আমি লিখতে চাইনি গান। হায়দার হোসেন। যে কারণে প্রকাশ পায়নি আন্দোলন নিয়ে করা হায়দার হোসেনের গান

Описание к видео আমি লিখতে চাইনি গান। হায়দার হোসেন। যে কারণে প্রকাশ পায়নি আন্দোলন নিয়ে করা হায়দার হোসেনের গান

#Hyder_Husyn

আমি বলতে চাইনি গান। হায়দার হোসেন। যে কারণে প্রকাশ পায়নি আন্দোলন নিয়ে করা হায়দার হোসেনের গান- Hyder Husyn

সেসময় গানটি প্রকাশ করতে পারেননি হায়দার হোসেন। কারণ যেদিন তিনি তা প্রকাশ করবেন ভেবেছিলেন, সেদিনই বন্ধ করে দেওয়া হয়েছিল সারাদেশের ইন্টারনেট। এবার শেখ হাসিনার পতনের পর প্রকাশ্যে এল হায়দার হোসেনের গাওয়া সেই গানটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি গানটি প্রকাশ করে ‘ফাইসা গেছি’খ্যাত গায়ক বলেন, ‘এই গানটি আমি লিখেছিলাম কোটা সংস্কার আন্দোলনের জন্য এবং ১৮ জুলাই আপলোড করার উদ্দেশ্যে; কিন্তু পোস্ট করার আগ মুহূর্তে ইন্টারনেট বন্ধ হয়ে যায়। অনেকের অনুরোধে গানটি আবার আপলোড করলাম।’

গানটির কথাগুলো এমন, ‘আমি বলতে চাইনি/ তবু বলতে হয়/ আমি লিখতে চাইনি/ তবু লিখতে হয়/ এতগুলো প্রাণ ঝরে গেল/ বিবেক কেমনে নির্বাক রয়?’

পাশাপাশি ছাত্র-জনতার বিজয়ের পর আরও একটি নতুন গান প্রকাশ করেছেন হায়দার হোসেন। এটির শিরোনাম ‘বিজয় উল্লাস’।

Комментарии

Информация по комментариям в разработке