আর এই জগমোহনের স্বাধীনচিত্ততার প্রভাব পড়েছিল শচীশের মধ্যে। পীড়িতের প্রতি করুণা, অন্যায়ের প্রতিবাদ, সেবাধর্ম – প্রভৃতি জ্যাঠামশায়ের শিক্ষা দ্বারা শচীশ ও শ্রীবিলাস উভয়েই লালিত ছিল। কিন্তু জ্যাঠামশাই থেকে লীলানন্দ স্বামীর শিষ্যত্ব, আত্মবিভোর হয়ে কীর্তন গান, গুরুর পা টেপা – শচীশের এই চিত্তবদলের বিবর্তন রবীন্দ্রনাথ দেখাননি। শুধু দু’বার শচীশ নিজেকে বালক মূর্তিতে কল্পনা করেছে মাত্র। আসলে শচীশ একজন শিষ্য, আগে জ্যাঠামশায়ের শিষ্য, নিসংশয়ে সেখানে সে নিজেকে সমর্পণ করেছে, তাঁর আদর্শে নিজেকে গড়ে। পরে লীলানন্দ স্বামীর পথ অনুসরণ করেছে। শচীশের পরিবর্তন ঘটেছিল দামিনীর সংস্পর্শে, অনুভব করেছিল দামিনীর প্রতি আকর্ষণ কিন্তু দামিনীর গুরু হতে সে রাজি হতে পারল না। ‘চতুরঙ্গ’ উপন্যাসের চরিত্র বিশ্লেষণ প্রসঙ্গে বলা যায় জ্যাঠামশায় ও লীলানন্দ স্বামী দ্বারা শচীশ নিয়ন্ত্রিত হয়েছে। আর জ্যাঠামশায় লীলানন্দ স্বামী , শচীশ এবং দামিনী দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে শ্রীবিলাস। আর দামিনীর মধ্যে রবীন্দ্রনাথের
“বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়
অসংখ্য বন্ধনমাঝে মহানন্দময়
লভিব মুক্তির স্বাদ” – এই সুরই ধ্বনিত হয়েছে।
" যাঁহার মধ্যে ক্ষণে ক্ষণে
অসাধারণকে প্রত্যক্ষ করিয়া
ধন্য হইয়াছি
তাঁহার স্মরণে "
|| সাহিত্য প্রগতি ||
Education is the powerful weapon which you can use to change the world.
This is a Bengali Literary Channel. We have created this Youtube channel to educate students about various topics in the Bengali literature, History of Bengali Literature, Story, Prose, Poem, drama, Essays, Novels, And others. Our channel is only on Bengali subject from first class to MA, BA-Honours & Programmes (All Semesters)MA-BENGALI (All Semesters) DODL,UGC Net Set Bengali Preparation,Collage Service-Bengali,SSC-Bengali, Primary-Upper Primary, Study material will also be available here.
🧑🏫Universities of India and 🛫Bangladesh & others
🧑🏫পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
পড়া হোক বিকাশের জন্য || সাথে থাক সাহিত্য পাঠের আসর || বিদ্যালয় থেকে মহাবিদ্যালয়, মহাবিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের আঙিনায়
এসো playlist এ @sahityapragati
Информация по комментариям в разработке